আমাদের অনেক ক্ষেত্রেই মোবাইল ফোন নাম্বার দিয়ে পরিচয় জানার প্রয়োজন হয়। আপনি হয়তো এই বিষয়টি জানতে চান, কিভাবে মোবাইল নাম্বার দিয়ে কারো পরিচয় বের করা যায়। আমি এখানে বলতে যাচ্ছি মোবাইল নম্বর দিয়ে কারো পরিচয় জানার উপায় নিয়ে বিস্তারিত।
মাঝে মধ্যে, বিশেষ করে মেয়েদের ক্ষেত্রে অপরিচিত ফোন নাম্বার থেকে কল করে বিরক্ত করতে দেখা যায়। আবার কখনো কোন সমস্যায় ফোন নাম্বারের মালিকের নাম বা পরিচয় জানা জরুরী হয়ে পড়ে।
জরুরী ক্ষেত্রে এভাবে যদি কারো পরিচয় বের করা যায়, তা হতে পারে সোনায় সোহাগা। হতে পারে অনেক সমস্যার সমাধান। আসুন জানি কিভাবে কি করবেন।
মোবাইল নাম্বার দিয়ে লোকেশন
নাম্বার দিয়ে লোকেশন বের করার অনেক এপস রয়েছে। কিন্তু সকল এপস ব্যবহার করা আপনার উচিত হবে না। কেননা এর মধ্যে কিছু এপস আছে যেগুলো ব্যবহার করলে আপনার ব্যক্তিগত তথ্য চুরি হয়ে যেতে পারে, সে এপসগুলো ব্যবহার করা আপনার জন্য বিপদজনক।
তাই আজকে সবচেয়ে ভালো কয়েকটি লোকেশন ট্র্যাকিং এপস বা সফটওয়ার সম্পর্কে আপনাদের জানাবো।
Phone Tracker By Number [Free and Premium]
Phone Tracker By Number হচ্ছে একটি সিম লোকেশন ট্র্যাকার এপস যেটি খুব দ্রুত একটি নাম্বার লোকেশন নির্ভুলভাবে বের করতে সক্ষম। এই অ্যাপ্লিকেশানটি মা-বাবাদের জন্য তৈরি করা হয়েছে যাতে তারা খুব সহজে তাদের বাচ্চাদের লোকেশন ট্র্যাকিং করতে পারে।
আপনি এখানে আপনার বাচ্চাদের নাম্বার ইনপুট দিয়ে রাখবেন, এখানে আনলিমিটেড নাম্বার ইনপুট দেওয়া যায়।যখন আপনার বাচ্চারা বন্ধুদের সাথে বাইরে বের হয়, খেলতে যায় কিংবা স্কুলে যায় তখন তাদের অবস্থান জানার জন্য অ্যাপটি আপনাকে অনেক হেল্প করবে। এটি GPS location tracking এর মাধ্যমে আপনার বাচ্চা এখন কোথায় আছে তা সরাসরি দেখাবে এবং কোথায় কোথায় গিয়েছিল এসব তথ্য সেভ করে রাখবে।
তাছাড়াও Number Details, Current Location, Location via GPS, Location History ইত্যাদি তথ্য আপনারা মোবাইল নাম্বার দিয়ে লোকেশন বের করার এই এপস থেকে জানতে পারবেন। এটি আপনি ফ্রি এবং পেইড উভয় ভার্সন ব্যবহার করতে পারবেন।
CallerSmart: Caller ID + Block [Free]
আইফোন ব্যবহারকারীদের জন্য CallerSmart: Caller ID + Block দুর্দান্ত একটি লোকেশন ট্র্যাকিং অ্যাপ্লিকেশান।
