মেলাট্রিন ক্রিম এর কাজ কি – মেলাট্রিন ক্রিম এর কার্যকারিতা

আমাদের মধ্যে অনেকেই রয়েছেন যাদের ত্বকে অনেক ব্রণ, দাগ এবং বলিরেখা রয়েছে কিন্তু কোনভাবেই ভালো করতে পারছেন না তাদের জন্যই মূলত এই পোস্টটি কেননা মেলাট্রিন ক্রিম সম্পর্কে আলোচনা করব। আপনি যদি মেলাট্রিন ক্রিম এর কাজ কি এবং মেলাট্রিন ক্রিম এর কার্যকারিতা জেনে না থাকেন তাহলে এই পোস্টটি প্রথম থেকে শেষ পর্যন্ত মনোযোগ সহকারে পড়ুন।

মেলাট্রিন ক্রিম এর কাজ কি

মেলাট্রিন ক্রিম এর কাজ কি তা অনেকেরই অজানা। মেলাট্রিন ক্রিম সাধারণত ত্বকের বিভিন্ন সমস্যা যেমন দাগ, বলিরেখা, এবং ত্বকের রঙের সমস্যা সমাধানে ব্যবহৃত হয়। এটি একটি নির্দিষ্ট কসমেটিক প্রোডাক্ট যা ত্বকের পিগমেন্টেশন কমাতে এবং ত্বককে উজ্জ্বল করতে সাহায্য করে।

উপস্থাপনা

মেলাট্রিন ক্রিম একটি ত্বক ফর্সা ও উজ্জ্বল করার ক্রিম। এটি বিশেষভাবে তৈরি হয়েছে ত্বকের দাগ, বলিরেখা, এবং ত্বকে ভিতর থেকে উজ্জ্বল করার জন্য। এই ক্রিমটি ত্বককে নরম ও মসৃণ করতে সাহায্য করে এবং ত্বকের রঙের বৈষম্য কমাতে বেশ সহায়তা করে থাকে। আপনি যদি মেলাট্রিন ক্রিমটি ব্যবহার করতে চান কিংবা আগে থেকে ব্যবহার করছেন তাহলে মেলাট্রিন ক্রিম সম্পর্কে ভালোভাবে জেনে তারপর ব্যবহার করা উচিত।

কেননা প্রতিটা জিনিসেরই একটি প্রধান কাজ রয়েছে এবং পার্শ্ব প্রতিক্রিয়া রয়েছে তাই আপনি যদি সঠিকভাবে ক্রিমটি ব্যবহার না করেন তাহলে অনেক পার্শ্ব প্রতিক্রিয়া দেখা দিতে পারে তাই মেলাট্রিন ক্রিম ব্যবহারের নিয়ম এবং মেলাট্রিন ক্রিম কতদিন ব্যবহার করতে হবে তা জেনে রাখা উচিত।

মেলাট্রিন ক্রিম এর কাজ কি

মেছতা সাধারণত মহিলাদের বেশি হয়ে থাকে তবে কিছু কিছু পুরুষদেরও এই সমস্যায় শিকার হতে হয় তবে এটি মূলত ত্বকের মানের ওপর নির্ভর করে থাকে। অনেকেরই রয়েছে যাদের নাকের দুই পাশের অংশ কালো হয়ে যায় এতে করে মুখের সৌন্দর্য টাই হারিয়ে যায় যার কারণে অনেকেই এই মেছতা বা কালো দাগ তোলার জন্য একটি ক্রিম ব্যবহার করে থাকে যার নাম হচ্ছে মেলাট্রিন ক্রিম।

মেছতা কিংবা মুখের দাগের চিকিৎসা সবথেকে ভালো এবং বহুল ব্যবহৃত ক্রিম হচ্ছে এই মেলাট্রিন ক্রিম। ফ্লুসিনোলোন এসিটোনাইড এবং হাইড্রোকুইনোন এবং ট্রেটনইন এ তিনটি গুরুত্বপূর্ণ উপাদান দিয়ে তৈরি মেলাট্রিন ক্রিমটি বাজারে নিয়ে এসেছে জিসকা ফার্মাসিটিক্যাল লিমিটেড।

