মোবাইল নাম্বার ট্র্যাকিং সফটওয়্যার – নাম্বার লোকেশন app

মোবাইল নাম্বার দিয়ে লোকেশন ট্র্যাক জানতে হলে এই অ্যাপটি দেখুন আর ভাল করে পড়ুন। মোবাইল নাম্বার থেকে লোকেশন বের করার কিছু টিপস এন্ড ট্রিকস আমরা আপনাদের এই অ্যাপটির মাধ্যমে জানাবো। অনেক সময় আমাদের মোবাইল নাম্বার থেকে লোকেশন রে করা জরুরী হয়ে উ্ঠে। মোবাইল নাম্বার লোকেশন জানতে হলে আমাদের কিছু সফটওয়্যার এর প্রয়োজন। 

মোবাইল নাম্বার ট্র্যাকিং সফটওয়্যার

এই সফটওয়্যার গুলো সর্ম্পকে আমরা আপনাদের ধারনা দিব এবং কিছু ট্রিপস এন্ড ট্রিকস আপনাদের জানাবো। আপনারা অনেকেই ভাবতে পারেন নাম্বার থেকে মোবাইল লোকেশন বের করা কিভাবে সম্ভব। নাম্বার লোকেশন ট্রেক করার কিছু মোবাইল টিপস রয়েছে যা আপনারা আামাদের এই অ্যাটিতে জানতে পারবেন। মোবাইল নাম্বার জানা থাকলে আমরা কল রেকর্ড বের করতে পারবে। 

উপস্থাপনা

আপনি কি হারানো মোবইল খুজে বের করার জন্য মোবাইল নাম্বার ট্র্যাকিং সফটওয়্যার নিয়ে জানতে আগ্রহী? আপনি যদি আপনার মোবাইল ফোনে অ্যান্ড্রয়েড ডিভাইজ ম্যানেজার ইনস্টল করে রাখেন তাহলে আপনার হারানো মোবাইল টিকে লক করতে পারবেন। শুধু ফোন লক করা নয় আপনি ফোন লক করার পাশাপাশি নতুন পাসওয়ার্ড ও যোগ করতে পারবেন। মোবাইল রিপিয়ারিং এর সহযোগীতা যদি এই চোর না নিয়ে থাকে তাহলে আপনি অবশ্যই আপনার ফোন পেয়ে যাবেন। 

এন্ড্রয়েড গুরু যারা তারা তাদের মোবাইল হারিয়ে গেলে ও তা বের করে নিয়ে আসতে পারবে খুব সহজেই। এন্ড্রয়েড গুরু হবার জন্য আপনারা মোবাইল ট্রিপস এন্ড ট্রিকস অ্যাপটি ব্যবহার করতে পারেন। আপনার কাছে যদি আপনার ফোন নাম্বার ও আইএমইআই নাম্বার কালেক্ট বা মনে থাকে তাহলে সেক্ষেত্রে মোবাইল নাম্বার লোকেশন জেনে নেওয়াটা অনেক সহজ হবে।

আপনার লোকেশন বিভিন্ন কারনে বের করার দরকার পড়ে যায়। এক্ষেত্রে করনীয় কি আমরা হয়তো অনেকেই জানি না। অচেনা নাম্বার থেকে কখনও মোবাইলে কল আসলে আমরা বিরক্তি হয়ে যায় যে কে না কে কল দিচ্ছে সেটা জানার জন্য সাথে সাথে তার লোকেশন জানতে চাই। অনেক সময় দেখা যায় যে  আমাদের মোবাইল হারিয়ে গেলে নিজে নিজে মোবাইল নাম্বার দিয়ে লোকেশন বের করার চেষ্ঠা করি। অনেকে আবার অবৈধ কাজ করার লক্ষ্যে মোবাইল লোকেশন ট্র্যাক করে থাকে। 

একজন মানুষের অনুমতি ব্যতিত আপনি যদি তার লোকেশন বের করার চেষ্ঠা করেন তাহলে সেটি আপনার জন্য দন্ডনীয় অপরাধ। আমাদের মাঝে এমন অনেকেই আছেন যারা অসৎ কাজ করার উদ্দেশ্য নিয়ে মোবাইল নাম্বার দিয়ে লোকেশন বের করার চেষ্ঠা করে, তাই প্রতিটি দেশেই লোকেশন ট্র্যাকিং নিরপত্তা আইন রয়েছে।

