রেজাল্ট বলতে সাধারণত কোন পরীক্ষার ফলাফল প্রকাশ কে বোঝায়। শিক্ষা পর্যায়ের একজন শিক্ষার্থীর সরকারি ও প্রাতিষ্ঠানিক বিভিন্ন ধরনের পরীক্ষা অনুষ্ঠিত হয়ে থাকে। প্রতিটি সরকারি পরীক্ষা অনুষ্ঠিত হওয়ার শিক্ষার্থীরা ফলাফলের জন্য অধীর আগ্রহ নিয়ে অপেক্ষা করে থাকে। এই চ্যাপ্টারে আপনি বিভিন্ন পরীক্ষার রেজাল্ট দেখার নিয়ম দেখতে পাবেন বা জানতে পারবেন।
এখন থেকে আপনি আপনার ঘরে বসে আপনার রেজাল্ট দেখতে পারবেন মোবাইল ফোন বা কম্পিউটার অথবা ল্যাপটপ দিয়ে খুবই সহজে ঘরে বসে ফলাফল দেখতে পাবেন, শুধুমাত্র পরীক্ষার রেজাল্ট দেখার নিয়ম সম্পর্কে জানলেই যথেষ্ট এবং তার ব্যবস্থা আমি করে দিয়েছি ।
মোবাইলে রেজাল্ট দেখার নিয়ম
বর্তমান সময়ে আপনি হয়তো জেনে থাকবেন যে আপনার বাচ্চা বা আপনি যখন ক্লাস ফাইভে ছিলেন তখন থেকে রেজাল্ট দেখার নিয়ম চলে এসেছে। পরীক্ষা শেষ হওয়ার পরই রেজাল্ট দেখার আগ্রহ প্রত্যেকটা স্টুডেন্ট এর হয়ে থাকে। তবে আর কার জন্য অপেক্ষা করবেন আজকে যে টিপস আপনাকে শেখানো হবে। সেই টিপস যদি আপনি ফলো করেন আপনি নিজে বাসায় বসে থেকে আপনার বা আপনার বাচ্চার রেজাল্ট দেখতে পাবেন।
এই চ্যাপ্টারে আমরা বিভিন্ন সেকশনের রেজাল্ট দেখার নিয়ম সম্পর্কে বলেছি। যেমন জেএসসি, পিএসসি, এস এস সি, অনার্স অর্থাৎ জাতীয় বিশ্ববিদ্যালয়ের রেজাল্ট, বিভিন্ন মাদ্রাসা বোর্ডের রেজাল্ট ইত্যাদি। তাহলে চলুন দেরি না করে রেজাল্ট দেখার নিয়ম ভালো করে পড়ে নিই।
বর্তমান সময়ে ঘরে বসে মোবাইল ফোন ব্যবহার করে রেজাল্ট দেখা যায়। শুধুমাত্র কিছু নিয়ম কারণ ফলো করার মাধ্যমে। মোবাইল ব্যবহার করে রেজাল্ট দেখতে পাবেন কিছু টিপস ফলো করে। তবে চলুন সে টিপসগুলি জেনে নেই ।
প্রথমেই আপনার মোবাইল ফোনের কোন একটি ব্রাউজার থাকতে হবে। আপনি যদি এই পোস্টটি পড়ে থাকেন তাহলে রেজাল্ট দেখতে এখানে ক্লিক করুন।
এরপর আপনার সামনে উপরের ছবিটির মতো একটি ওয়েবসাইট শো করবে। তার মধ্যে থেকে যে ওয়েব সাইটে আপনার ভালো লাগে বা প্রথম অবস্থানের দিকে থাকবে সেটা কে চয়েস করে ক্লিক করেন। এরপর আপনার সামনে একটি ফরম ওপেন হবে সেই ফর্মটি পূরণ করতে হবে।
- প্রথমে আপনাকে রেজাল্ট ক্যাটাগরি চয়েস করতে হবে।
- যে সালের রেজাল্ট দেখতে যাচ্ছেন সেই সালটি নির্বাচন করুন।
- আপনি যে শিক্ষা বোর্ড থেকে এক্সাম দিয়েছেন সেই শিক্ষা বোর্ড সিলেক্ট করুন।
- এরপর আপনার রোল নম্বরটি সেখানে প্রবেশ করাতে হবে।
- তারপর আপনার রেজিস্ট্রেশন নাম্বারটি দিতে হবে।
- শেষ পর্যায়ে আপনাকে একটি গাণিতিক সমস্যার সমাধান করে সাবমিট করে দিতে হবে।
আর যদি আপনি মোবাইলে এসএমএস এর মাধ্যমে আপনার রেজাল্ট দেখতে চান তাহলে সেক্ষেত্রে নিম্নে দেখনো ধাপ অবল্বন করতে হবে। মনে করুন আপনি ২০২৫ সালের এসএসসি পরিক্ষার রাজশাহী বোর্ডের রেজাল্ট দেখবেন।
