মৌজা কিভাবে বের করবো – মৌজা ম্যাপ অনুসন্ধান

মৌজা কিভাবে বের করবো – মৌজা ম্যাপ অনুসন্ধান প্রিয় পাঠক আপনি কি আপনার এলাকার জমির মৌজা ম্যাপ বের করতে চাচ্ছেন কিংবা মৌজা কিভাবে বের করবো সে সম্পর্কে বিস্তারিত তথ্য জানতে চান? যতই দিন যাচ্ছে ততই বাংলাদেশ সরকার জমা জমির হিসাব নিকাশের জন্য জনগণকে ডিজিটাল সুবিধা দিচ্ছে।

মৌজা কিভাবে বের করবো

কেননা যতই দিন দিন যাচ্ছে জমি-জমা সম্পর্কিত ঝামেলা বেড়েই চলেছে। তাই আপনার জমি জমার সকল বিষয় নিজে জানার চেষ্টা করুন এবং নিজেই সেগুলো যাচাই করে নিন। এজন্য আপনাকে কিছু বিষয় জানার প্রয়োজন আছে আপনার জায়গা কোন মৌজার মধ্যে অবস্থিত এটা আপনাকে জেনে নিতে হবে।

মৌজা হচ্ছে মূলত জমির এলাকায় অবস্থিত তার একটি নকশা বা ম্যাপ। তবে মৌজা বলতে সাধারণত গ্রামকে বোঝানো হয়ে থাকে। সম্পূর্ণ এলাকাকে মৌজা করে ভাগ ভাগ করার কারণে জমি জমা সম্পর্কিত যেকোনো সরকারি কাজ করতে সুবিধা হয়। 

সহজ ভাষায় মৌজা হচ্ছে নির্দিষ্ট কিছু জনবসতিকে ভাগ করে তাদের থেকে সুবিধা গ্রহণ ও সুবিধা প্রদানের মাধ্যম। অনেকেই আবার মনে করে যে গ্রাম ও মৌজা মনে হয় আলাদা। কিন্তু আমাদের এটা মনে রাখা উচিত যে গ্রাম ও যা মৌজা ও তাই এর মধ্যে কোনো প্রকার পার্থক্য নেই।

মৌজা কিভাবে বের করবো

আপনি আপনার জমির মৌজা ম্যাপ জানার জন্য অথবা আপনার জমিটি কোথায় অবস্থিত তা বের করার জন্য আপনাকে সরকারি অফিশিয়াল ওয়েবসাইট ব্যবহার করতে হবে। তাই আপনি কিভাবে মৌজা ম্যাপ বের করবেন তার সকল তথ্য আমরা আপনাদের ভালো ভাবে দেওয়ার চেষ্টা করবো।

যাতে করে আপনি নিজেই আপনার জমির মৌজা ম্যাপ বের করতে পারেন। তাহলে চলুন জেনে আসি কিভাবে মৌজা কিভাবে বের করা যায়। মৌজা ম্যাপ বের করার জন্য প্রথমে সর্বপ্রথম সরকারি অফিশিয়াল ওয়েবসাইট https://www.land.gov.bd ভিজিট করতে হবে।

ভূমি রেকর্ড ও ম্যাপ অপশন

এ ধরনের একটি ওয়েবপেইজ আপনার সামনে আসবে আপনি এবার “ভূমি রেকর্ড ও ম্যাপ অপশন” সিলেক্ট করবেন। 

আরো পড়ুনঃ-  ভূমি উন্নয়ন কর পরিশোধ অনলাইনে প্রদান করুন

মৌজা ম্যাপ

তারপরে আপনাকে মৌজা ম্যাপ সিলেক্ট করতে হবে।

মৌজা কিভাবে বের করবো

পরবর্তী পেইজে এধরনের একটি ওয়েবপেইজ আসবে। এরপর আপনি যে এলাকার মৌজা ম্যাপ দেখতে চান সেই এলাকার সঠিক তথ্য দিয়ে ফর্ম ফিলাপ করবেন। প্রথমে আপনাকে বিভাগ নির্বাচন করতে হবে এরপর জেলা, তারপর উপজেলা/সার্কেল, এরপর মৌজা সিলেক্ট করতে হবে।

