ব্র্যাক ব্যাংক হোম লোন – ব্র্যাক ব্যাংক হোম লোন আবেদন

যাদের ব্র্যাক ব্যাংকে একাউন্ট রয়েছে তারা চাইলে সেই একাউন্টের এগেনেস্টে লোন নিতে পারেন। এই ব্যাংকেও অন্যান্য ব্যাংকের মতো লোন সিস্টেমে প্রকারভেদ রয়েছে। অর্থ্যাৎ বিভিন্ন ক্যাটাগরির লোন নেওয়ার সুযোগ রয়েছে। যেমন ব্র্যাক ব্যাংক হোম লোন, ব্র্যাক ব্যাংক জেনারেল লোন! 

ব্র্যাক ব্যাংক হোম লোন

কোনো বিপদে-আপদে ব্যাংকের দিক দিয়ে টাকা প্রয়োজনের কথা আসলে শুরুতেই আমাদের মাথায় আসে ব্যাংক লোনের কথা। এক্ষেত্রে বাংলাদেশের জনসাধারণ খুব সহজেই ব্র্যাক ব্যাংক হোম লোন সিস্টেমের সাহায্য নিতে পারে। তবে কিভাবে নেওয়া যাবে এই লোন? 

চলুন তবে আজ এমন একটি আর্টিকেলের সাথে পরিচিত হওয়া যাক যে আর্টিকেলটি আপনাকে ব্র্যাক ব্যাংক হোম লোন সম্পর্কিত সকল তথ্য নিশ্চিত করবে।

ব্র্যাক ব্যাংক হোম লোন

আপনাদের মধ্যে অনেকেরি ইচ্ছা থাকে সুন্দর ভাবে একটি বাড়ি বানানোর। কিন্তু টাকার বা আর্থিক সমস্যার কারণে স্বপ্নের বাড়ি বানানোর ইচ্ছা পূরণ করতে পারে না। তবে ব্র্যাক ব্যাংক হোম লোনের কারণে আপনার ইচ্ছা পূরণ করতে পারবেন। কারণ ব্র্যাক ব্যাংক বাড়ি বানানোর উপর ভিত্তি করে হোম লোন প্রদান করে থাকে।

ব্র্যাক ব্যাংক গ্রাহকদের সর্বোচ্চ ২ কোটি টাকা পর্যন্ত হোম লোন প্রদান করে থাকে। আর ব্র্যাক ব্যাংকে  হোম লোনের ক্ষেত্রে ইন্টারেস্ট রেট কম ৯% হারে সুদ প্রদান করতে হয়। এছাড়াও ব্র্যাক ব্যাংকের হোম লোন পরিশোধের সর্বোচ্চ সময়সীমা ২০ বছর প্রদান করে থাকে।

ব্র্যাক ব্যাংক হোম লোন হলো ব্র্যাক ব্যাংক কর্তৃক প্রদত্ত একটি বিশেষ ঋণ সুবিধা, যা বাড়ি ক্রয়, নির্মাণ, সংস্কার বা ফ্ল্যাট ক্রয়ের জন্য আর্থিক সহায়তা প্রদান করে। এই লোনের মাধ্যমে ব্যক্তিরা তাদের স্বপ্নের বাড়ি বা ফ্ল্যাট ক্রয়ের জন্য প্রয়োজনীয় তহবিল পেতে পারেন। নিচে ব্র্যাক ব্যাংক হোম লোন সম্পর্কে বিস্তারিত তথ্য দেওয়া হলো।

ব্র্যাক ব্যাংক হোম লোন কারা পাবে

ব্র্যাক ব্যাংক হতে যারা হোম লোন গ্রহণ করতে পারবে তাদের তালিকা নিম্নে উল্লেখ করা হলঃ

  • বেতনভুক্ত ব্যক্তি (সরকারি, আধা-সরকারি, বা প্রাইভেট প্রতিষ্ঠানে কর্মরত)।
  • ব্যবসায়ী বা স্বাবলম্বী ব্যক্তি যাদের নিয়মিত আয় রয়েছে।
  • বাংলাদেশের নাগরিক যাদের বয়স সাধারণত ২৫ থেকে ৬০ বছরের মধ্যে।
  • যারা বাড়ি ক্রয়, নির্মাণ, সংস্কার বা ফ্ল্যাট ক্রয়ের জন্য ঋণ চান।
আরো পড়ুনঃ-  ডাচ বাংলা ব্যাংক একাউন্ট খোলার নিয়ম