CallerSmart অ্যাপটি যদি আপনার আইফোন কিংবা আইপেডে ডাউনলোড করা থাকে তাহলে অপরিচিত নাম্বার থেকে কল আসলে আপনি মোবাইল নাম্বার দিয়ে পরিচয় এবং লোকেশন দেখতে পারবেন।
তাছাড়া এই অ্যাপ ব্যবহারের আরেকটা সুবিধা হলো কেউ যদি আপনার মোবাইল নাম্বার এখানে সার্চ করে থাকে তাহলে তার সকল তথ্য আপনাকে provide করবে।
এটি আপনি apple app store থেকে বিনামূল্যে ডাউনলোড করে ব্যবহার করতে পারবেন। তবে এর কিছু exclusive features ব্যবহার করার জন্য আপনাকে paid subscription কিনতে হবে।
Mr. Number Lookup & Call Block [Premium]
১০০% নিরাপত্তার সাথে মোবাইল নাম্বার দিয়ে লোকেশন বের করার জন্য Mr. Number Lookup & Call Block সবচেয়ে ভালো একটি এপস।
এই এপসটিতে আপনি একটি নাম্বার দিয়ে সার্চ করার সাথে সাথে আপনি জানতে পারবেন নাম্বারটা স্ক্যামার নাম্বার কিনা। তাছাড়া উক্ত নাম্বার যেটি আপনি সার্চ করেছেন সেটি সম্পর্কে অন্যের মন্তব্য আপনি পড়তে পারবেন এই অ্যাপ্লিকেশান ব্যবহার করে।
সুতরাং, লোকটি যদি প্রতারক হয়ে থাকে তাহলে খুব সহজেই আপনি কমেন্ট পড়ে বুঝে ফেলবেন। তাছাড়া, আপনি চাইলে যেকোনো নাম্বার সরাসরি অ্যাপ থেকে ব্লক করে দিতে পারবেন। এটি আপনি ফ্রিতে ডাউনলোড করতে পারবেন ঠিকই, কিন্তু ব্যবহার করতে গেলে আপনাকে টাকা দিতে হবে।
Truecaller [Free & Premium]
ফোন নাম্বার দিয়ে লোকেশন বের করার এপস হিসেবে আপনি Truecaller mobile app ব্যবহার করতে পারেন। এই এন্ড্রয়েড এবং আইফোন উভর ডিভাইসে ব্যবহার করতে পারবেন। এই অ্যাপটি আপনার ফোনে ইনস্টল করা থাকলে আপনার মোবাইলে কল কিংবা এসএমএস এলে ঐ কল দাতা বা এসএমএস দাতার নাম স্ক্রিনে দেখা যাবে। যদি অচেনা(unknown) নাম্বার থেকে কল আসে তাহলে কোন লোকেশন থেকে কল এসেছে এবং কল দাতার নাম কি অর্থাৎ আপনি caller ID দেখে নিতে পারবেন। এটি ম্যাজিকের মতো কাজ করে।
মোবাইল নাম্বার দিয়ে পরিচয়
ফোন নাম্বার দিয়ে পরিচয় জানা। বর্তমান যুগের সবথেকে জনপ্রিয় উপকরণ হচ্ছে মোবাইল ফোন। যার মাধ্যমে আমরা কাছে না থাকলেও পৃথিবীর যে কোন যায়গা থেকে যোগাযোগ করতে পারি। মোবাইল ফোন আমাদের দৈনন্দিন জীবনের অনেক কাজ সহজ করে দিয়েছে।
কিন্তু সমাজের কিছু সংখ্যক খারাপ মানুষের দ্বারা আমরা বিভিন্ন সময়ে এই মোবাইল ফোনের মাধ্যমেই সমস্যায় পরে থাকি, যেমন – রং নাম্বারে বার বার বিরক্ত করা, ফোনের মাধ্যমে যে কোন ধরনের হুমকি দেওয়া ইত্যাদি।