তারপর আপনি সিট অনুযায়ী অথবা দাগ নং অনুযায়ী অনলাইন থেকে মৌজা বের করতে তা নির্ধারণ করে অনুসন্ধান করুন বাটনে ক্লিক করুন। আপনার যদি উপরের ফর্ম পূরণ করতে কোন সমস্যা হয় তাহলে নিচের উদহারণ সরূপ দেখুন।

উদহারণ সরূপঃ মৌজা ম্যাপের ফর্ম পূরণ

বিভাগঃ রাজশাহী, জেলাঃ রাজশাহী, উপজেলা/সার্কেলঃ বাঘা, সার্ভে টাইপঃ বি আর এস, মৌজাঃ ১৪৩ কলিগ্রাম, সিট অনুযায়ীঃ ১ অথবা দাগ নং অনুযায়ীঃ ২ 

অনুসন্ধান করুন বাটনে ক্লিক করুন তবেই আপনি আপনার জমির মৌজা দেখতে পারবেন।

মৌজা ম্যাপ অনুসন্ধান

emouza.com-এ মৌজা ম্যাপ অনুসন্ধান খুব সহজ এবং দ্রুত। নিম্নে ধাপে ধাপে প্রক্রিয়া বর্ণনা করা হলো:

ধাপ ১: ওয়েবসাইটে প্রবেশ

প্রথমে emouza.com এ যান এবং “মৌজা ম্যাপ অনুসন্ধান” বিভাগে ক্লিক করুন।

ধাপ ২: প্রয়োজনীয় তথ্য প্রদান

জমির ম্যাপ হোম পেজে আপনার জেলার নাম, উপজিলা এবং মৌজা নাম নির্বাচন করুন। সঠিক তথ্য প্রদান করলে আপনার জমির মৌজা ম্যাপ পাওয়া সহজ হবে।

ধাপ ৩: অনুসন্ধান ফলাফল

অনুসন্ধান সম্পন্ন হলে আপনার জমির মৌজা ম্যাপ স্ক্রিনে প্রদর্শিত হবে। আপনি এটি ডাউনলোড বা প্রিন্ট করতে পারবেন।

ধাপ ৪: জমির ম্যাপ pdf ডাউনলোড বা প্রিন্ট 

আপনার প্রয়োজন অনুযায়ী মৌজা ম্যাপ পিডিএফ ফরম্যাটে মৌজা ম্যাপ ডাউনলোড বা সরাসরি প্রিন্ট করুন।

মৌজা ম্যাপ pdf

মৌজা ম্যাপ পিডিএফ ডাউনলোড প্রক্রিয়া নিচে উল্লেখ করে দেয়া হলঃ

প্রথমে emouza.com ওয়েবসাইটে প্রবেশ করতে লগইন করতে হবে। লিংক ক্লিক করার পর ই-মৌজা ওয়েবসাইটটি লোড হতে কিছু সময় লাগতে পারে। যেহেতু এটি একটি ওয়েব অ্যাপ্লিকেশন, সাইটটি সম্পূর্ণ লোড হওয়া পর্যন্ত অপেক্ষা করুন।

একবার ওয়েবসাইট লোড হলে, বাম দিকের মেনু আইকনে ক্লিক করুন। মেনু থেকে লগইন অপশনটি নির্বাচন করুন। ই-মৌজায় লগইন করার জন্য নিচের দুটি পদ্ধতির যেকোনোটি বেছে নিতে পারেন। গুগল লগইন ব্যবহার করুন । সহজেই গুগল অ্যাকাউন্ট দিয়ে লগইন করতে পারেন, অথবা ইমেইল ব্যবহার করে লগইন। আপনার ই-মেইল ঠিকানা দিয়ে লগইন করুন।