ব্র্যাক ব্যাংক হোম লোন পাওয়ার শর্তসমূহ

ব্র্যাক ব্যাংক হোম লোন পাওয়ার শর্তসমূহ নিম্নে উল্লেখ করা হলঃ

  • পরিচয় পত্র (জাতীয় পরিচয়পত্র বা পাসপোর্ট)।
  • আয়ের প্রমাণপত্র (বেতন স্লিপ বা ব্যবসায়িক আয়ের বিবরণী)।
  • টিন সনদ (Tax Identification Number)।
  • জামানত বা সিকিউরিটি (যেমন: ক্রয়কৃত বাড়ি বা ফ্ল্যাট)।
  • বাড়ি বা ফ্ল্যাটের কাগজপত্র (যেমন: দলিল, নকশা অনুমোদন)।
  • পাসপোর্ট সাইজের ছবি।

ব্র্যাক ব্যাংক হোম লোন যোগ্যতা

ব্র্যাক ব্যাংক থেকে হোম লোন নিতে হলে আপানাদের যেসব যোগ্যতা থাকা লাগবে নিচে দেওয়া হলো-

  • ব্র্যাক ব্যাংক থেকে হোম লোন নিতে হলে সেবা গ্রহীতার বয়সসীমা  ২৫ বছর থেকে সর্বোচ্চ ৬৫ বছর।
  • আবেদনকারী অবশ্যই বাংলাদেশের নাগরিক হতে হবে।
  • চাকরিজীবী, ব্যবসায়ী বা স্বনির্ভর পেশাজীবী হতে হবে।চাকরিজীবীদের ক্ষেত্রে ন্যূনতম ১ বছরের কাজের অভিজ্ঞতা থাকতে হবে। আর ব্যবসায়ীদের ক্ষেত্রে কমপক্ষে ২ বছরের ব্যবসায়িক অভিজ্ঞতা থাকতে হবে।
  • ব্র্যাক ব্যাংকে লোন নিতে হলে মাসিক ইনকাম সর্বনিম্ন ৩০ হাজার টাকা হতে হবে।

ব্র্যাক ব্যাংক হোম লোন নিতে প্রয়োজনীয় কাগজ 

  • সর্বশেষ এক বছরের ব্যাংক স্টেটমেন্ট প্রয়োজন হবে।
  • ইউটিলিট বিল, যেমন: বিদ্যুৎ বিল, পানি বিল অথবা গ্যাস বিলের ফটোকপি।
  • জাতীয় পরিচয়পত্র অথবা পাসপোর্ট এর ফটোকপি।
  • আপনার সর্বশেষ ট্যাক্স ক্লিয়ারেন্স সার্টিফিকেটের ফটোকপি।
  • গ্রাহক যদি কোনো অংশীদার কোম্পানির অংশীদার হয়, তাহলে সে কোম্পানির দলিল।
  • নিবন্ধিত মালিকানার চুক্তি।
  • আপনি যে পেশায় রয়েছেন তার প্রমাণপত্র।
  • বাড়ি নির্মাণ অথবা ফ্ল্যাট কিনার প্রমাণপত্র।

উপরের এ সকল প্রয়োজনীয় কাগজপত্র হোম লোন নিতে হলে সংগ্রহ করতে  হবে। তারপর, আপনার নিকটস্থা ব্র্যাক ব্যাংকের শাখায় গিয়ে ব্যাংক কর্মকর্তাদের সাথে যোগাযোগ করলে আপনি পেয়ে যেতে পারেন বাড়ি তৈরি বা ক্রয় করার জন্য হোম লোন।

ব্র্যাক ব্যাংক হোম লোন আবেদন

বর্তমানে ব্র্যাক ব্যাংক হোম লোন আবেদনের উপায় হচ্ছে দুটি । প্রথমটি হচ্ছে সরাসরি ভাবে নিকটস্থ ব্র্যাক ব্যাংক অফিসে গিয়ে হোম লোন আবেদন করা এবং দ্বিতীয়টি হচ্ছে অনলাইনের মাধ্যমে ব্র্যাক ব্যাংক হোম লোন আবেদন করা । এখন আমরা জানবো কিভাবে অনলাইনে ব্র্যাক ব্যাংক হোম লোনের আবেদন করা যায় । তাই নিচের স্টেপ গুলো ফলো করুন ।

