বাংলাদেশের সবথেকে ভালো টুথপেস্ট কোনটি

দাঁত আমাদের শরীরের অপরিহার্য একটি অংশ। তাই দাঁতের সুরক্ষায় নিয়মিত দাঁতের যত্ন নেওয়া আবশ্যক। দাঁতের যত্নে গুরুত্বপূর্ন একটি উপকরণ হলো টুথপেস্ট। নিয়মিত টুথপেস্ট ব্যবহারে দাঁতের স্বাস্থ ভালো থাকে।

বাংলাদেশের সবথেকে ভালো টুথপেস্ট কোনটি

তবে সব ধরনের টুথপেস্ট কি দাঁতের জন্য উপকারী? না সব টুথপেস্ট দাঁতের জন্য উপকারী নয়। তাই আমাদের জেনে নিতে হবে বাংলাদেশের সবথেকে ভালো টুথপেস্টের নাম কি। তাই চলুন আজকের আর্টিকেলটি পড়ার মাধ্যমে জেনে নেওয়া যাক বাংলাদেশের সবথেকে ভালো টুথপেস্ট কোনটি।

দাঁতের জন্য ভালো টুথপেস্ট কোনটি

আমাদের শরীরের প্রত্যেকটি অংশ সুস্থ থাকা প্রয়োজন। দাঁতও এর ব্যতিক্রম নয়। দাঁতের মর্ম ঠিক কতটা দাঁত নষ্ট হলে আমরা বুঝতে পারি। তাই দাঁতের স্বাস্থ ভালো রাখতে আমাদের নিয়মিত দাঁতের যত্ন নেওয়া জরুরি। দাঁতের স্বাস্থ ভালো রাখার মূল্যবান একটি উপকরণ হলো টুথপেস্ট। বিভিন্ন ব্র্যান্ডের টুথপেস্ট বাজারে পাওয়া যায়। তবে দাঁতের যত্নে সবথেকে ভালো টুথপেস্ট আপনাকে বাছাই করে নিতে হবে। তো চলুন জেনে নেওয়া যাক দাঁতের জন্য ভালো টুথপেস্ট কোনটি।

১. মেডিপ্লাস: দাঁতের জন্য ভালো মানের একটি টুথপেস্ট হলো মেডিপ্লাস। চিকিৎসকেরা প্রায় এ টুথপেস্টটি ব্যবহারের পরামর্শ দিয়ে থাকেন। এটি একটি আয়ুর্বেদিক ও প্রাকৃতিক উপাদান দিয়ে তৈরি টুথপেস্ট। এ টুথপেস্টের মধ্যে নিম ও তুলসির মতো গুরুত্বপূর্ন প্রাকৃতিক উপাদান রয়েছে। যার ফলে দাঁতকে বিভিন্ন সংক্রামনের হাত থেকে রক্ষা করতে সহায়তা করে থাকে।

২. পেপসোডেন্ট: দাঁতের জন্য দারুন উপযোগি টুথপেস্ট হলো পেপসোডেন্ট। এটি আমেরিকান একটি টুথপেস্ট যা বাংলাদেশেও পাওয়া যায়। এর মধ্যে রয়েছে সিপিসি-ক্লে যা দাঁেতর বিভিন্ন সমস্যা যেমন দাঁতের ক্ষয়, মাড়ির সমস্যা ও ব্যাথা প্রতিরোধ করতে সাহায্য করে। এছারাও দাঁতের স্বাভাবিক রং ঠিক রাখে এবং প্লাককে দূরে রাখে। তাই দাঁতের যত্নে এটি ব্যবহার করতে পারেন।

৩. সেনসোডাইন: দাঁতের জন্য ভালো মানের টুথপেস্টের তালিকায় রয়েছে সেনসোডাইন টুথপেস্ট। সংবেদনশীল দাঁতের জন্য অত্যন্ত উপকারি এ টুথপেস্ট। এটি একটি ব্র্যান্ডের টুথপেস্ট তাই তুলনামূলকভাবে এর দাম একটু বেশি হয়ে থাকে।

৪. ক্লোজআপ: আমেরিকান ব্র্যান্ডের একটি টুথপেস্ট হলো ক্লোজআপ। এ টুথপেস্ট দিয়ে ব্রাশ করলে দাঁত ও মাড়ির বিভিন্ন সংক্রামন দূর হয় এবং মুখের দুর্গন্ধ প্রতিরোধ করা যায়। ক্লোজআপ টুথপেস্ট আপনাকে দেবে সতেজ শ^াস এবং ঝকঝকে দাঁত। তাই দাঁতের যত্নে এ টুথপেস্টটি আপনি বাছাই করে নিতে পারেন।