যাদের মুখে অতিরিক্ত পরিমাণে মেছতা কিংবা ছোপ ছোপ কালো দাগ রয়েছে এবং দীর্ঘদিন যাবত এই মেছতার কারণে আপনার নাকের দুই পাশে কালো হয়ে গিয়েছে অথবা আগে অনেক ব্রণ ছিল এখন ব্রণের জায়গাগুলো কালো কিংবা কত দাগ হয়ে গিয়েছে যার জন্য আপনি অনেক ধরনের ওষুধ কিংবা ক্রিম ব্যবহার করেছেন তারপরও কোন কাজ হয়নি তাহলে আপনি এই মেলাট্রিন ক্রিমটি ব্যবহার করতে পারেন।

এই মেলাট্রিন ক্রিমটি ইতিমধ্যে অনেক ডাক্তাররাই মুখের বিভিন্ন রকম স্কিনের সমস্যার ক্ষেত্রে এই ক্রিমটি প্রেসক্রিপশন করছে তাই আপনি যদি এই ক্রিমটি সঠিকভাবে ব্যবহার করেন তাহলে আশা করি আপনার মুখের স্ক্রিনের সকল সমস্যা দূর হয়ে যাবে। আশা করি মেলাট্রিন ক্রিমএর কাজ কি তা এবার জানতে পেরেছেন।

আরো পড়ুনঃ-  কিডনির পয়েন্ট কত হলে ভালো - কিডনি টেস্ট খরচ কত

মেলাট্রিন ক্রিম এর কার্যকারিতা

এই মেলাট্রিন ক্রিমটি ত্বকের মেছতার সমস্যা দূর করতে কার্যকরী তবে অনেকে বলে থাকে এই ক্রিমটি নাকি আমাদের ত্বকে ফর্সা করতেও কার্যকরী তবে যারা বলে থাকে এই ক্রিমটি আমাদের ত্বককে ফর্সা করতে কাজ করবে কিংবা এই ক্রিমটি ফর্সা হওয়ার জন্য ব্যবহার করতে তাদের উদ্দেশ্যে বলা যে এই ক্রিম গুলো কিন্তু মেছতার সমস্যা বা কালো দাগ দূর করার জন্য কার্যকরী।

এই ক্রিমটি যদি যদি আপনারা কালো দাগ ছাড়া মুখের অন্য কোথাও ব্যবহার করেন তাহলে কিন্তু আপনাদের স্কিনটা লাল হয়ে যেতে পারে স্কিনে বিভিন্ন ধরনের সমস্যা দেখা দিতে পারে তাই যাদের মুখে খুব বেশি মেছতার সমস্যা তারাই একমাত্র ব্যবহার করবেন।

এই মেলাট্রিন ক্রিমটির কাজই হচ্ছে যে আপনার যদি মেছতা থেকে থাকে তাহলে মেছতা দূর করবে এবং স্কিনের মধ্যে আপনার কালো ধরনের আবরণ রয়েছে বা ব্রণ বিপুল হারে উঠতেছে সে ক্ষেত্রে আপনারা জন্য এই ক্রিমটি ভালো কার্যকরী ক্রিম।

হয়তোবা ব্রণ দূর করার জন্য বা মেছতা উঠানোর জন্য অনেক ধরনের ক্রিম ব্যবহার করে থাকতে পারেন তো সেই দিক থেকে আমি বলতে পারি যে সেইসব ক্রিমের থেকে কিন্তু এই মেলাট্রিন ক্রিমটি খুবই কার্যকরী একটি ক্রিম। আশা করি মেলাট্রিন ক্রিম এর কার্যকারিতা জানতে পেরেছেন।