তাহলে আপনাকে আপনার মোবাইলের মেসেজ অপশনে গিয়ে HSC 2025 RAJ 101829 1313605709 লিখে পাঠিয়ে দিন এই নাম্বারে 16222. উক্ত পদ্ধতিগুলো অবলম্বন করলে কিছুক্ষণের মধ্যে আপনি আপনার মোবাইলে একটি রিপ্লে মেসেজ পাবেন। এভাবেই আপনি মোবাইল ফোনের মাধ্যমে খুব সহজেই রেজাল্ট দেখতে পাবেন।
পরীক্ষার রেজাল্ট দেখার নিয়ম
আজকের যুগে ঘরে বসে মোবাইলের মাধ্যমে বোর্ড পরীক্ষার রেজাল্ট জানা অত্যন্ত সহজ। চলুন দেখে নিই কিভাবে আপনি ঘরে বসে জেএসসি, এসএসসি, এইচএসসি বা অনার্সসহ সকল বোর্ড পরীক্ষার রেজাল্ট জানতে পারবেন।
১. প্রথম ওয়েবসাইট:
লিঙ্ক: http://www.educationboardresults.gov.bd/
ধাপগুলো:
- লিঙ্কে ক্লিক করার পর ওয়েবসাইটটি ওপেন করুন।
- Examination: পরীক্ষার নাম সিলেক্ট করুন (SSC/Dakhil, HSC/Alim, JSC/JDC ইত্যাদি)।
- Year: পরীক্ষার সাল নির্বাচন করুন।
- Board: আপনার বোর্ড সিলেক্ট করুন।
- Roll Number: রোল নম্বর দিন।
- Reg. No: রেজিস্ট্রেশন নম্বর দিন।
- প্রদত্ত ক্যাপচা কোডের উত্তর লিখুন।
- Submit বাটনে ক্লিক করুন।
২. দ্বিতীয় ওয়েবসাইট:
লিঙ্ক: https://eboardresults.com/bn/
ধাপগুলো:
- ওয়েবসাইটে প্রবেশ করুন।
- পরীক্ষার নাম, সাল, বোর্ড নির্বাচন করুন।
- ফলাফলের ধরণ সিলেক্ট করুন (Individual Result)।
- রোল এবং রেজিস্ট্রেশন নম্বর দিন।
- ৪ ডিজিটের Security Key লিখে Get Result বাটনে ক্লিক করুন।
এসএমএস-এর মাধ্যমে রেজাল্ট দেখার নিয়ম
যাদের ইন্টারনেট সংযোগ নেই, তারা এসএমএসের মাধ্যমে সহজেই রেজাল্ট জানতে পারবেন।
প্রক্রিয়া:
- মোবাইলের Message অপশনে যান।
- ফরম্যাটে লিখুন:
- SSC/Dakhil বোর্ড রোল সাল
- উদাহরণ: SSC RAJ 123456 2024
- এটি পাঠান 16222 নম্বরে।
বোর্ডের কোড তালিকা:
- DHA: ঢাকা
- COM: কুমিল্লা
- RAJ: রাজশাহী
- CHA: চট্টগ্রাম
- BAR: বরিশাল
- DIN: দিনাজপুর
- JES: যশোর
- SYL: সিলেট
- MAD: মাদ্রাসা
- TEC: কারিগরি
যা খেয়াল রাখবেন
- রেজাল্ট দেখার আগে সঠিক তথ্য দিন।
- সঠিক ক্যাপচা কোড এবং ফরম্যাট ব্যবহার করুন।
- ইন্টারনেট স্পিড ধীর হলে পুনরায় চেষ্টা করুন।
এভাবে ঘরে বসে অনায়াসে মোবাইল বা এসএমএসের মাধ্যমে আপনার বোর্ড পরীক্ষার রেজাল্ট দেখে নিতে পারবেন।
রেজাল্ট দেখার ওয়েবসাইট
মোবাইলে রেজাল্ট দেখার নিয়ম রেজাল্ট দেখার ওয়েবসাইট সম্পর্কে আপনারা অনেকেই জানতে চান কিন্তু তেমন ভাবে জানতে পারেন না। আশা করছি আপনি এই পাঠের মাধ্যমে সেই সম্পর্কে জানতে পারবেন। কারণ সঠিক রেজাল্ট দেখার জন্য আপনাকে একটি সঠিক ওয়েবসাইটের সাহায্য নিতে হবে। আর না হলে আপনি ভুল তথ্য পেতে পারেন।