আরো পড়ুনঃ-  1000 টাকার মোবাইল ঘড়ি - কম দামে মোবাইল ঘড়ি

৫. কোলগেট: কোলগেট হলো অ্যান্টিব্যাকটেরিয়াল টুথপেস্ট যা দাঁতের স্বাস্থের জন্য খুবই উপকারী। মাড়ির বিভিন্ন সমস্যা, দাঁতে ময়লা জমা ও মুখের বাজে গন্ধ প্রতিরোধ করতে সাহায্য করে এবং মুখের সতেজতা ফিরিয়ে আনে এ টুথপেস্ট। তবে এ টুথপেস্টটি বাচ্চাদের ব্যবহার না করায় ভালো।

এসব টুথপেস্টগুলো দাঁতের যত্নে নিশ্চিন্তে ব্যবহার করতে পারেন। কিন্তু মনে রাখবেন দীর্ঘদিন একই টুথপেস্ট ব্যবহার করা যাবে না। তবে আপনার যদি দাঁতে কোনো সমস্যা থেকে থাকে তাহলে চিকিৎসকের পরামর্শ নিয়ে টুথপেস্ট ব্যবহার করবেন।

ফ্লোরাইড যুক্ত টুথপেস্ট কোনটি

দাঁতের সুরক্ষায় আমাদের নিয়মিত দাঁত ব্রাশ করা অপরিহার্য। নিয়মিত টুথপেস্ট দিয়ে দাঁত ব্রাশ করলে দাঁত ও মৌখিক স্বাস্থ ভালো থাকে। বাজারের বিভিন্ন উপাদানে তৈরি টুথপেস্ট পাওয়া যায় যার মধ্যে অন্যতম হরো ফ্লোরাইড যুক্ত টুথপেস্ট। ফ্লোরাইডযুক্ত টুথপেস্টগুলো দাঁতের সুরক্ষায় অনেক ভূমিকা রাখে।

এ ধরনের টুথপেস্ট দাঁতের এনামেলকে শক্তিশালী করে তোলে এবং ব্যাকটেরিয়া প্রতিরোধ করতে ভূমিকা রাখে। দাঁতের মধ্যে জমে থাকা ময়লা থেকে অ্যাসিড নিঃসৃত হয়ে দাঁতে ক্যারিজ সৃষ্টি করে, দাঁতের এনামেলকে ক্ষয় করে দেয়। আর ফ্লোরাইডযুক্ত টুথপেস্টগুলো এ সমস্যাগুলো সহজেই প্রতিরোধ করতে সাহায্য করে থাকে। তাই আমাদের মাঝে মধ্যে ফ্লোরাইড যুক্ত টুথপেস্টগুলো ব্যবহার করা জরুরি। তবে জানেন কি ফ্লোরাইড যুক্ত টুথপেস্ট কোনটি? জেনে নিন ফ্লোরাইড যুক্ত টুথপেস্টের নাম।

  • মেডিপ্লাস টুথপেস্ট
  • সেনসোডাইন টুথপেস্ট
  • ওরাল-বি টুথপেস্ট
  • কোলগেট টুথপেস্ট
  • হিমালয় কমপ্লিট কেয়ার টুথপেস্ট ইত্যাদি।

তবে মনে রাখবে অতিরিক্ত ফ্লোরাইড যুক্ত টুথপেস্ট এক প্রকার বিষ। যা দীর্ঘদিন ব্যবহারের ফলে শরীরে বিষাক্তকর প্রভাব সৃষ্টি হয়। এছারাও চিকিৎসকরা ২ বছরের কম বয়সী বাচ্চাদের অতিরিক্ত ফ্লোরাইড যুক্ত টুথপেস্ট ব্যবহার করতে নিষেধ করে থাকেন। তাই এ ধরনের টুথপেস্ট ব্যবহারে অবশ্যই সতর্ক থাকবেন।

মেডিপ্লাস টুথপেস্টের উপকারিতা

জনপ্রিয় টুথপেস্টের তালিকায় রয়েছে মেডিপ্লাসের নাম। এ টুথপেস্টটি প্রায় অনেকেই আমরা ব্যবহার করে থাকি। তবে এটি ব্যবহারের উপকারিতা সম্পর্কে জানেন কি? যেকোনো টুথপেস্ট ব্যবহার করার আগে অবশ্যই আমাদের জেনে নিতে হবে তার উপকারিতা সম্পর্কে। তাই চলুন বিস্তারিতভাবে জেনে নিন মেডিপ্লাস টুথপেস্টের উপকারিতা সম্পর্কে।