পরিচিত নাম্বার থেকে বিরক্ত কিংবা হুমকি দিলে আমরা সহজেই থাকে চিনতে পারি, তবে বিপত্তি বাধে তখনি যখন অপরিচিত নাম্বার থেকে হুমকি কিংবা বিরক্তকর কিছু করা হয়। তখনি আমরা ফোন নাম্বার দিয়ে পরিচয় জানার চেষ্ঠা করি কিন্ত অধিকাংশ সময়ে সফল হইনা।
খুসির খবর হলো বর্তমান যুগের আধুনিক সকল প্রযুক্তির মাধ্যমে আমরা শুধু মাত্র মোবাইল নাম্বার দিয়ে পরিচয় জানতে পারব।
বর্তমান সময়ে জনপ্রয় কিছু মোবাইল অ্যাপ এবং সোশাল মিডিয়ার মাধ্যমে ফোন নাম্বার দিয়ে পরিচয় জানতে পারি, যেমন – মোবাইল অ্যাপ Truecaller এবং Whatsapp. তাহলে চলুন যেনে নেওয়া যাক মোবাইল নাম্বর দিয়ে পরিচয় জানার কিছু উপায়।
Truecaller অ্যাপে ফোন নাম্বার দিয়ে পরিচয় জানার নিয়ম
Truecaller অ্যাপ দিয়ে বিনা মূল্যে কোন টাকা ছাড়াই শুথু মাত্র ফোন নাম্বার দিয়ে পরিচয় জানতে পারবেন। পরিচয় জানতে গুরুত্ব সহকারে পরবর্তি ধাপ গুলো অনুসরন করুন।
প্রথম ধাপ – আপনার মোবাইল থেকে Google Play Store-এ গিয়ে এটা (Truecaller) লিখে সার্চ করুন এবং অ্যাপ ডাউনলোড করুন।
দ্বিতীয় ধাপ – Turecaller অ্যাপ ডাউনলোড হওয়ার পর অ্যাপটি অপেন করুন এবং প্রথমে GET STARTED ক্লিক করুন, তারপর সকল Permission দেওয়ার জন্য CONTINUE-এ ক্লিক করুন,
তারপর BANGLADESH নির্বাচন করে আপনার ফোন নাম্বার বসিয়ে VERIFY MY NUMBER– এ ক্লিক করার পর আপনার মোবাইলে একটা কল আসবে কলটি ধরলে একটি কোড নাম্বার বলবে অথবা আপনার মোবাইলে কোড নাম্বার মেসেজ করা হবে, কোডটা বসিয়ে AGREE & CONTINUE-এ ক্লিক করুন।
তৃতীয় ধাপ – আপনার একটা জিমেল অথবা আপনার ফেসবুক একাউন্ট Truecaller অ্যাপের সাথে যুক্ত করুন অথবা Type Name Manually তে ক্লিক করে আপনার নাম এবং জিমেল দিয়ে CONTINUE-এ ক্লিক করলে একাউন্ট হয়ে যাবে।
চতুর্থ ধাপ – এখন Truecaller অ্যাপটি ফোন নাম্বার দিয়ে পরিচয় জানার জন্য রেডি। মোবাইল নাম্বার দিয়ে পরিচয় বের করার জন্য Truecaller অ্যাপের Call History তে যান সেখানে নাম্বারটি কি নামে আছে তা দেখতে পারবেন।
তবে অধিকাংশ ক্ষেত্রে Truecaller অ্যাপ দিয়েও ফোন নাম্বার দিয়ে পরিচয় জানা যায়না, কারণ Truecaller মূলত তাদের অ্যাপ ব্যবহার কারিদের থেকে তথ্য নিয়ে Database তৈরী করে, সে জন্য আপনি যে ফোন নাম্বার দিয়ে পরিচয় জানতে চান সে নাম্বার যদি অন্য কেউ তার মোবাইলে Truecaller অ্যাপ এর মাধ্যমে নাম দিয়ে Save করে থাকে তাহলে আপনি তার নাম জানতে পারবেন, অন্যতায় Truecaller অ্যাপ দিয়েও ফোন নাম্বার দিয়ে পরিচয় জানতে পারবেন না।