আরো পড়ুনঃ-  ট্রেডমার্ক কি - ট্রেডমার্ক করার নিয়ম

যারা মূলত টেলিফোন অপারেটর রয়েছেন তারা চাইলেই শুধুমাত্র মোবাইল নাম্বার দিয়েই যেকোন ব্যক্তির খুব সহজেই লোকেশন বের করতে ফেলতে পারে। কিন্তু মজার বিষয় হচ্ছে তারা তারা কখনোই অন্য কারও তথ্য আপনাকে দিতে বাধ্য নয়। এটি কেবমাত্র আইনের কাজে এটি ব্যবহার করে। 

মোবাইল নাম্বার ট্র্যাকিং সফটওয়্যার

এখন সিম নম্বর লোকেশন ট্র্যাকিং করার বিভিন্ন ধরণের সফটওয়্যার রয়েছে। কিন্তু আমরা চাইলেই সে সকল সফটওয়্যার ব্যবহার করতে পারবো না বা করা উচিত নয়। কেননা কিছু সফটওয়্যার রয়েছে যেগুলো আমাদের জন্য ব্যক্তিগত তথ্য চুরি হয়ে যেতে পারে, তাই সেগুলো সফটওয়্যার ব্যবহার করা আমাদের জন্য বিপদজনক হতে পারে। 

কয়েকটি ভালো লোকেশন ট্র্যাকিং সফটওয়ার রয়েছে সেগুলো সম্পর্কে আজকে আমরা আপনাদের জানাবো। তাহলে আসুন কথা না বাড়িয়ে মোবাইল নাম্বার ট্র্যাকিং সফটওয়্যার নিয়ে বিস্তারিত জেনে নেওয়া যাক।

1. Phone Tracker By Number 

এই অ্যাপটি মূলত একটি সিম লোকেশন ট্র্যাকার সফটওয়্যার যার মাধ্যমে অনেক তারা দ্রুত একটি নাম্বার লোকেশন নির্ভুলভাবে বের করতে সক্ষম। এই সফটওয়্যারটি বিশেষ করে অভিভাবকদের জন্য তৈরি করা হয়েছে যাতে তারা খুব সহজে তাদের ছেলে-মেয়ের লোকেশন ট্র্যাকিং করতে পারে।  

আপনি এখানে আপনার বাচ্চাদের নাম্বার ইনপুট দিয়ে রাখবেন, এখানে আনলিমিটেড নাম্বার ইনপুট দেওয়া যায়।যখন আপনার বাচ্চারা বন্ধুদের সাথে বাইরে বের হয়, খেলতে যায় কিংবা স্কুলে যায় তখন তাদের অবস্থান জানার জন্য অ্যাপটি আপনাকে অনেক হেল্প করবে। এটি GPS location tracking এর মাধ্যমে আপনার বাচ্চা এখন কোথায় আছে তা সরাসরি দেখাবে এবং কোথায় কোথায় গিয়েছিল এসব তথ্য সেভ করে রাখবে।

তাছাড়াও নম্বরের বিবরণ, বর্তমান অবস্থান, জিপিএসের মাধ্যমে অবস্থান, অবস্থানের ইতিহাস ইত্যাদি তথ্য আপনারা মোবাইল নাম্বার দিয়ে লোকেশন বের করার এই এপস থেকে জানতে পারবেন।

আপনি এই সফটওয়্যারটি ফ্রি এবং পেইড উভয় ভার্সন ব্যবহার করতে পারবেন।

2. CallerSmart: Caller ID + Block 

যারা মূলত আইফোন ব্যবহার করেন তাদের জন্য দুর্দান্ত একটি লোকেশন ট্র্যাকিং অ্যাপ্লিকেশান।  

কলারস্মার্ট সফটওয়্যারটি আপুনি যদি আইফোন কিংবা আইপেডে ইন্সটল করে থাকেন তাহলে সেই সুবিধাটি পাবেন সেটা হল অপরিচিত নাম্বার থেকে কল আসলে সেই নাম্বারের পরিচয় এবং লোকেশন দেখতে পারবেন। 