আরো পড়ুনঃ-  প্রিমিয়ার ব্যাংক লোন - প্রিমিয়ার ব্যাংক লোন আবেদন পদ্ধতি

আপনার মোবাইল অথবা কম্পিউটার থেকে এই https://www.bracbank.com/en/applyNow ওয়েবসাইটে ভিজিট করুন ।

ব্র্যাক ব্যাংক হোম লোন আবেদন

  • এখন আপনার সামনে চারটি বক্স ওপেন হবে । আপনাকে এক এক করে প্রতিটি বক্স তথ্য দিয়ে পূরণ করতে হবে ।
  • প্রথম বক্সে দেখবেন “Apply for” নামক একটি অপশন রয়েছে সেখান থেকে “Choose a product” অপশনে ক্লিক করে “Home Loan” সিলেক্ট করতে হবে। 
  • এরপরে দ্বিতীয় বক্সে আপনাকে “Name” নামক একটি অপোশন রয়েছে সেখানে আপনার সম্পূর্ণ নাম লিখতে হবে ।
  • তৃতীয় বক্সে “Mobile” এর জায়গায় আপনার মোবাইল নাম্বার লিখতে হবে ।
  • চতুর্থ বক্সে “Message” এর জায়গায় আপনি কি কারণে ব্র্যাক ব্যাংক হোম লোন নিতে চাচ্ছেন তার বিস্তারিত লিখতে হবে ।
  • অতঃপর সব শেষে গুগল ক্যাপচা পূরণ করে সাবমিট বাটনে ক্লিক করুন ।

ব্যাস, আপাতত আপনার ব্র্যাক ব্যাংক হোম লোন অনলাইন আবেদন শেষ । এখন আপনাকে অপেক্ষা করতে হবে ব্র্যাক ব্যাংক কর্তৃপক্ষ কখন আপনাকে ফোন করে । আপনি আবেদনের সময় যে নাম্বারটি দিবেন ওই নাম্বারে ২৪ ঘন্টার ভিতরে ব্র্যাক ব্যাংক থেকে আপনাকে কল করে বিস্তারিত জানানো হবে ।

ব্র্যাক ব্যাংক হোম লোন এর সুবিধা

ব্র্যাক ব্যাংক হোম লোন এর সুবিধাগুলো নিম্নে উল্লেখ করা হলঃ

  • সহজ শর্তে এবং দ্রুত লোন অনুমোদন।
  • প্রতিযোগিতামূলক সুদের হার।
  • দীর্ঘমেয়াদী লোন পরিশোধের সুবিধা (২০ বছর পর্যন্ত)।
  • বাড়ি ক্রয়, নির্মাণ, সংস্কার বা ফ্ল্যাট ক্রয়ের জন্য আর্থিক সহায়তা।
  • নমনীয় লোন পরিশোধের বিকল্প।
  • বিশেষ সুবিধা যেমন মহিলা ঋণগ্রহীতাদের জন্য কম সুদের হার।

ব্র্যাক ব্যাংক হোম লোন এর অসুবিধা

ব্র্যাক ব্যাংক হোম লোন এর সুবিধাগুলো নিম্নে উল্লেখ করা হলঃ

  • লোন পেতে জামানত বা সিকিউরিটি প্রদান করতে হতে পারে।
  • লোনের জন্য প্রয়োজনীয় কাগজপত্র ও প্রক্রিয়া জটিল হতে পারে।
  • লোনের পরিমাণ এবং মেয়াদ সীমিত হতে পারে।
  • লোন অনুমোদনের জন্য ভালো ক্রেডিট হিস্ট্রি প্রয়োজন।

ব্র্যাক ব্যাংক হোম লোন পরিশোধের নিয়ম

  • লোনের মেয়াদ সাধারণত ৫ বছর থেকে ২০ বছর পর্যন্ত হতে পারে।
  • মাসিক কিস্তিতে (EMI) লোন পরিশোধ করতে হয়।
  • লোনের পরিমাণ এবং মেয়াদ অনুযায়ী সুদ ও কিস্তির পরিমাণ নির্ধারিত হয়।
  • কিছু ক্ষেত্রে প্রিপেমেন্ট বা আগেই লোন পরিশোধের সুযোগ রয়েছে।
আরো পড়ুনঃ-  সোনালী ব্যাংক স্যালারি লোন - সোনালী ব্যাংক লোন পাওয়ার শর্তসমূহ