অনলেইনের মাধ্যমে রেজাল্ট দেখার জন্য সবথেকে নির্ভরযোগ্য ওয়েব সাইটের নাম হলো Ministry of Education. যেটা আপনি Education Board Bangladesh লিখে গুগলে সার্চ করার মাধ্যমেও পেয়ে যাবেন। অথবা আপনি এখানে ক্লিক করলেও আপনাকে সেই ওয়েবসাইটের মধ্য নিয়ে যাবে।
এসএসসি রেজাল্ট দেখার নিয়ম জেনে নিয়ে সেখানে গিয়ে আপনার রেজাল্ট প্রকাশিত হওয়ার দিন সঠিক সময়ে গিয়ে সেখানে যদি আপনি আপনার সকল তথ্য সঠিকভাবে পূরণ করেন তাহলে তার একটু সময়ের মধ্যেই আপনি আপনার রেজাল্টের সকল তথ্য জানতে পেরে যাবেন।
মাদ্রাসার রেজাল্ট দেখার নিয়ম
মাদ্রাসা বোর্ড কর্তৃক ২০২৫ সালের আলিম রেজাল্ট প্রকাশ হওয়ার কিছু সময় পরে, মার্কশিট সহ আলিম পরীক্ষার রেজাল্ট দেখা যাবে। দেশের সকল বোর্ডের রেজাল্ট আর্কাইভ থেকে আলিম পরীক্ষার রেজাল্টের মার্কশীট সংগ্রহ করা যাবে। আলিম রেজাল্ট দেখতে নিচের নির্দেশনা অনুসরণ করন।
- আলিম রেজাল্ট দেখতে প্রথমে বোর্ড রেজাল্ট বিতরণকারী ওয়েবসাইট ব্রাউজ করতে হবে।
- ওয়েবসাইটের ঠিকানা: https://eboardresults.com/v2/home
- উপরোক্ত ওয়েবসাইটের লিংকটি কপি করে ব্রাউজারের অ্যাড্রেসবারে পেস্ট করে তা ব্রাউজ করুন।
- নিচের ছবির মত রেজাল্ট সার্চ ফরমের পাতাটি ওপেন হবে।
এবার সার্চ ফরমে সংশ্লিষ্ট পরীক্ষার্থীর কিছু তথ্য নির্বাচন করে আর কিছু তথ্য লিখে সবশেষে Get Result বাটনে ক্লিক করলে মার্কশিট সহ আলিম পরীক্ষার রেজাল্ট পাওয়া যাবে।
২০২৫ সালের আলিম রেজাল্ট পেতে সার্চ ফরমে নিম্নবর্ণিত তথ্যগুলো নির্বাচন/লিখুন।
- Examination: এখানে পরীক্ষার নাম নির্বাচন করুন। এখানে HSC/Alim/Equivalent নির্বাচন করুন।
- Year: এখানে পরীক্ষার বছর 2024 নির্বাচন করুন।
- Board: এখানে বোর্ডের নাম নির্বাচন করুন।
- Result Type: এখানে কোনো শিক্ষার্থীর ব্যক্তিগত ফলাফল পেতে রেজাল্ট টাইপ Individual নির্বাচন করুন। আলিম পরীক্ষার্থীর নিজ রেজাল্ট দেখতে এটা অবশ্যই নির্বাচন করতে হবে।
- Roll: এখানে পরীক্ষার্থীর রোল নম্বর ইংরেজী সংখ্যায় লিখুন। এক্ষেত্রে সঠিক রোল নম্বর লিখতে প্রবেশপত্র দেখুন।
- Registration: এখানে অবশ্যই পরীক্ষার্থীর রেজিস্ট্রেশন নাম্বার দিতে হবে। তা না হলে রেজাল্ট দেখা যাবে না।
- Security Key (4 digits): এই অপশনটি ক্যাপচা নামে পরিচিত। এখানে চার ইংরেজী সংখ্যা দেখা যাবে। এগুলো ভালোভাবে দেখে ডানের ফাঁকা বক্সে লিখতে হবে। এগুলো ভুল হলে এরর ম্যাসেজ দেখাবে।
- Get Result: সকল তথ্য সঠিকভাবে নির্বাচন ও লিখে সবশেষে Get Result বাটনে ক্লিক করুন। কয়েক সেকেন্ডের মধ্যে পেয়ে যাবেন আপনার কাঙ্খিত মার্কশিট সহ আলিম রেজাল্ট।
- সতর্কতা: রেজাল্ট প্রকাশের দিন সার্ভার ব্যস্ত থাকার কারণে, রেজাল্ট পেতে কিছুটা সমস্যা হতে পারে।