আরো পড়ুনঃ-  এক্সেল এর কাজ কিভাবে করতে হয়

এছাড়াও আপনারা এই সফটওয়্যার ব্যবহারের আরেকটা বিশেষ সুবিধা পাবেন সেটা হল হলো আপনার মোবাইল নাম্বার কেউ যদি এখানে সার্চ করে থাকে তাহলে তার সকল তথ্য আপনাকে যথাসময়ে দিয়ে দিবে।

এই সফটওয়্যারটি আপনি আপনার আইফোনের apple app store থেকে কোন ফি ছাড়াই ইন্সটল করে নিতে পারবেন। তবে এর কিছু একচেটিয়া বৈশিষ্ট্য ব্যবহার করার জন্য আপনাকে পেইড সাবস্ক্রিপশন কিনে ব্যবহার করতে হবে।

3. Mr. Number Lookup & Call Block

এই এপসটিতে আপনি একটি নাম্বার দিয়ে সার্চ করার সাথে সাথে আপনি জানতে পারবেন নাম্বারটা স্ক্যামার নাম্বার কিনা। তাছাড়া উক্ত নাম্বার যেটি আপনি সার্চ করেছেন সেটি সম্পর্কে অন্যের মন্তব্য আপনি পড়তে পারবেন এই অ্যাপ্লিকেশান ব্যবহার করে। 

সুতরাং, লোকটি যদি প্রতারক হয়ে থাকে তাহলে খুব সহজেই আপনি কমেন্ট পড়ে বুঝে ফেলবেন। তাছাড়া, আপনি চাইলে যেকোনো নাম্বার সরাসরি অ্যাপ থেকে ব্লক করে দিতে পারবেন। এটি আপনি একদম ফ্রিতে ডাউনলোড করে ব্যবহার করতে পারবেন এটি ডাউনলোড করার জন্য আপনাকে আলাদা ভাবে টাকা পে করা লাগবে না। 

4. Truecaller App

সিম নাম্বার দিয়ে লোকেশন বের করার আরেকটি সবচেয়ে জনপ্রিয় সফটওয়্যার হচ্ছে Truecaller মোবাইল অ্যাপ। আপনারা চাইলে এই সফটওয়্যার ব্যবহার করতে পারেন। এটি এন্ড্রয়েড এবং আইফোন উভর ডিভাইসে ব্যবহার করা যায়। এই অ্যাপটি মোবাইলে ইনস্টল করা থাকলে আপনার মোবাইলে কল কিংবা এসএমএস আসলে উক্ত কল দাতা বা এসএমএস দাতার নাম স্ক্রিনে দেখা যাবে। 

যদি অচেনা (unknown) নাম্বার থেকে কল আসে তাহলে কোন লোকেশন থেকে কল এসেছে এবং যিনি কল দিয়েছেন তার নামসহ দেখে নিতে পারবেন। তাছাড়া এই অ্যাপ ব্যবহার করে আপনার মোবাইলে আসা গুরুত্বপূর্ন ম্যাসেজ এর পাশাপাশি স্পাম মেসেজ আলাদাভাবে দেখতে পারবেন। বলা যায় এটিও আপনার জন্য খুব অসাধারন একটি সুবিধা।

5. Spyic

mobile number দিয়ে location বের করার জন্য আপনি ব্যবহার করতে পারেন Spyic নামক অ্যাপটি। কিন্তু, প্রথমেই বলে রাখি এটি ব্যবহার করতে গেলে আপনাকে পেইড সাবস্ক্রিপশন কিনতে হবে। এটি লোকেশন বের করার জন্য এক কথায় একটি অসাধারন অ্যাপ।

Spyic নাম্বার লোকেশন সফটওয়্যার এর মাধ্যমে শুধুমাত্র লোকেশন ট্র্যাকিং নয় বরং আপনি চাইলে এই অ্যাপের সাহায্যে, ফোনের কল তালিকা, পরিচিতি, বার্তা, ব্রাউজিং ইতিহাস ও বিভিন্ন সোশ্যাল মিডিয়া অ্যাপ দেখে নেওয়া যাবে খুব সহজেই।

আরো পড়ুনঃ-  কিভাবে রাউটার সেটআপ দিতে হয় - রাউটার ব্যবহার করার নিয়ম

গুগল ম্যাপে মোবাইল লোকেশন বের করার উপায়

আপনি কি গুগল ম্যাপে মোবাইল লোকেশন বের করার উপায় জানতে চাইছেন? Google Maps-এ নাম্বার দিয়ে লোকেশন ট্র্যাক করব কিভাবে এই যদি জেনে না থাকেন তাহলে এই অংশটুকু পড়ে জেনে নিন। 