ব্র্যাক ব্যাংক যোগাযোগ ঠিকানা

  • ব্র্যাক ব্যাংক হেড অফিস: ব্র্যাক ব্যাংক লিমিটেড, ব্র্যাক সেন্টার (লেভেল-৩), ৭৫ মহাখালী, ঢাকা-১২১২, বাংলাদেশ।
  • ফোন: +৮৮-০২-৫৮৮১২৩৪৫
  • ইমেইল: info@bracbank.com
  • ওয়েবসাইট: www.bracbank.com

ব্র্যাক ব্যাংকের যেকোনো শাখায় যোগাযোগ করে হোম লোন সম্পর্কে বিস্তারিত জানা যাবে। শাখার ঠিকানা ও ফোন নম্বর ব্যাংকের ওয়েবসাইটে পাওয়া যাবে।

ব্র্যাক ব্যাংক হোম লোন কেন নিবেন

  • স্বপ্নের বাড়ি বা ফ্ল্যাট ক্রয়ের জন্য সহজ শর্তে ঋণ পাওয়া যায়।
  • দীর্ঘমেয়াদী লোন পরিশোধের সুবিধা (২০ বছর পর্যন্ত)।
  • প্রতিযোগিতামূলক সুদের হার এবং নমনীয় পরিশোধের বিকল্প।
  • বিশেষ সুবিধা যেমন মহিলা ঋণগ্রহীতাদের জন্য কম সুদের হার।
  • ব্র্যাক ব্যাংকের বিশ্বস্ততা এবং দ্রুত সেবা।

ব্র্যাক ব্যাংক হোম লোনের সুদের হার এবং অন্যান্য শর্তাবলী সময়ে সময়ে পরিবর্তিত হতে পারে। তাই লোন নেওয়ার আগে ব্যাংকের সাথে সরাসরি যোগাযোগ করে হালনাগাদ তথ্য নেওয়া উচিত।

লোনের জন্য আবেদন প্রক্রিয়া শুরু করতে প্রয়োজনীয় কাগজপত্র এবং ফর্ম ব্যাংকের ওয়েবসাইট বা শাখা থেকে সংগ্রহ করা যাবে। এই তথ্যগুলো আপনাকে ব্র্যাক ব্যাংক হোম লোন সম্পর্কে প্রাথমিক ধারণা দেবে। আরও বিস্তারিত জানতে সরাসরি ব্যাংকের সাথে যোগাযোগ করুন।

লেখকের শেষ মতামত

বর্তমান সময়ে এসে বিভিন্ন প্রয়োজনে অনেকেরই ব্রাক ব্যাংক থেকে হোম লোন নিতে হচ্ছে। কিন্তু অনেকেই জানে না কিভাবে ব্র্যাক ব্যাংক থেকে হোম লোন পাওয়া যায় এবং লোন নিতে কি কি প্রয়োজন হয় এবং লোন নিলে সুদের হার কত পরবে এ বিষয়গুলো সম্পর্কে। আমি আশা করছি এ বিষয়গুলো আপনি খুব ভালোভাবে বুঝে গেছেন।

এই আর্টিকেলটি যদি কোথাও বুঝতে অসুবিধা হয় তাহলে আপনি আমাকে কমেন্ট করে জানাতে পারেন। এই ছিল আজকের সোনালী ব্যাংক থেকে লোন নেওয়ার নিয়ম সম্পর্কিত সকল তথ্য। এখানে সংক্ষেপে বিস্তারিত জানাতে চেষ্টা করেছি। 

এই ছিল আজকের ব্র্যাক ব্যাংক হোম লোন সম্পর্কিত সকল তথ্য। এখানে সংক্ষেপে বিস্তারিত জানাতে চেষ্টা করেছি। এর বাইরেও আপনার কোনো প্রশ্ন থাকলে তা কমেন্ট করে জানাবেন। আমরা আপনাদের সকল প্রশ্নের উত্তর দিয়ে থাকি।

তো বন্ধু আশা করছি আপনি আমার এই পোস্টটি পড়ে ব্র্যাক ব্যাংক হোম লোন নিয়ে বিস্তারিত জানতে পেরেছেন। এরপরও বুঝতে অসুবিধা হলে কমেন্ট করে জানাবেন। আর্টিকেলটি আপনার পরিচিতদের মাঝে শেয়ার করে দিতে পারেন। এতে করে তারাও ব্র্যাক ব্যাংক হোম লোন সম্পর্কে জানতে পারবে। ধন্যবাদ।

Leave a Comment