আরো পড়ুনঃ-  মোবাইল ট্রেন টিকেট বুকিং - বাংলাদেশ রেলওয়ে টিকিট

ই-মেইল দিয়ে ই-মৌজাতে লগইন প্রসেস:

ইমেইল দিয়ে লগইন করতে হলে ইমেইল টি টাইপ করে Send Otp বাটন এ ক্লিক করতে হবে। এরপর ইমেইল থেকে Otp কোড টি ওয়েবসাইট এ বসিয়ে দিতে হবে। তাহলেই লগইন হয়ে যাবে।

১. জেলা, উপজেলা এবং ভূমি ধরন নির্বাচন

লগইন করার পর ই-মৌজা ওয়েবসাইটে প্রবেশ করুন। সেখানে আপনি একটি লিস্ট বা তালিকা দেখতে পাবেন, যেখানে জেলা, উপজেলা, এবং ভূমি বা জমির ধরন অনুযায়ী ফিল্টার করার অপশন রয়েছে।

২. মৌজা ম্যাপ pdf সিলেকশন

  • আপনার জেলা ও উপজেলা নির্বাচন করুন।
  • আপনার জমির জেলা, উপজেলা, এবং ভূমি ধরণ (বি এস, আর এস, সি এস, এস এ) নির্বাচন করে সঠিক মৌজা ম্যাপ অনুসন্ধান করুন।
  • জমির মৌজা ম্যাপ খুঁজতে জেলা ও উপজেলা নির্বাচন করে ফিল্টার করুন। 
  • মৌজা ম্যাপ অনুসন্ধান ফিচার ব্যবহার করে সহজে আপনার কাঙ্ক্ষিত শিট নম্বরটি খুঁজে নিন।

৩. শিট নাম্বার দিয়ে অনুসন্ধান

আপনার জমির দাগ নম্বর এবং শিট নম্বর থেকে সঠিক ম্যাপ নির্বাচন করুন। ই-মৌজা আপনাকে জমির দাগ নম্বর থেকে খতিয়ান এবং দাগ নম্বর দিয়ে জমির মালিকানা যাচাই করার সুযোগ দেয়।

৪. ডাউনলোড প্রক্রিয়া

মৌজা ম্যাপটি ডাউনলোড করতে গেলে, ম্যাপটির পাশে থাকা ডাউনলোড আইকনে ক্লিক করুন। ডাউনলোড করার জন্য পেমেন্ট পদ্ধতি নির্বাচন করুন।

৫. পেমেন্ট প্রক্রিয়া

  • ই-মৌজায় পেমেন্ট প্রক্রিয়া দ্রুত এবং সহজ।
  • বিকাশ, নগদ, রকেট ব্যবহার করে পেমেন্ট করুন।
  • পেমেন্ট নিশ্চিত হলে Pay & download বাটনে ক্লিক করুন।

৬. মৌজা ম্যাপ পিডিএফ ডাউনলোড করুন

পেমেন্ট সফল হলে, আপনার মৌজা ম্যাপটি ডাউনলোড লিংক হিসেবে প্রদর্শিত হবে। লিংকে ক্লিক করে Original (High Quality) মৌজা ম্যাপ আপনার ডিভাইসে সংরক্ষণ করুন।

জমির মৌজা ম্যাপ ডাউনলোড

আপনি যদি মৌজা ম্যাপের জমির নকশা ডাউনলোড চান তাহলে আপনার জমির সকল তথ্য দিয়ে ফরম পূরণ করার পর মৌজা ম্যাপের ছবি দেখতে পারবেন এরপর নিচে দেখতে পারবেন সার্টিফাইড কপি পেতে আবেদন করুন এই লেখাটির চাপ দিয়ে আপনার নিজের সকল তথ্য পেমেন্ট করতে হবে এরপর আপনার মৌজা ম্যাপের সার্টিফাইড কপি পাবেন।

