ইস্টার্ন ব্যাংক লোন সমূহ ২০২৫ (আপডেট তথ্য)

আপনি যদি ইস্টার্ন ব্যাংক থেকে লোন নেওয়ার চিন্তা করে থাকেন তাহলে আপনাকে ইস্টার্ন ব্যাংক লোন সম্পর্কে বিভিন্ন তথ্য জেনে নিতে হবে যেটা আমরা এই পোষ্টে উল্লেখ করেছি। ইস্টার্ন ব্যাংক লোন এর সকল তথ্যগুলো জেনে না থাকলে আজকের বিস্তারিত আলোচনার মাধ্যমে জেনে নিন। 

ইস্টার্ন ব্যাংক লোন সমূহ

তাই অবশ্যই আপনার অজানা এ সকল তথ্যগুলো জানার জন্য আর্টিকেলটি শুরু থেকে শেষ পর্যন্ত মনোযোগ দিয়ে পড়ুন। তাহলে চলুন, আর বেশি কথা না বাড়িয়ে জেনে নেওয়া যাক। 

ইস্টার্ন ব্যাংক লোন সমূহ

ইস্টার্ন ব্যাংক বিভিন্ন খাতে লোন প্রদান করে থাকে যেমনঃ

  • ইস্টার্ন ব্যাংক হোম লোন
  • ইস্টার্ন ব্যাংক ফাস্ট লোন
  • ইস্টার্ন ব্যাংক অটো লোন
  • ইস্টার্ন ব্যাংক এসএমই লোন
  • ইস্টার্ন ব্যাংক উইমেন লোন
  • ইবিএল এক্সিকিউটিভ লোন

এবার চলুন, এসমস্ত লোন নিয়ে বিস্তারিত জেনে নেওয়া যাক।

ইস্টার্ন ব্যাংক হোম লোন

ইবিএল সুবিধাজনক এবং ব্যবহারিক প্রয়োজনে হোম লোন দিয়ে থাকে যা আপনার সকল হোম ফাইন্যান্সিং প্রয়োজন মিটিয়ে থাকে। এটি অ্যাপার্টমেন্ট ক্রয়, বাড়ি নির্মাণ, এক্সটেনশান বা সংস্কারের জন্য যাই হোক না কেন- EBL আপনার জন্য সকল সমাধান দিয়ে থাকে। 

এতে অনেক আকর্ষণীয় বৈশিষ্ট্য রয়েছে- আপনি যে বাড়িটি কিনতে চান বা বিদ্যমান বাড়ি সম্প্রসারণ বা এটি সংস্কার করতে চান সেটি আর দূরবর্তী কোন স্বপ্ন নয়।

ইবিএল হোম লোনের বৈশিষ্ট্য

ইবিএল হোম লোন যে উদ্দেশ্যে দেয়া হয় তা নিম্নে তুলে ধরা হল-

  • ফ্ল্যাট/অ্যাপার্টমেন্ট ক্রয়
  • হাউস নির্মাণ/এক্সটেনশান/সংস্কার/আপগ্রেডেশন/ফিনিশিং কাজ
  • যেকোন ব্যাংক/আর্থিক প্রতিষ্ঠান থেকে বিদ্যমান হোম ঋণ গ্রহণ
  • ঋণের পরিমাণ ৫,০০,০০০ টাকা থেকে ১২,০০০,০০০ টাকা বা সম্পত্তির মূল্যের ৭০% যেটি কম।
  • অন্যান্য ব্যাংক/আর্থিক প্রতিষ্ঠান থেকে হোম ঋণ গ্রহণের জন্য কোন প্রক্রিয়াকরণ ফি নেই।
  • ২৫ বছর পর্যন্ত পরিশোধের মেয়াদ।
  • স্বয়ংক্রিয় মাসিক কিস্তি।
  • পূর্ণ এবং আংশিক নিষ্পত্তি অনুমোদিত।
  • সর্বনিম্ন ঋণ প্রসেসিং টাইম।

অন্যান্য বৈশিষ্ট্য

  • টেকওভার লোনের ক্ষেত্রে কোন প্রসেসিং ফি নেই।
  • সিকিউরিটি রিপ্লেসম্যান্ট ফি ৫০০ টাকা।
  • বীমা সুবিধা আছে।
  • সর্বোচ্চ প্রাপ্য লোনের পরিমাণ ৭০%।
  • আবেদনপ্রার্থী তার মোট আয়ের সর্বোচ্চ ৫০ গুণ লোন নিতে পারবেন।