Whatsapp অ্যাপে মোবাইল নাম্বার দিয়ে পরিচয়
আমরা সবাই জানি বর্তমান সময়ে Whatsapp খুব জনপ্রিয় একটি মেসেজিং অ্যাপ যা প্রায় পৃথিবীর সকল দেশ মিলিয়ে ১০০ কোটিরও বেশি মানুষ ব্যবহার করছে। তবে আজকে আমি আপনাদের দেখাব কিভাবে Whatsapp অ্যাপের সাহায্যে মোবাইল নাম্বার দিয়ে পরিচয় বের করতে পারবেন।
প্রথম ধাপ – আপনার মোবাইল থেকে Google Play Store অথবা App Store এ গিয়ে Whatsapp লিখে সার্চ করুন এবং ডাউনলোড করুন
দ্বিতীয় ধাপ – Whatsapp অ্যাপটি ওপেন করে আপনার মোবাইল নাম্বার বসিয়ে Verify করুন, তারপর আপনার নাম দিয়ে CONTINUE করুন।
তৃতীয় ধাপ – গ্রুপ খুলার জন্য New Group-এ ক্লিক করুন এবং যে নাম্বারটির পরিচয় জানতে চান সেটা সিলেক্ট করুন তারপর Arew (➡️) অপসনে ক্লিক করুন, এখানে একটা নাম চাইবে যেকোন একটা নাম দিয়ে দিন।
তারপর হোম পেজে ফিরত গিয়ে আপনি যে গ্রুপটি খুলেছেন সেটার নামের উপরে ক্লিক করুন, আবারও নামের উপরে ক্লিক করুন এবং নিচে যান তাহলে দেখতে পারবেন Participants এখানে আপনি যে নাম্বারটির পরিচয় দেখার জন্য Add করেছিলেন সেটার নাম দেখতে পারবেন।
তবে যদি ওই ব্যক্তির নাম্বারে Whatsapp খুলা না থাকে তাহলে আপনি তার কোন পরিচয় জানতে পারবেন না।
ফোন নম্বর ডিটেলস
মোবাইল নাম্বার দিয়ে পরিচয় বের করার কয়েকটি উপায় বা পদ্ধতি রয়েছে। কিছু পদ্ধতি অবলম্বন করে আমরা নাম্বারের মালিকের নাম ও ছবি বের করতে পারবো এবং কিছু পদ্ধতি ব্যবহার করে শুধু নাম জানতে পারবো।
শুধুমাত্র ফোন নাম্বার দিয়ে পরিচয় জানার পদ্ধতি গুলো কী কী তার একটি তালিকা নিম্নে উল্লিখিত –
- Cellfin App দিয়ে নাম বের করা
- Truecaller App দিয়ে নাম ও ছবি বের করা
Cellfin App দিয়ে ফোন নম্বর ডিটেলস বের করা
ইসলামি ব্যাংক লিমিটেড এর মোবাইল ব্যাংকিং সংক্রান্ত একটি অ্যাপ রয়েছে। এই অ্যাপটির নাম হচ্ছে Cellfin App। সাধারণত, অনেকেই তার নাম্বার থেকে বিকাশ বা নগদ অ্যাকাউন্ট তৈরি করে থাকে। আপনি যে ব্যক্তির নাম্বার দিয়ে পরিচয় বের করার চেষ্টা করছেন, তার নাম্বার দিয়ে সেলফিন অ্যাপ ব্যবহার করে নাম বের করতে পারবেন সহজেই।