আরো পড়ুনঃ-  সরকারি ভাবে বিদেশ যাওয়ার উপায় - বিদেশ যাওয়ার নিয়ম

মৌজা ম্যাপ তোলার নিয়ম

মৌজা ম্যাপ উত্তোলন করার জন্য এই লিংকে ক্লিক করলে নকশা ডাউনলোড করার অফিশিয়াল ওয়েবসাইট ওপেন হবে। এরপর আপনাকে নিচের মত করে তথ্য প্রবেশ করাতে হবে।

মৌজা ম্যাপ তোলার নিয়ম

1. বিভাগ সিলেক্ট করুন।

2. জেলা সিলেক্ট করুন।

3. উপজেলা/সার্কেল সিলেক্ট করুন।

4. মৌজা সিলেক্ট করুন।

5. সীট সিলেক্ট করুন। [কোনো মৌজা আয়তনে অনেক বড় আকারের হলে একটি কাগজে পুরো নকশা প্রিন্ট করা অসম্ভব হয় বিধায় বড় মৌজার নকশাকে কয়েকটি ভাগে ভাগ করে প্রিন্ট করা হয়।  এদের প্রত্যেকটিকে সীট বলা হয়। বর্তমানে কোন নির্দিষ্ট দাগের জমি মৌজা ম্যাপে কোন সীটের অন্তর্ভুক্ত তা সহজে জানতে পারবেন না।  সাধারণত প্রত্যেক মৌজা ম্যাপে সীট নম্বর থাকে। 

নির্দিষ্ট ম্যাপের সাঁট নম্বর জানতে হলে সেটেলমেন্ট অফিসে গিয়ে ম্যাপ বের করে সীট নম্বর দেখতে হবে অথবা অন্য কোন ভাবে জানতে হবে।  তবে যে সকল মৌজায় আর, এস জরিপ চলমান রয়েছে, সেখানকার খতিয়ানগুলোতে সিট নম্বর দেয়ার উদ্যোগ নেয়া হয়েছে।]

6. “অনুসন্ধান করুন” লেখায় ক্লিক করুন। সাঁট অনুযায়ী ছোট মৌজা ম্যাপ দেখতে পাবেন।

7. “সার্টিফাইড কপি পেতে ডাউনলোড অপশনে ক্লিক করুন।

8. লগইন করা না থাকলে আপনার ইমেইল আইডি দিয়ে ভেরিফিকেশন কমপ্লিট করে লগইন ক্রএ নিবেন।

ভেরিফিকেশন কমপ্লিট করে লগইন

9. “পরবর্তী ধাপ (পেমেন্ট)” লেখায় ক্লিক করুন। পেমেন্ট পরিশোধ করার একাধিক অপশন পাবেন।

মৌজা ম্যাপ তোলার পেমেন্ট

10. “Pay Now” লেখায় ক্লিক করুন।

মৌজা ম্যাপ তোলা

11. “yes” লেখায় ক্লিক করে পেমেন্ট বিকাশে পরিশোধ করে তাদের হোয়াটস অ্যাপে লাস্ট ডিজিট নম্বর কিংবা স্ক্রিনশট পাঠাতে হবে তাহলেই তারা আপনার হোয়াটস অ্যাপে ফাইলটি পাঠিয়ে দেবে। 

মৌজা ম্যাপ সম্পর্কে আমাদের মতামত

আশা করি আপনি আমাদের পোস্টটি পড়ে মৌজা কিভাবে বের করবো এবং মৌজা ম্যাপ অনুসন্ধান কিভাবে করবেন তাজানতে পেরেছেন। যদি আর্টিকেলটি পড়ে উপকৃত হয়ে থাকেন তাহলে এই পোষ্টটি আপনার পরিচিতদের মাঝে শেয়ার করে দিতে পারেন। এতে করে তারাও মৌজা কিভাবে বের করবো সেই সম্পর্কে জানতে পারবে। এমন প্রয়োজনীয় ব্লগ পড়তে লার্ন-বিডি.কম ভিজিট করার অনুরোধ রইলো ধন্যবাদ।

Leave a Comment