নিচের স্টেপগুলো ফলো করুনঃ

  • ধাপ-১: আপনি যে মোবাইলটি লাইভ ট্র্যাকিং করতে চাচ্ছে সে মোবাইল দিয়ে প্রথমে Google Maps অ্যাপ-এ প্রবেশ করতে হবে।
  • ধাপ-২: এরপরে খেয়েল করে দেখবেন উপরে ডানপাশে নিজের একাউন্ট রয়েছে সেখানে ক্লিক করলে বিভিন্ন অপশন পেয়ে যাবেন। 
  • ধাপ-৩: সেখানে একটি আপশন রয়েছে নাম হল “Location Sharing” এই অপশনটি সিলেক্ট করতে হবে তারপরে  Share Location বাটনে ক্লিক করে দিতে হবে। 
  • ধাপ-৪: “Share your real-time location” অপশনটিকে Until your turn this off সেট করে দেওয়া লাগবে তাহলে এক্ষেত্রে যতক্ষন না পর্যন্ত আপনি এটি বন্ধ করবেন ততক্ষন এটি চলমান থাকবে।
  • ধাপ-৫: আপনার লোকেশন যেকোনো একটি মাধ্যমে শেয়ার করে দিতে হবে। আপনি চাইলে মোবাইল নাম্বার, ইমেইল, মেসেঞ্জার, টেলিগ্রাম, হোয়াটসএপ, ইত্যাদি মাধ্যমে শেয়ার করতে পারেন।

পরিশেষে করণীয় হচ্ছে মোবাইল নাম্বারে লোকেশন শেয়ার করতে চাইলে আপনাকে ডানদিকে স্ক্রল করা লাগবে তারপরে More অপশন খেয়াল করবেন সেখানে ক্লিক করে উপরের বক্সে আপনার নিজের মোবাইল নাম্বার দিতে হবে। তারপরে খেয়াল করবেন সেই নাম্বারে একটি Live Location Link চলে যাবে। তখন আপনি যদি সেই লিংক-এ ক্লিক করেন তাহলে তার লাইভ লোকেশন দেখতে পারবেন।

ট্র্যাকিং সফটওয়্যার সম্পর্কে লেখকের মতামত

আশা করছি মোবাইল নাম্বার দিয়ে লোকেশন বের করার এপস সম্পর্কে আপনারা একটি ধারনা পেয়েছেন। উপরে উল্লিখত এপসগুলোর মাধ্যমে আপনি শুধু মোবাইল নাম্বার দিয়ে যে কারো লোকেশন জানতে পারবেন। তবে, আমাদের মাঝে এমন অনেকেই আছেন যারা গুগল ম্যাপের মধ্যে লোকেশন দেখতে চাই তাদের ক্ষেত্রে করনীয় হচ্ছে parental control সফটওয়্যারটি ব্যবহার করতে হবে।

সেক্ষেত্রে আপনি যার লোকেশন বের করতে চাচ্ছেন তার মোবাইলে সাথে আপনার মোবাইল আগে থেকে সংযুক্ত করে নিতে হবে। সেটি আপনার বাচ্চা অথবা আপনার গার্লফেন্ড/বয়ফেন্ড এর উপর নজরদারী করার জন্য খুব কার্যকরী।

এই পোষ্টটি শেয়ার করে আপনার বন্ধুদের মাঝে শেয়ার করে তাদেরকেও মোবাইল নাম্বার ট্র্যাকিং নিয়ে জরুরি পোষ্টটি জানানোর সুযোগ করে দিতে পারেন। আজকে আমরা আপনাদের মাঝে মোবাইল নাম্বার ট্র্যাকিং সফটওয়্যার নিয়ে বিস্তারিত তথ্য আলোচনা করলাম। এমন আরও প্রয়োজনীয় তথ্যমূলক ব্লগ পোষ্ট পড়তে আমাদের এই সাইটটি নিয়মিত ভিজিট করার জন্য বিশেষ অনুরোধ রইলো ধন্যবাদ।

Leave a Comment