সেলফিন অ্যাপ দিয়ে নাম বের করার জন্য, প্রথমেই সেলফিন অ্যাপটি ওপেন করে নিন। আপনার যদি একটি সেলফিন অ্যাকাউন্ট না থাকে, তবে অবশ্যই একটি অ্যাকাউন্ট তৈরি করে নিন। অতঃপর, অ্যাপটি ওপেন করুন এবং আপনার নাম্বার ও পাসওয়ার্ড দিয়ে লগইন করুন। এখন নিচের ধাপগুলো অনুসরণ করুন।
ধাপ ১ – অ্যাপটি ওপেন করার পর Fund Transfer অপশনে ক্লিক করুন। অতঃপর, Bkash বা Nagad সিলেক্ট করুন।
ধাপ ২ – অতঃপর, আপনি যে নাম্বার দিয়ে পরিচয় জানতে চাচ্ছেন, সেটি লিখুন এবং পরবর্তী বাটনে ক্লিক করুন।
তাহলে, উক্ত নাম্বারটি দিয়ে কার নামে বিকাশ বা নগদ অ্যাকাউন্ট তৈরি করা হয়েছে তা জানতে পারবেন। যদি বিকাশ অপশন থেকে নাম বের করতে না পারেন, তবে নগদ সিলেক্ট করে চেষ্টা করে দেখুন। তবু যদি নাম বের করা সম্ভব না হয়, তবে নিম্নোক্ত পদ্ধতিগুলো অনুসরণ করুন।
Truecaller App দিয়ে ফোন নম্বর ডিটেলস বের করা
মোবাইল নাম্বার দিয়ে নাম বের করার উপায়গুলোর মাঝে সবথেকে সহজ এবং সেরা পদ্ধতি হচ্ছে Truecaller অ্যাপ ব্যবহার করা। যা আমরা ইতিমধ্যে এই পোষ্টের মধ্যে আলোচনা করেছি।
মোবাইল নাম্বার কার নামে রেজিস্ট্রেশন
সিম কার নামে রেজিস্ট্রেশন করা সেই নাম কখনো দেখতে পারবেন না কিন্তু আপনি যখন একটি ভোটার আইডি কার্ডের মাধ্যমে সিম রেজিস্ট্রেশন এর তথ্য বের করার পরে যদি দেখতে পান সেই ভোটার আইডি কার্ড দিয়ে আপনার সিম রেজিস্ট্রেশন করা তাহলে বুঝতে হবে যে সেই ভোটার আইডির মালিকের নামেই আপনার আপনার সিম রেজিস্ট্রেশন করা। আসুন জেনে নেওয়া যাক সিম কার নামে রেজিস্ট্রেশন করা সেই বিষয়ে।
সিম কার নামে রেজিস্ট্রেশন করার সেটা জানার জন্য আপনার মোবাইলের ডায়াল প্যাড অপশনে গিয়ে টাইপ করবেন *16001# তারপরে মোবাইল স্ক্রিনে আরেকটি অপশন আসবে সেখানে ভোটার আইডি কার্ডের শেষ ৪ সংখ্যা দিতে বলা হবে তারপর Send বাটনে ক্লিক করবেন।
কিছুক্ষণ ওয়েট করলে ফিরতি একটি এসএমএসের মাধ্যমে জানিয়ে দেওয়া হবে সেই ভোটার আইডি কার্ড দিয়ে কয়টি নাম্বার রেজিস্ট্রেশন করা রয়েছে সকল নাম্বার দেখাবে। সেখানে যদি আপনার নাম্বার থাকে তাহলে বুঝতে হবে যে সেই ব্যক্তির নামে আপনার সিম রেজিস্ট্রেশন করা হয়েছে।
যদি এভাবে বুঝতে না পারেন তাহলে আপনাদের একটি পিকচারের মাধ্যমে স্টেপ বাই স্টেপ বুঝিয়ে দেওয়ার চেষ্টা করছি। যদি তিনটি স্টেপ ভালোভাবে ফলো করতে পারেন তাহলে সিম কার নামে রেজিস্ট্রেশন করা রয়েছে সেটা জানতে পারবেন। তাহলে নিচের পিকচার গুলো ভালো ভাবে ফলো করুন।