আরো পড়ুনঃ-  1000 টাকার মোবাইল ঘড়ি - কম দামে মোবাইল ঘড়ি

আমাদের দৈনন্দিন জীবনের প্রয়োজনীয় একটি উপকরণ হলো টুথপেস্ট। মূলত এটির সঠিক ব্যবহারের কারণে আমাদের দাঁতের স্বাস্থকে আমরা ভালো রাখতে পারি। তবে এর জন্য আমাদের বাছাই করতে হবে যে টুথপেস্ট দাঁতের জন্য উপকারী সেটি। প্রায় অনেক বাড়িতে আমরা মেডিপ্লাস টুথপেস্ট ব্যবহার করি। এ টুথপেস্টের উপকারিতা রয়েছে বলেই এটি জনপ্রিয় একটি টুথপেস্ট। মেডিপ্লাস টুথপেস্টের উপকারিতা গুলো হলো-

  • হলুদ দাঁতের সমস্যায় যারা ভুগছেন তাদের জন্য উপকারী হবে মেডিপ্লাস টুথপেস্ট। এ টুথপেস্টটি ব্যবহারের ফলে দাঁতের হলদে ভাব দূর হবে এবং দাঁতের স্বাভাবিক রং ফিরিয়ে আনবে।
  • মুখের দুর্গন্ধ দূর করতে ভূমিকা রয়েছে মেডিপ্লাস টুথপেস্টের। তাই এ পেস্টটি ব্যবহার করে মুখের দুর্গন্ধ দূর করে সতেজতা ফিরিয়ে আনুন।
  • মাড়ির স্বাস্থকে ভালো রাখতে সহায়তা করে থাকে মেডিপ্লাস টুথপেস্ট। এ টুথপেস্টের মধ্যে রয়েছে নিম ও বাবলের প্রাকৃতিক উপাদান। যার কারণে এটি ব্যবহারে মাড়ির সংক্রামন প্রতিরোধ করা সম্ভব
  • মুখের ব্যাকটেরিয়াকে ধ্বংস করতে মেডিপ্লাস টুথপেস্ট বেশ কার্যকারী। এ টুথপেস্টের মধ্যে থাকা লবঙ্গ ও তুলসি মুখের ব্যাকটেরিয়ার সংক্রামন প্রতিরোধ করে থাকে।
  • মাড়িকে শক্তিশালী করতে গুরুত্বপূর্ন ভূমিকা রাখে মেডিপ্লাস টুথপেস্ট। এ টুথপেস্টের মধ্যে থাকা প্রাকৃতিক উপাদান পুদিনা পাতা দাঁতের মাড়িকে শক্তিশালী করতে সহায়তা করে থাকে।

তবে মনে রাখবেন মেডিপ্লাস টুথপেস্ট কেনার আগে ভালোভাবে লেভেলযুক্ত প্যাক দেখে কিনবেন। কারণ অনেক অসাধু ব্যবসায়ী রয়েছে যারা ভেজাল উপকরণ মিশিয়ে মেডিপ্লাস নাম দিয়ে টুথপেস্ট তৈরি করে তা বিক্রি করে। ফলে আসল মেডিপ্লাস টুথপেস্টের উপকারিতা পাওয়া যায় না।

মেডিপ্লাস টুথপেস্ট কোন দেশের কোম্পানির

আপনি হয়তো জানেন না মেডিপ্লাস টুথপেস্ট কোন দেশের কোম্পানি প্রস্তুত করেছেন। জানলে অবাক হবেন যে মেডিপ্লাস টুথপেস্ট বাংলাদেশের একটি কোম্পানি তৈরি করেছেন। তৈরিকৃত কোম্পানির নাম হলো এমফোর্ডস বাংলাদেশ লিমিটেড।

মেডিপ্লাস টুথপেস্টটি দাঁতের জন্য দারুন কার্যকারী একটি পেস্ট। মুখের মধ্যে হওয়া যেকোনো ধরনের রোগ প্রতিরোধ করতে সহায়তা করে থাকে এ টুথপেস্ট। এ টুথপেস্টের মধ্যে থাকা আসারাম, ম্যাগনেসিয়াম, অ্যাঞ্জেলিকা দহুরিকা, বোরাস, থাইম ও মেন্থলসহ বিভিন্ন প্রাকৃতিক উপাদানগুলো দাঁতের যত্নে বেশ উপকারী। যার কারণে বাংলাদেশে তৈরি হওয়া এ টুথপেস্টটি সকলের কাছে বেশ জনপ্রিয় হয়ে উঠেছে।