ইবিএল হোম লোনের যোগ্যতা

যেকোন একক বা যৌথ ব্যক্তি

বেতনভোগী কর্মকর্তা

  • স্বনিযুক্ত: ডাক্তার, স্থপতি, প্রকৌশলী, চার্টার্ড হিসাব রক্ষক এবং সার্টিফাইড কনসালটেন্ট ও আইটি পেশাদার
  • ব্যবসায়ী
  • বাড়িওয়ালা।
আরো পড়ুনঃ-  প্রিমিয়ার ব্যাংক লোন - প্রিমিয়ার ব্যাংক লোন আবেদন পদ্ধতি

বয়স

  • নূন্যতম: ২৫ বছর;
  • সর্বাধিক: ৬৫ বছর।

মাসিক আয়

  • বেতনভোগী কর্মকর্তা: ৩০,০০০ টাকা
  • পেশাদার/স্বনিযুক্ত: ৪০,০০০ টাকা
  • ব্যবসায়ী: ৫০,০০০ টাকা

সম্পত্তির বৈশিষ্ট্য

  • লিজ হোল্ড এবং ফ্রি হোল্ড সম্পত্তি উভয়ের জন্য ঋণ সুবিধা।
  • TPA (থার্ড পার্টি চুক্তি) ঋণ বিতরণ তারিখ থেকে ১৮ মাস পর্যন্ত অনুমোদিত।

ইবিএল হোম লোনের জন্য প্রয়োজনীয় কাগজপত্র

  • আবেদনকারীর ও জামিনদারের পাসপোর্ট সাইজের ছবি।
  • আবেদনপ্রার্থী এবং জামিনদারের জাতীয় ভোটার আইডি কার্ড/পাসপোর্ট/ড্রাইভিং লাইসেন্স এর ফটোকপি।
  • ইউটিলিটি বিল এর কপি (গ্যাস/পানি/বিদ্যুৎ/পৌর কর)।
  • বিজনেস কার্ড/অফিস আইডির কপি।
  • সর্বশেষ কর সার্টিফিকেট।
  • ব্যবসায়ীদের সর্বশেষ ১২ মাসের ব্যাংক বিবরণী এবং অন্যান্যদের সর্বশেষ ৬ মাসের ব্যাংক বিবরণী।

ইস্টার্ন ব্যাংক ফাস্ট লোন

আপনার চাহিদা দ্রুত পূরণ! ইবিএল ফাস্ট লোন ইস্টার্ন ব্যাংক লিমিটেড থেকে আপনার ব্যক্তিগত স্বল্পমেয়াদী ঋণ সুবিধা। ইবিএল ফাস্ট ক্যাশের মাধ্যমে আপনি আপনার নির্দিষ্ট আমানত বা অন্যান্য সিকিউরিটিগুলো নগদীকরণ না করে আপনার জরুরী নগদ অর্থের প্রয়োজনীয়তা পূরণ করতে পারেন।

ইবিএল ফাস্ট লোনের বৈশিষ্ট্য

  • ঘূর্ণায়মান ক্রেডিট সুবিধা।
  • লোনের পরিমাণ ১ লক্ষ টাকা থেকে ১০ কোটি টাকা।
  • ১০০% ক্যাশ সিকিউরড লোন।
  • মেয়াদঃ ১২ মাস থেকে ৬০ মাস।
  • স্বয়ংক্রিয় মাসিক কিস্তি।
  • পূর্ণ এবং আংশিক নিষ্পত্তি অনুমোদিত।
  • সর্বনিম্ন ঋণ প্রসেসিং টাইম।
  • কোন ব্যক্তিগত গ্যারান্টরের প্রয়োজন নেই।
  • প্রাক পেমেন্ট অনুমোদিত।
  • জামানতের প্রয়োজন নেই।
  • কোন ইউডিসি/পিডিসি প্রয়োজন হবে না।
  • কোন লুকায়িত চার্জ নেই।
  • নূন্যতম ডকুমেন্টেশন।

ইবিএল ফাস্ট লোনের যোগ্যতা

যেকোন ব্যক্তি যার কোন FD বা অন্যান্য সিকিউরিটিজ যেমন- ওয়েজ আর্নার বন্ড, আইসিবি ইউনিট সার্টিফিকেট ইত্যাদি রয়েছে।

ইস্টার্ন ব্যাংক অটো লোন

একটি গাড়ী কেনার কথা ভাবছেন? ইবিএল এর আকর্ষনীয় অটো লোন অফারের সাথে। আর ভাববার কোন প্রয়োজন নেই আপনার স্বপ্নের গাড়িটি ঘরে নিয়ে যান ইস্টার্ন ব্যাংক অটো লোন এর মাধ্যমে!