মেলাট্রিন ক্রিম এর উপকারিতা কি

আমরা সবাই কমবেশি মেলাট্রিন ক্রিম সম্পর্কে জানি এমনকি অনেকেই ব্যবহার করছি কিন্তু মেলাট্রিন ক্রিমের কি কি উপকারিতা রয়েছে তা হয়তো আমরা অনেকেই জানিনা। মেলাট্রিন ক্রিম ক্রিমের অনেক উপকারিতা রয়েছে বলি রেখা দূর করা, তপ উজ্জ্বল করা, ব্রণের দাগ দূর করার ইত্যাদি। মেলাট্রিন ক্রিম এর উপকারিতা আরো কি কি উপকারিতা রয়েছে সেগুলো নিচে পয়েন্ট আকারে উল্লেখ করা হলো।

  • ত্বকের বিভিন্ন স্থানে বর্ণের পার্থক্য কমায় এবং ত্বকের সব জায়গা সমান করে।
  • সূর্যের অতিরিক্ত তাপ এবং ক্ষতিকারক  রশ্মি থেকে রক্ষা করতে সহায়তা করে।
  • ত্বকের বিভিন্ন ক্ষত কিংবা ব্রণের দাগ দূর করতে সাহায্য করে।
  • অনেকদিন করা মেছতা দূর করতে ভীষণভাবে কাজ করে।
  • ত্বককে কোমল এবং নমনীয় করে তোলে।
  • ত্বকের উজ্জ্বলতা ও বৃদ্ধি করে এবং ত্বকের ডার্ক সার্কেল দূর করতে সহায়তা করে।
  • ত্বকের বিভিন্ন কালো দাগ দূর করতে সহায়তা করে।
  • ত্বকের বলিরেখা দূর করে।
  • ত্বকের স্বাভাবিক রং ফিরিয়ে আনে এবং ত্বককে বেশি সতেজ করে তোলে।

মেলাট্রিন ক্রিম ব্যবহার করার নিয়ম

আমরা বেশিরভাগ কমবেশি সবাই ত্বকের কালো দাগ, মেছতা কিংবা ব্রণের সমস্যাই ভোগে থাকি যার কারণে ডাক্তারের কাছে গেলে বেশিরভাগ ডাক্তারি মেলাট্রিন ক্রিমটি ব্যবহার করার পরামর্শ দিয়ে থাকে কিন্তু আমরা অনেকে রয়েছি যারা মেলাট্রিন ক্রিমটি সঠিকভাবে ব্যবহার করতে জানিনা যার কারণে ত্বকের সমস্যা থেকেই যায় ভালো হয় না।

তাই আপনি যদি এই মেলাট্রিন ক্রিমটি সঠিকভাবে ব্যবহার করেন তাহলে আশা করি শতভাগ মেছতা কিংবা কালো দাগ দূর হয়ে যাবে এটি নিশ্চিত থাকেন। আপনার মুখে যতই কালো দাগ, ক্ষত কিংবা মেছতা থাকুক না কেন শুধুমাত্র এটি রাতে একবাড়ি ব্যবহার করতে হবে তার বেশি ব্যবহার করা যাবে না। চলুন এবার মেলাট্রিন ক্রিম ব্যবহারের নিয়ম জেনে নেওয়া যাক।

আরো পড়ুনঃ-  কলা খাওয়ার উপকারিতা ও অপকারিতা - কাঁচা কলার পুষ্টিগুণ

রাতের বেলা ঘুমাতে যাওয়ার ঠিক ৩০ মিনিট আগে এই ক্রিমটি ব্যবহার করতে হবে। তবে এই ক্রিমটি ব্যবহার করার আগে অবশ্যই ক্ষার ফেসওয়াশ কিংবা সাবান দিয়ে ভালোভাবে মুখ ধুয়ে নিবেন যাতে কোন প্রকার ধুলাবালি না থাকে। আর যদি আপনার কাছে ক্ষার মুক্ত ফেসওয়াশ কিংবা সাবান না থাকে তাহলে আপনি পরিষ্কার পানি দিয়ে মুখটি ধুয়ে নিবেন।