আরো পড়ুনঃ-  1000 টাকার মোবাইল ঘড়ি - কম দামে মোবাইল ঘড়ি

সেনসোডাইন টুথপেস্টের উপকারিতা

সেনসোডাইন ফ্লোরাইড যুক্ত একটি টুথপেস্ট। সংবেদনশীল দাঁতের জন্য খুবই কার্যকারী এ টুথপেস্টটি। আমাদের মধ্যে অনেকেই এ টুথপেস্টটি ব্যবহার করতে পচ্ছন্দ করে থাকেন। তবে জানেন কি সেনসোডাইন টুথপেস্টের উপকারিতা সম্পর্কে। তো চলুন জেনে নেওয়া যাক সেনসোডাইন টুথপেস্টের উপকারিতা সম্পর্কে।

  • দাঁত শিরশির সমস্যা দাঁতের পরিচিত একটি সমস্যার নাম। আর এ সমস্যায় দারুন উপকারী সেনসোডাইন টুথপেস্ট। তাই যদি আপনার এ সমস্যা হয়ে থাকে তাহলে দ্রুত সমাধানে এ টুথপেস্টটি ব্যবহার করতে পারেন।
  • দাঁতের ক্ষয়রোধ করতে সহায়তা করে থাকে সেনসোডাইন টুথপেস্ট।
  • সেনসোডাইন টুথপেস্ট দাঁত ও মাড়ির স্বাস্থ ভালো রাখতে কাজ করে থাকে।
  • দাঁতের কালো দাগ দূর করতে সাহায্য করে থাকে সেনসোডাইন টুথপেস্ট।
  • সেনসোডাইন টুথপেস্ট দাঁতের নার্ভকে আরাম দেয়।

অনেকের ক্ষেত্রে দীর্ঘদিন এ টুথপেস্টটি ব্যবহারের ক্ষেত্রে সমস্যা দেখা দিতে পারে। তাই সমস্যা হলে এ টুথপেস্ট এড়িয়ে চলুন এবং দীর্ঘদিন এটি ব্যবহারে সতর্ক থাকুন। তবে মনে রাখবেন দাঁতের গুরুত্বর সমস্যাগুলো শুধু টুথপেস্ট দিয়ে সারানো যায় না। সেক্ষেত্রে প্রয়োজন আপনার দাঁতের চিকিৎসা করানো।

সেনসোডাইন টুথপেস্ট কোন কোম্পানির

পচ্ছন্দের টুথপেস্টগুলোর তালিকার রয়েছে সেনসোডাইন টুথপেস্ট। যাদের দাঁত সংবেদনশীল মূলত তাদের দাঁতের সঠিক যত্নের জন্য প্রস্তুত করা হয়েছে এ টুথপেস্টটি। গরম অথবা ঠান্ডা জাতীয় কোনো জিনিস খেলে অনেকের দাঁত শিরশির করে। আর তাদের এ সমস্যায় প্রতিকার এনে দিতে সাহায্য করে থাকে সেনসোডাইন টুথপেস্টটি। তবে প্রশ্ন হলো সেনসোডাইন টুথপেস্ট কোন কোম্পানির। তো চলুন জেনে নিন সেনসোডাইন টুথপেস্ট কোন কোম্পানির।

সেনসোডাইন টুথপেস্ট বিভিন্ন দেশের কোম্পানি তৈরি করেছেন। তবে সব দেশের কোম্পানির সেনসোডাইন টুথপেস্টের কোয়ালিটি ভিন্ন। বাজারে ডুবাই, ইংল্যান্ড, ইন্ডিয়া, ইউকে, ইউএসএ বা মার্কিন যুক্তরাষ্ট্র ছাড়ারও আরও কয়েকটি দেশের কোম্পানির সেনসোডাইন টুথপেস্ট পাওয়া যায়। তবে মার্কিন যুক্তরাষ্ট্রের টুথপেস্টটির কোয়ালিটি অনান্য সব সেনসোডাইন টুথপেস্টের থেকে অনেক ভালো।

পরিশেষে বলতে চাই, মনে রাখবেন দাঁতের সুরক্ষায় দীর্ঘদিন একই পেস্ট ব্যবহার করা যাবে না। অনেকেই মনে করেন বেশি দাম দিয়ে মেডিকেটেড টুথপেস্ট ব্যবহার করলে দাঁত ভালো থাকে। তবে এটি চিকিৎসকের পরামর্শ নয়। চিকিৎসকের মতে একবার হয়তো মেডিকেটেড যেকোনো টুথপেস্ট ১ মাস ব্যবহার করলেন, এরপর তা বদলিয়ে সাধারন টুথপেস্ট ব্যবহার করলেও দাঁত ভালো থাকবে।

Leave a Comment