ইবিএল অটো লোনের বৈশিষ্ট্য

  • শুধুমাত্র ব্যক্তিগত ব্যবহারের জন্য নতুন এবং রি-কন্ডিশন গাড়ী ক্রয় জন্য অটো লোন।
  • ঋণের পরিমাণ ৩ লক্ষ ৫০ হাজার  টাকা থেকে ৪ কোটি টাকা পর্যন্ত (বা গাড়ীর মূল্যের ৫০% যেটি কম)
  • মেয়াদঃ ১২ মাস থেকে ৬০ মাস।
  • স্বয়ংক্রিয় মাসিক কিস্তি।
  • পূর্ণ এবং আংশিক নিষ্পত্তি অনুমোদিত।
  • সর্বনিম্ন ঋণ প্রসেসিং টাইম।
  • যৌথ আবেদনকারী হিসাবে স্ত্রী অনুমোদিত।
  • একজন ব্যক্তিগত গ্যারান্টর প্রয়োজন।
  • নূন্যতম ডকুমেন্টেশন।

ইবিএল অটো লোনের যোগ্যতা

যেকোন ক্রেডিটযোগ্য ব্যক্তি যেমন-

  • চাকুরীজীবিঃ সর্বনিম্ন তিন বছরের অভিজ্ঞতা, যার মধ্যে বর্তমান কর্মক্ষেত্রে সর্বনিম্ন ছয় মাসের অভিজ্ঞতা থাকতে হবে।
  • আত্ম-নির্ভরশীল ব্যক্তি যেমন ডাক্তার, প্রকৌশলী, স্থপতি, চার্টার্ট হিসাববিজ্ঞানী, সার্টিফাইড পরামর্শদাতা এবং আইটি বিশেষজ্ঞগণদের জন্য দুই বছরের অভিজ্ঞতা থাকতে হবে।
  • ব্যবসায়ীদের কমপক্ষে দুই বছরের অভিজ্ঞতা থাকতে হবে।
  • বাড়িওয়ালা।
আরো পড়ুনঃ-  ইসলামী ব্যাংক একাউন্ট খোলার নিয়ম

বয়স:

  • নূন্যতম: ২৫ বছর;
  • সর্বাধিক: ৬০ বছর (বেতনভোগী), ৬৫ বছর (অন্যদের জন্য);

মাসিক আয়:

  • বেতনভোগী কর্মকর্তা: ৩০,০০০ টাকা;
  • পেশাদার/ব্যবসায়ী: ৪০,০০০ টাকা;
  • যৌথ আবেদনকারী অনুমোদিত; যৌথভাবে মোট মাসিক আয় ৪০,০০০ টাকা।

ইস্টার্ন ব্যাংক এসএমই লোন

যারা মূলত ব্যবসায়ী রয়েছেন বিশেষ করে তাদের জন্য ইবিএল ব্যাংক একটি বৈধ ব্যবসাভিত্তিক এসএমই লোন এর সুবিধা নিয়ে এসেছে। 

ইবিএল এসএমই লোনের মূল বৈশিষ্ট্য

  • ফিক্সড ডিপোজিটের সর্বোচ্চ ৯০% অর্থায়ন করা হবে
  • সুদের হার সম্পর্কিত অতিরিক্ত তথ্য ফিক্সড ডিপোজিটের বিপক্ষে সুদের হার: এফডিআর হার + ৩% (নিজের ব্যাংকের) অথবা ১১% যেটি বেশি। কৃষকদের জন্য ১৩%
  • সর্বনিম্ন অর্থের পরিমাণ প্রযোজ্য নয়;
  • সর্বোচ্চ অর্থের পরিমাণ সিকিউরিটির ৯০%;
  • ন্যূনতম ঋণের মেয়াদ ৩ বছর;
  • সর্বোচ্চ ঋণের মেয়াদ ৬০ বছর।

ফি ও চার্জ

  • প্রক্রিয়াকরণ ফী সর্বোচ্চ ১% (মহিলা উদ্যোক্তাদের এবং কৃষিনির্ভর অর্থায়নের কোন প্রসেসিং ফী নেই)
  • স্ট্যাম্প শুল্ক- প্রযোজ্য নয়
  • দ্রুত নিষ্পত্তি- প্রযোজ্য নয়
  • বিলম্বে পরিশোধ ফি- সর্বোচ্চ ৪%।