স্টেপ ১ – মোবাইলের ডায়াল প্যাড অপশনে গিয়ে টাইপ করুন *16001#
স্টেপ ২ – ভোটার আইডি কার্ডের শেষ ৪ টি ডিজিট টাইপ করুন এবং Send বাটনে ক্লিক করুন।
স্টেপ ৩– আপনাকে গ্রামীণফোন থেকে একটি এলার্ট দেয়া হবে মেসেজের জন্য কিছুক্ষণ ওয়েট করতে হবে।
স্টেপ ৪ – এবার কিছুক্ষণ অপেক্ষা করুন ফিরতি এসএমএস এর মাধ্যমে জানিয়ে দেওয়া হবে সেই ভোটার আইডি দিয়ে কয়টি নাম্বার রেজিষ্ট্রেশন করা হয়েছে। মেসেজে প্রবেশ করলে নাম্বার গুলো দেখাবে।
উপরোক্ত নিয়মেই মূলত মোবাইল নাম্বার কার নামে রেজিস্ট্রেশন করা তা জানা যায়। মনে রাখবেন সিম রেজিস্ট্রেশন চেক করার কোডটি হলো *16001#। এই কোডটি ডায়াল করে খুব সহজে যে কোন সিমের রেজিস্ট্রেশন তথ্য বের করতে পারবেন অর্থাৎ কোন ভোটার আইডি কার্ড দিয়ে আপনার মোবাইলের সিম রেজিস্ট্রেশন করা হয়েছে সেটা জানতে পারবেন এবং পরবর্তীতে কোন সমস্যা হলে খুব সহজে সমাধান করতে পারবেন।
অপরিচিত নাম্বারের ঠিকানা
বন্ধুরা মোবাইল নাম্বার দিয়ে পরিচয় বের করার জন্য বা কোন অজানা মোবাইল নাম্বারের ডিটেইলস বের করার জন্য আপনাদেরকে ছোট্ট একটা কাজ করতে হবে আপনাদেরকে আপনাদের মোবাইলের ব্রাউজার একটা ওপেন করতে হবে।
আশাকরি আপনাদের মোবাইলে ক্রোম ব্রাউজার বা যে কোন একটা ব্রাউজার হলে হবে আপনারা আপনাদের মোবাইল এর ব্রাউজার টা ওপেন করবেন এবং ব্রাউজারের সার্চ বারে জাস্ট টাইপ করবেন Truecaller
টাইপ করে দেওয়ার পরে সার্চ করে দিবেন এবং সার্চ করে দেওয়ার পরে দেখতে পাবেন truecaller.com এর একটা ওয়েবসাইটের লিংক সর্বপ্রথম চলে এসেছে।
আপনারা কি করবেন ওই প্রথম লিংকের উপর ক্লিক করবেন এবং দেখবেন ওয়েবসাইট ওপেন হয়ে যাবে। বন্ধুরা ওপরে আমি আপনাদের ট্রুকলার ওয়েবসাইট এর লিঙ্ক টা দিয়ে দিয়েছি আপনারা ওই লিংকে ক্লিক করেও কিন্তু সরাসরি ট্রুকলার ওয়েবসাইটে যেতে পারেন।
এরপরে লিঙ্কটা তে ক্লিক করে ওপেন করার পরে দেখতে পাবেন ট্রুকলার ওয়েবসাইটের মধ্যে একটা সার্চ বার রয়েছে আপনি যেই নাম্বার দিয়ে পরিচয় বের করতে চাইছেন বা যে নাম্বারটার ডিটেলস বের করতে চাইছেন ওই নাম্বারটা আপনারাও সার্চ বারে পেস্ট করে দিবেন বা লিখে দিবেন।
তবে বন্ধুরা ট্রুকলার ওয়েবসাইট টা ওপেন করার পরে আপনাদেরকে কিন্তু আগে আপনার গুগোল অ্যাকাউন্ট দিয়ে লগইন করতে হবে।