তারপর মুখের আক্রান্ত স্থানে অর্থাৎ মুখে যে জায়গাগুলোতে মেছতা কিংবা কালো দাগ রয়েছে সেই জায়গা গুলোতেই ক্রিমটি খুব পাতলা করে মালিশ করতে হবে। এর পাশাপাশি ক্রিমটি লাগানোর সময় খেয়াল রাখতে হবে যেন কোন জায়গায় অতিরিক্ত পরিমাণে না লেগে যায়। আর এই ক্রিমটি আপনি যতদিন ব্যবহার করবেন ততদিন রোদে যাওয়া যাবেনা এবং সূর্যের রোশনি থেকে দূরে থাকতে হবে।

মোটামুটি ১ থেকে ১.৫ মাস ব্যবহার করলেই আপনি এর ফলাফল জানতে পারবেন আর মনে রাখবেন শিশুদের ক্ষেত্রে এই ওষুধটি ব্যবহারের জন্য নিরাপদ কিনা তা এখনো জানা যায়নি তাই শিশুদের নাগালের বাইরে রাখবেন। আশা করি মেলাট্রিন ক্রিম ব্যবহারের সঠিক নিয়ম জানতে পেরেছেন।

মেলাট্রিন ক্রিম কতদিন ব্যবহার করতে হবে

মেলাট্রিন ক্রিম সাধারণত ত্বকের বিভিন্ন দাগ, ক্ষত এবং বলিরেখা ইত্যাদি দূর করতে ব্যবহার করা হয়ে থাকে। অনেকেই এই মেলাট্রিন ক্রিমটি চিনে থাকেন এবং ইতিমধ্যে অনেকেই ব্যবহার করছেন কিন্তু এই মেলাট্রিন ক্রিম কতদিন ব্যবহার করতে হবে তা হয়তো অনেকেই জানেন না। 

মেলাট্রিন ক্রিম কতদিন ব্যবহার করতে হবে তা জানা খুবই গুরুত্বপূর্ণ কেননা একটি জিনিস বেশিদিন ব্যবহার করা কখনোই উচিত নয়। এই মেলাট্রিন ক্রিমটি কতদিন ব্যবহার করতে হবে তা সম্পূর্ণ নির্ভর করে ত্বকের সমস্যা ও ধরনের ওপর এবং চিকিৎসকের পরামর্শের ওপর। 

আপনি যদি মেলাট্রিন ক্রিম ব্যবহার করতে চান তাহলে অবশ্যই একজন চর্মরোগ বিশেষজ্ঞের অথবা চিকিৎসকের পরামর্শ নিয়ে এই ক্রিমটি ব্যবহার করবেন। ফলে চিকিৎসক আপনার ত্বকের অবস্থা নির্ণয় করে আপনাকে নির্দিষ্ট দিনের জন্য ব্যবহার করার পরামর্শ দিবে।

কিছু কিছু ক্ষেত্রে এই মেলাট্রিন ক্রিমটি কয়েক সপ্তাহ থেকে কয়েক মাস পর্যন্ত ব্যবহার করা যেতে পারে তবে ডাক্তারের পরামর্শ ছাড়া বেশি দিন ব্যবহার করা উচিত নয় তাই মেলাট্রিন ক্রিম ব্যবহারের সময়সীমা এবং ব্যবহারের নিয়ম ডাক্তারের পরামর্শ অনুযায়ী মেনে চলা উচিত

মেলাট্রিন ক্রিম এর পার্শ্বপ্রতিক্রিয়া

প্রতিটা জিনিসেরই যেমন উপকারিতা রয়েছে ঠিক তেমনি অপকারিতা রয়েছে তাই তো আমরা হয়তো অনেকেই জানিনা মেলাট্রিন ক্রিম এর পার্শ্বপ্রতিক্রিয়া সম্পর্কে। মেলাট্রিন ক্রিম বেশি ব্যবহার করার ফলে বিভিন্ন পার্শ্ব প্রতিক্রিয়া সৃষ্টি হতে পারে তাই একজন চিকিৎসকের পরামর্শে এটি ব্যবহার করা উচিত।