ইবিএল এসএমই লোনের যোগ্যতা

  • বয়স নূন্যতম: ২১ বছর ও সর্বাধিক: ৬৫ বছর।
  • ব্যবসায়ে কমপক্ষে দুই বছরের অভিজ্ঞতা থাকতে হবে।

আবেদনকারীর জন্য প্রয়োজনীয় ডকুমেন্ট

ইবিএল এসএমই লোনটি নেয়ার জন্য আপনার নিম্নলিখিত কাগজপত্রাদি জমা দিতে হবে-

  • সাম্প্রতিক ট্রেড লাইসেন্স।
  • ব্যবসায়ের নামে বর্তমান ব্যাংক হিসাব।
  • জাতীয় আইডি কার্ড বা পাসপোর্টের ফটোকপি।
  • সর্বনিম্ন ৬ মাস এবং সর্বোচ্চ ৩ বছরের ব্যাংক রিপোর্ট।

অন্যান্য কাগজপত্র (ব্যবসায়ের ধরণ এবং আকারের উপর নির্ভরশীল)-

  • টিআইএন সার্টিফিকেট।
  • বর্তমান স্টকের তালিকা এবং এর বর্তমান মূল্য।
  • স্থায়ী সম্পত্তির তালিকা এবং মূল্য।
  • দায়ের মোট পরিমাণ এবং বিবরণী।
  • দায়ের প্রাতিষ্ঠানিক বিবৃতি (যদি থাকে)।
  • ভ্যাট সার্টিফিকেট (যদি থাকে)
  • ব্যবসায়ের বিদ্যুৎ এবং টেলিফোন বিলের কপি।
  • বেতনের বিবরণী।
  • বাংলাদেশ ব্যাংকের CIB রিপোর্ট।

এসএমই লোনের সুবিধাসমূহ

লোনটি নেয়ার মাধ্যমে আপনি নিম্নলিখিত সুবিধাসমূহ উপভোগ করতে পারবেন-

  • কোন বন্ধকীর দরকার নেই (কৃষিনির্ভর অর্থায়নে)।
  • চলতি মূলধন, স্থায়ী সম্পত্তি ক্রয় এবং অন্যান্য ব্যবসায়িক উদ্দেশ্যে লোনের ব্যবস্থা।
  • কোন প্রসেসিং ফী নেই।
  • কেবল ব্যবহৃত পরিমাণের উপরই সুদ ধার্য হবে।

ইস্টার্ন ব্যাংক উইমেন লোন

ইবিএল মহিলা ঋণ যেকোন বৈধ উদ্দেশ্যে বেতনভোগী মহিলাদের জন্য ইএমআই ভিত্তিক ঋণ সুবিধা দিয়ে থাকে।

ইবিএল উইমেন লোনের বৈশিষ্ট্য

  • ঋণের পরিমাণ ন্যূনতম ১,০০,০০০ টাকা এবং সর্বোচ্চ ২০,০০,০০০ টাকা।
  • পরিশোধের সময়কাল ১২, ২৪, ৩৬, ৪৮ এবং ৬০ মাস।
  • প্রক্রিয়াকরণ ফি ঋণের পরিমাণের উপর ১%।
  • ১০০% ক্যাশ সিকিউরড লোন।
  • সর্বনিম্ন ঋণ প্রসেসিং টাইম।
  • স্বয়ংক্রিয় মাসিক কিস্তি।
  • পূর্ণ এবং আংশিক নিষ্পত্তি অনুমোদিত।
  • একজন ব্যক্তিগত গ্যারান্টরের প্রয়োজন। বিবাহিত মহিলার জন্য স্বামীর গ্যারান্টি বাধ্যতামূলক।
  • জামানতের প্রয়োজন নেই।
  • কোন লুকায়িত চার্জ নেই।
  • নূন্যতম ডকুমেন্টেশন।
আরো পড়ুনঃ-  সোনালী ব্যাংক সকল শাখার মোবাইল নাম্বার

ইবিএল উইমেন লোনের যোগ্যতা

যেকোন ক্রেডিটযোগ্য বেতনভোগী মহিলা।

বয়স:

  • নূন্যতম ২২ বছর;
  • সর্বাধিক ৬০ বছর।

মাসিক আয়:

  • শিক্ষক ও সরকারি কর্মকর্তাদের জন্য ১৫,০০০ টাকা;
  • শিক্ষক ও সরকারি ছাড়া অন্যান্য কর্মকর্তা/কর্মচারীদের জন্য ২০,০০০ টাকা;
  • যৌথ আবেদনপত্রের জন্য (স্বামী ও স্ত্রী) ৩০,০০০ টাকা।

চাকুরীর অভিজ্ঞতা:

  • নূন্যতম ১ বছর, বর্তমান নিয়োগকারীদের সাথে ৬ মাস।

বিশেষ বৈশিষ্ট্য

  • ইবিএল লকার সার্ভিস চার্জ এ ৫০% ছাড়।
  • ক্রেডিট কার্ড ইস্যুতে ০% চার্জ।

ইবিএল এক্সিকিউটিভ লোন

আপনি যদি আপনার স্বপ্নকে সত্য করতে চান তাহলে  ইবিএলের এক্সিকিউটিভ ঋণের মাধ্যমে আপনার জীবনের সকল ইচ্ছা পূরণ করতে পারবেন।

ইবিএল এক্সিকিউটিভ লোনের বৈশিষ্ট্য

  • যেকোন গ্রাহকের প্রয়োজনের জন্য ব্যক্তিগত ঋণ সুবিধা।
  • ঋণের পরিমাণ ১ লক্ষ টাকা থেকে ২ কোটি টাকা।
  • মেয়াদ ১২ মাস থেকে ৬০ মাস।
  • স্বয়ংক্রিয় মাসিক কিস্তি।
  • পূর্ণ এবং আংশিক নিষ্পত্তি অনুমোদিত।
  • সর্বনিম্ন ঋণ প্রসেসিং টাইম।
  • একজন ব্যক্তিগত গ্যারান্টর প্রয়োজন। এক্ষেত্রে স্ত্রী গ্যারান্টর হতে পারবেন।
  • জামানতের প্রয়োজন নেই।
  • কোন লুকায়িত চার্জ নেই।
  • নূন্যতম ডকুমেন্টেশন।

ইবিএল এক্সিকিউটিভ লোনের যোগ্যতা

বয়স

  • নূন্যতম ২২ বছর
  • সর্বাধিক: ৬০ বছর (বেতনভোগী), ৬৫ বছর (অন্যদের জন্য)

আবেদনপ্রার্থীর যোগ্যতা

  • সর্বনিম্ন তিন বছরের অভিজ্ঞতা, যার মধ্যে বর্তমান কর্মক্ষেত্রে সর্বনিম্ন ছয় মাসের অভিজ্ঞতা থাকতে হবে।
  • আত্ম-নির্ভরশীল ব্যক্তি যেমন ডাক্তার, প্রকৌশলী, স্থপতি, চার্টার্ট হিসাববিজ্ঞানী, সার্টিফাইড পরামর্শদাতা এবং আইটি বিশেষজ্ঞগণদের জন্য দুই বছরের অভিজ্ঞতা থাকতে হবে।

মাসিক আয়

  • বেতনভোগী কর্মকর্তা (সরকারী ও বেসরকারী) ২০,০০০ টাকা;
  • পেশাদার/স্ব-নিযুক্ত/বাড়িওয়ালা ৩০,০০০ টাকা।

ইবিএল এক্সিকিউটিভ লোনের জন্য প্রয়োজনীয় কাগজপত্র

যেসব কাগজপত্র লাগবে-

  • আবেদনপ্রার্থীর টিআইএন সার্টিফিকেট এর ফটোকপি।
  • আবেদনপ্রার্থীর ভোটার আইডি কার্ড এর ফটোকপি।
  • আবেদনপ্রার্থীর সর্বশেষ ৬ মাসের আয় বিবরণী।
  • আবেদনপ্রার্থীর ২ কপি পাসপোর্ট সাইজের ছবি।
  • ইউটিলিটি বিল এর ফটোকপি।
  • সিআইবি রিপোর্ট।

লেখকের শেষ মতামত

এই ছিলো ইস্টার্ন ব্যাংক লোন সম্পর্কে বিস্তারিত তথ্য সকল ধরণের প্রয়োজনীয় তথ্য জানানো হয়েছে। ইস্টার্ন ব্যাংক গ্রাহক বিভিন্ন খাতে লোন প্রদান করে থাকে তাই আপনিও চাইলে এই ব্যাংক লোন নিয়ে সুবিধা ভোগ করতে পারেন।

আজকের এই আর্টিকেলের সাহায্যে নিশ্চই ইস্টার্ন ব্যাংক লোন সম্পর্কিত বিভিন্ন জরুরি বিষয়ে বিস্তারিতভাবে জানতে পেরেছেন। এরপরেও যদি আপনাদের ইস্টার্ন ব্যাংক লোন নিয়ে কোন প্রশ্ন থাকলে অথবা মতামত থাকে তাহলে নিচের কমেন্ট বক্সে জানাতে পারেন। ধন্যবাদ।

Leave a Comment