লগ ইন করার জন্য আপনাদের গুগল একাউন্ট টা এখানে দেখাবে, যেটা হলো আপনার মোবাইলের ইমেইল আইডি। লগইন করে দেওয়ার পরেই কিন্তু আপনারা ওই ওয়েবসাইটের যে সার্চ বার রয়েছে ওই সার্চ বারে যেই নাম্বারটার ডিটেলস বের করতে চাইছেন ওই নাম্বারটা লিখে দিবেন।
লিখে দেয়ার পরে পাশে একটা সার্চ আইকন দেখবেন ওখানে ক্লিক করে কিন্তু ওই নাম্বারের সবকিছু ডিটেলস আপনারা দেখতে পেয়ে যাবেন। যেমন ধরুন ওই নাম্বার কার নামে রেজিস্টার রয়েছে এবং ঐ ব্যক্তিটি কোন লোকেশন থেকে ফোন করেছে, কখন ফোন করেছে এবং সিম কোম্পানির নামটা কি সবকিছুর ডিটেইলস আপনারা পেয়ে যাবেন।
বন্ধুরা আপনারা এই ট্রুকলার এর ওয়েবসাইট বাদেও truecaller App প্লে স্টোরে আছে যেটার লিংক আমি এখানে দিলাম আপনারা এই লিংকে ক্লিক করেও কিন্তু ট্রুকলার অ্যাপটা ডাউনলোড করে নিতে পারেন।
ট্রুকলার অ্যাপ টা ডাউনলোড করে ও ঠিক একই ভাবে আপনাদেরকে ইমেইল আইডি এবং মোবাইল নাম্বার দিয়ে একটা একাউন্ট তৈরী করে নিতে হবে এবং তারপরে ঠিক একইভাবে আপনারা ট্রুকলার অ্যাপও একটা সার্চ বার পাবেন ওই সার্চ বারে যেই নাম্বারটার সবকিছু ডিটেলস পেতে চাইছেন লিখে দিবেন এবং পাশে থাকা সার্চ আইকনে ক্লিক করে দেখবেন এই ট্রুকলার অ্যাপ ও ঠিক একই ভাবে কাজ করছে।
মানে যেকোন নাম্বার দিয়ে পরিচয় বের করানো যাচ্ছে অর্থাৎ কোন অজানা ব্যক্তির সম্বন্ধে সবকিছু জানতে পারছেন ওর নাম কি, বাড়ি কোথায়, কোন সিম ব্যবহার করে, কটার সময় আপনাকে ফোন করেছিল, সবকিছু ডিটেলস আপনারা দেখতে পেয়ে যাবেন এই ট্রু কলার অ্যাপ এর মাধ্যমে।
আমাদের শেষ মতামত
তাহলে বন্ধুরা আশা করি আমি আপনাদেরকে নাম্বার দিয়ে পরিচয় বের করবেন কিভাবে তার পুরো প্রসেসটা বোঝাতে পেরেছি। বন্ধুরা আপনাদেরকে একটা কথা বলে রাখি যদি আপনাদের মোবাইলে ট্রু কলার অ্যাপ টি আগে থেকে না থাকে তাহলে আপনারা ওপরের পদ্ধতিগুলো অবলম্বন করবেন।
তবে এখনকার প্রায় বেশিরভাগ স্মার্টফোনে ট্রুকলার এর ইনবিল্ট অ্যাপ্লিকেশন রয়েছে এবং তার মাধ্যমে কিন্তু আপনারা দেখবেন অনেক মোবাইলে অটোমেটিক যখনই কেউ অজানা ব্যক্তি ফোন করে নাম ফটো সমেত সবকিছু ডিটেলস দেখায়।
তাহলে বন্ধুরা এখানেই আমি আমার এই মোবাইল নাম্বার দিয়ে পরিচয় ও ফোন নম্বর ডিটেলস পোস্টটি শেষ করছি তবে দেখা হচ্ছে আবার একটা নতুন পোস্টের সাথে ততক্ষণ আপনারা সুস্থ থাকুন ভালো থাকুন সুরক্ষিত থাকুন। ধন্যবাদ।