যাদের মূলত মেছতা সমস্যার রয়েছে তাদের জন্য ডাক্তারের প্রেসক্রিপশন করে থাকে এবং এই টিমটি ব্যবহার করার সময় মেছতা আক্রান্ত স্থানে অল্প পরিমাণে লাগাতে হবে আর যদি বেশি লাগিয়ে ফেলেন তাহলে ত্বক লালচে কিংবা পুড়ে যেতে পারে। এছাড়া মেলাট্রিন ক্রিমের আরো পার্শ্বপ্রতিক্রিয়া রয়েছে যেগুলো নিচে দেওয়া হলঃ

  • ত্বক লালচে হওয়া
  • ত্বকের চামড়া উঠে যাওয়া
  • মৃদু জ্বালাপোড়া করা
  • ত্বক শুষ্ক হওয়া
  • ত্বক তীব্র চুলকাতে পারে
  • ত্বকে রেশ উঠতে পারে
  • ত্বক ফুলে যাওয়া
  • ত্বকে এলার্জি হতে পারে

মেলাট্রিন ক্রিম ব্যবহারের আগে কিছু সতর্কতাঃ 

  • ক্রিমটি প্রথম দিন ব্যবহার করার পর ত্বক লাল হয়ে যেতে পারে কিংবা ত্বকে বিভিন্ন জায়গায় রেশ উঠতে পারে।
  • এই ক্রিমটি লাগানোর পরে যদি আপনি সূর্যের আলোতে যান তাহলে আপনার ত্বক পড়ে যেতে পারে তাই কখনো এই ক্রিমটি লাগিয়ে রোদের আলোতে যাবেন না।
  • এই ক্রিমটি পরিমাণ এর চেয়ে বেশি ব্যবহার করবেন না অর্থাৎ অতিরিক্ত পরিমাণে ত্বকে লাগাবেন না এতে আপনার ত্বকের চামড়া পাতলা হয়ে যেতে পারে।
  • ক্রিমটি ব্যবহার করার সময় হাতে নিয়ে ক্রিমটি ঘষা যাবে না।
  • ক্রিমটি ব্যবহার করার আগে ভালোভাবে হ্যান্ডওয়াশ দিয়ে হাত পরিষ্কার করে নিতে হবে যেন কোন প্রকার ময়লা হাতে না থাকে।
  • এই ক্রিমটি দীর্ঘদিন ব্যবহার করা যাবে না। যে সমস্যার জন্য আপনি ব্যবহার করেছেন সেই সমস্যাটি সমাধান হয়ে গেলে এই ক্রিমটি ব্যবহার করা বন্ধ করে দিতে হবে।
আরো পড়ুনঃ-  হজমের সমস্যা দূর করার উপায় - হজম শক্তি বৃদ্ধির উপায়

মেলাট্রিন ক্রিম এর দাম কত 

অনেকেই মেলাট্রিন ক্রিম এর দাম কত তা জানতে ইন্টারনেটে সার্চ করে থাকেন। মেলাট্রিন ক্রিমের দাম একেক জায়গায় একেক রকম হতে পারে যেমন বাংলাদেশের বিভিন্ন ফার্মেসি এবং অনলাইন প্ল্যাটফর্মে ভিন্ন হতে পারে। মেলাট্রিন ক্রিম সাধারণত ১৫ গ্রামের প্যাকেট হয়ে থাকে যার দাম অনুমানিক ৫০০ থেকে ৮০০ টাকার মধ্যে হতে পারে। তবে এটি নির্ভর করে সরবরাহকারী এবং বাজার পরিস্থিতির ওপর।

আপনি যদি নির্দিষ্ট দাম জানতে চান তাহলে কাছের ফার্মেসি বা অনলাইন ফার্মেসি ওষুধের দোকানে দেখতে পারেন। এছাড়াও, বিভিন্ন অনলাইন শপিং প্ল্যাটফর্ম যেমনঃ Daraz, AjkerDeal ইত্যাদিতে মেলাট্রিন ক্রিমের দাম দেখে নিতে পারেন এবং চাইলে অনলাইন শপিং প্লাটফর্ম গুলো থেকেও কিনতে পারেন।