২০২৫ সালের প্রকাশিত আলিম পরীক্ষার রেজাল্ট (মার্কশিট সহ) দেখতে অসুবিধা হলে আমাদের লিখে জানান। তথ্যটি সবাইকে জানাতে সামাজিক মাধ্যমে শেয়ার করুন।
অনলাইনে রেজাল্ট দেখার নিয়ম
অনলাইনে দেখার নিয়ম যেমন এসএসসি, এইচএসসি, অনার্স বর্ষের রেজাল্ট দেখতে পারবেন নিয়ম প্রায় একই শুধু আপনার যেই এক্সাম এর রেজাল্ট দেখতে চান সেটা সিলেক্ট করতে হবে। আর এসএমএস এর মাধ্যমে দেখতে পারবেন কিছু অপশন চেঞ্জ হয়ে যাবে জেএসসি এসএসসি এইচএসসি এবং অনার্স এর ক্ষেত্রে। আমরা সেই নিয়মগুলো জেনে নেই।
মোবাইল এর মাধ্যমে-
JSC/SSC/HSCএর রেজাল্ট দেখার নিয়মঃ JSC/SSC/HSC পরে স্পেস দিয়ে যে বোর্ডের পরীক্ষা দিয়েছেন সেই বোর্ডের প্রথম বড় হাতের তিনটি অক্ষর লিখতে হবে। তারপর আবার স্পেস দিয়ে রোল নাম্বার তারপরে আবার স্পেস দিয়ে আপনি যে সালে পরীক্ষা দিয়েছেন ওই সাল উল্লেখ করতে হবে তারপর আপনি সেন্ট অপশনে ক্লিক করে মেসেজ পাঠিয়ে দিতে পারেন।
ধরুন আপনি ঢাকাতে পরীক্ষা দিয়েছেন ২০২৫ সালে, এবং আপনার রোল 256525। এখন আপনি যে কাজটি করবেন, তা নিচে উদাহরণ দিয়ে বুঝিয়ে দেওয়া হয়েছে শুধু আপনার যদি এসএসসি পরীক্ষা দিয়ে থাকেন তার জন্য বড় হাতের (SSC) লিখতে হবে।
উদাহরণঃ JSC/SSC/HSC DHA 256525 2024 লিখে Send to অপশনে ক্লিক করে পাঠিয়ে দিন মেসেজ।
অনার্স বর্ষের রেজাল্ট দেখার নিয়মঃ আপনাকে অনার্স বর্ষের রেজাল্ট দেখতে হলে আপনি কোন বর্ষে পরীক্ষা দিয়েছেন সেই বর্ষ উল্লেখ করতে হবে যেমন অনার্স তার জন্য বড় হাতে এইচ এখন আপনি যে ইয়ারে পড়েন সেক্ষেত্রে আপনাকে সেই ইয়ার সিলেট করতে হবে যেমনH1/H2/H3/H4 লিখতে হবে।
তাছাড়া পুরোটুকু মাস্টার্স রেজাল্ট দেখার নিয়মের মতোই আসুন সেগুলো উদাহরণসহ বুঝিয়ে দেই। এক্ষেত্রে ধরুন আপনি ন্যাশনাল ইউনিভার্সিটি থেকে অনার্স ফার্স্ট ইয়ারে পড়ছেন আপনার রোল 1642157 এখন আপনি যেটা করবেন-
উদাহরনঃ NU H1 1642157 লিখে 16222 নাম্বারে Send করতে হবে।
এভাবে আপনি আপনার রেজাল্ট দেখতে পারেন। অনলাইনের ক্ষেত্রে একই রকম অপশন গুলা একটু চেঞ্জ হবে। তবে আপনি ফর্ম দেখেই বুঝতেই পারবেন কোন অপশনে কি সিলেক্ট করে দেখাতে বলছে। সে অনুযায়ী আপনি সিলেক্ট করে সাবমিট করে দিলে আপনার রেজাল্ট শো করবে।
রেজাল্ট দেখার নিয়ম সম্পর্কে আমাদের মতামত
আপনারা এতক্ষণে নিশ্চয় আমাদের আজকের এই পোষ্ট থেকে মোবাইলে রেজাল্ট দেখার নিয়ম ও পরীক্ষার রেজাল্ট দেখার নিয়ম জানতে পেরেছেন। যদি আর্টিকেলটি পড়ে উপকৃত হয়ে থাকেন তাহলে এই পোষ্টটি আপনি আপনার সহপাঠীদের মাঝে শেয়ার করে দিতে পারেন। এতে করে তারাও রেজাল্ট দেখার নিয়ম সম্পর্কে জানতে পারবে। এমন আরও প্রয়োজনীয় ব্লগ পোষ্ট পড়তে আমাদের লার্ন-বিডি.কম নিয়মিত ভিজিট করার অনুরোধ রইলো ধন্যবাদ।