মেলাট্রিন ক্রিম কোথায় পাওয়া যায়

অনেকেই মেলাট্রিন ক্রিম কেনার জন্য বিভিন্ন দোকান খুঁজে বেড়ান কিন্তু মেলাট্রিন ক্রিম খুঁজে পান না তাদেরকে বলছি মেলাট্রিন ক্রিম বাংলাদেশের বিভিন্ন স্থানে পাওয়া যায়। নিচে বেশ কিছু সাধারণ স্থানের নাম উল্লেখ করলাম যেখানে গেলে আপনারা মেলাট্রিন ক্রিম পেতে পারেন।

১. ফার্মেসিঃ বড় শহরের বা আপনার এলাকায় স্থানীয় ফার্মেসি বা মেডিকেল স্টোরে মেলাট্রিন ক্রিম পাওয়া যাই।

২. অনলাইন ফার্মেসিঃ

  • Daraz: বাংলাদেশে একটি জনপ্রিয় অনলাইন শপিং প্ল্যাটফর্ম যেখানে আপনি মেলাট্রিন ক্রিম কিনতে পারবেন।
  • AjkerDeal: আরেকটি জনপ্রিয় অনলাইন মার্কেটপ্লেস এইখানে আপনি বিভিন্ন ধরনের মেডিসিন পেয়ে যাবেন।
  • Pharmacy BD: এইঅনলাইন ফার্মেসীতে ওষুধ সহ বিভিন্ন ধরনের চিকিৎসা জিনিসপত্র পাওয়া গিয়ে থাকে তাই চাইলে আপনি এই অনলাইন ফার্মেসি থেকে নিতে পারেন।

৩. হাসপাতাল ও ক্লিনিকঃ কিছু হাসপাতাল এবং ত্বক বিশেষজ্ঞ ক্লিনিকে এই ক্রিম পাওয়া যেতে পারে। কারণ অনেক হাসপাতাল এবং ক্লিনিকে নিজস্ব ওষুধ ফার্মেসি রয়েছে যেগুলোতে ডাক্তার প্রেসক্রিপশন করে দিলে সেই জিনিসপত্রগুলো হাসপাতালের ফার্মেসিতে থাকে তাই সেখানে এই ক্রিমটি পাওয়া সম্ভব না সবচেয়ে বেশি।

মেলাট্রিন ক্রিম সম্পর্কে আমাদের মতামত

প্রিয় পাঠক আপনি যদি মেলাট্রিন ক্রিম ব্যবহার করার পরিকল্পনা করে থাকেন তাহলে আপনি অবশ্যই ত্বক অথবা একজন চিকিৎসকের পরামর্শ নিয়ে সেই নিয়ম অনুযায়ী এই ক্রিমটি আপনার মুখে ব্যবহার করবেন তাহলে আপনি ভালো ফলাফল পাবেন। আর যদি আপনি নিজেই ওস্তাদি করে ক্রিমটি ব্যবহার করেন তাহলে আপনার ত্বকে বিভিন্ন সমস্যা হতে পারে।

আশা করি মেলাট্রিন ক্রিম এর কাজ কি ও মেলাট্রিন ক্রিম এর কার্যকারিতা সম্পর্কে জানতে পেরেছেন। আর্টিকেলটি পড়ে আপনি যদি উপকৃত হয়ে থাকেন তাহলে এই পোষ্টটি আপনার পরিচিতদের মাঝে শেয়ার করে দিতে পারেন। এতে করে তারাও মেলাট্রিন ক্রিম এর কাজ কি এবং মেলাট্রিন ক্রিম এর কার্যকারিতা সম্পর্কে জানতে পারবে। এমন প্রয়োজনীয় ব্লগ পড়তে লার্ন-বিডি.কম ভিজিট করার অনুরোধ রইলো ধন্যবাদ।

Leave a Comment