বাংলা থেকে ইংরেজি অনুবাদ কিভাবে করবেন

বাংলা থেকে ইংরেজি অনুবাদ করতে চাচ্ছেন কিন্তু কিভাবে বাংলা টু ইংলিশ ট্রান্সলেট করতে হয় জানেন না? আজকের এই পোস্টে আপনাদের সাথে বাংলা থেকে ইংরেজি অনুবাদ কিভাবে করবেন এই বিষয় নিয়ে বিস্তারিত আলোচনা করবো।

বাংলা থেকে ইংরেজি অনুবাদ কিভাবে করবেন

অনেকেই বাংলা ভাষা থেকে ইংরেজি ভাষায় বিভিন্ন লেখা অনুবাদ করতে চান। কিন্তু, সঠিক পদ্ধতি না জানার কারণে অনুবাদ করতে পারেন না। ট্রান্সলেট করে সহজেই আমরা ইংরেজি শিখতে পারি। তো চলুন, কিভাবে বাংলা থেকে ইংরেজি ভাষায় যেকোনো বাক্য অনুবাদ করতে হয় জেনে নেয়া যাক।

বাংলা থেকে ইংরেজি অনুবাদ কিভাবে করবেন

বাংলা থেকে ইংরেজি ভাষায় অনুবাদ করার কয়েকটি উপায় রয়েছে। বাংলা ভাষার যেকোনো লেখা ইংরেজি ভাষা করতে চাইলে নিম্নোক্ত পদ্ধতিগুলো অনুসরণ করতে পারেন।

উপরোক্ত ৪টি পদ্ধতি ব্যবহার করে অনেক সহজেই যেকোনো বাংলা লেখাকে ইংরেজিতে রুপান্তর করতে পারবেন। 

গুগল ট্রান্সলেটর ওয়েবসাইট 

গুগল ট্রান্সলেটর ওয়েবসাইট ব্যবহার করে বাংলা থেকে ইংরেজিতে অনুবাদ করার জন্য প্রথমেই আপনাকে ভিজিট করতে হবে translate.google.com ওয়েবসাইট। এরপর, বাম দিকের ড্রপ-ডাউন মেনু থেকে Bengali সিলেক্ট করতে হবে। অতঃপর, ডান দিকে ইংরেজিতে সিলেক্ট করা থাকবে বা সিলেক্ট করে দিতে হবে।

তারপর, বাম দিকে বাংলা লিখলে ডান দিকে উক্ত লেখার ইংরেজি দেখতে পাবেন। এভাবে করে যেকোনো বাংলা লেখাকে গুগল ট্রান্সলেট ওয়েবসাইট ব্যবহার করে ইংরেজিতে অনুবাদ করে নিতে পারবেন। কোনো শব্দের ইংরেজি অর্থ জানা না থাকলেও এই ওয়েবসাইট থেকে জেনে নিতে পারবেন।

গুগল ট্রান্সলেটর অ্যাপ 

বাংলা থেকে ইংরেজি অনুবাদ app গুলোর মাঝে সবথেকে সেরা অ্যাপ হচ্ছে গুগল ট্রান্সলেটর অ্যাপ। এই অ্যাপটি ব্যবহার করে পৃথিবীর প্রায় সব ভাষাকেই অনুবাদ করতে পারবেন। গুগল ট্রান্সলেটর অ্যাপ ব্যবহার করার জন্য প্রথমেই গুগল প্লে স্টোর বা অ্যাপ স্টোর ওপেন করতে হবে। এরপর, Google Translator লিখে সার্চ করতে হবে।

তারপর, অ্যাপটি ইন্সটল করে নিতে হবে। অ্যাপ ইন্সটল হয়ে গেলে অ্যাপটি ওপেন করে আপনি যে ভাষাকে অনুবাদ করতে চাচ্ছেন সেটি সিলেক্ট করতে হবে। উদাহরণ হিসেবে, আমি যদি বাংলাকে ইংরেজিতে অনুবাদ করতে চাই, তাহলে বাংলা সিলেক্ট করবো। এরপর, বাংলা থেকে কোন ভাষায় অনুবাদ করতে চাই সেটি সিলেক্ট করে দিবো।

ঠিক এভাবে করে ভাষা সিলেক্ট করে দিয়ে আপনি একটি ভাষা থেকে অন্য ভাষায় অনুবাদ করতে পারবেন। বাংলা থেকে ইংরেজি অনুবাদ করার সবথেকে সেরা মাধ্যম হচ্ছে এটি। অ্যাপটি ব্যবহার করে শুধু লেখাই নয়, আপনি চাইলে ভয়েস অন করে কথা বলেও সেটি অনুবাদ করে নিতে পারবেন।

ডিকশনারি অ্যাপ ব্যবহার করে

ডিকশনারি অ্যাপ ব্যবহার করে বাংলা শব্দের ইংরেজি অর্থ, ইংরেজি শব্দের বাংলা অর্থ শিখতে পারবেন। এছাড়াও, পাশাপাশি আপনি চাইলে বাংলা ভাষার যেকোনো লেখাকে ইংরেজি ভাষায় অনুবাদ করতে পারবেন ডিকশনারি অ্যাপ ব্যবহার করেই। গুগল প্লে স্টোর গিয়ে Dictionary লিখে সার্চ করলে অনেক ডিকশনারি অ্যাপ খুঁজে পাবেন।

যেকোনো একটি অ্যাপ ইন্সটল করে বাংলা থেকে ইংরেজি অনুবাদ করতে পারবেন। অধিকাংশ সময় এসব ডিকশনারি অ্যাপ ব্যবহার করার জন্য ইন্টারনেট কানেকশন প্রয়োজন হয়। তবে, আপনি চাইলে এসব অ্যাপ অফলাইনে ব্যবহার করতে পারবেন। এজন্য, বাংলা ভাষার ডিকশনারি ডাউনলোড করে রাখতে হবে অ্যাপের ভিতর থেকে। এরপর, আপনি চাইলে অফলাইনেও এই অ্যাপ ব্যবহার করে যেকোনো বাংলা লেখাকে ইংরেজি লেখাতে অনুবাদ করতে পারবেন।

আরো পড়ুনঃ-  কোন বিষয়ে পড়লে কি হওয়া যায়

বাংলা থেকে ইংরেজি অনুবাদ অনুশীলন

  1. সে নিজেই এক কাপ চা তৈরি করল- He made himself a cup of tea.
  2. সে তার নিজের জন্য একটি নতুন ব্লাউজ তৈরি করল-She made a new blouse for herself.
  3. সূর্য আমাদেরকে উষ্ণ রাখে-The sun keeps us warm.
  4. শত্রুদের হাত থেকে তারা আমাকে রক্ষা করেছিলেন-They protected me from my enemies.
  5. লোকেরা রিচার্ডকে রাজপদে অভিষিক্ত করল-People crowned Richard king.
  6. লোকটি সুহাসকে বোকা বলে প্রমাণ করেছিল-The man Proved Suhash (to be) a fool.
  7. রাহেলা আমার জন্য একটা কলম আনল-Rahela got a pen for me.
  8. আমাদেরকে আটক করা হয়েছিল।- We were detained.
  9. মেয়েটি একটি নতুন ফ্রক তৈরি করেছিল-The girl had a new frock made.
  10. ব্যবস্থাপনা কমিটি জনাব আহমেদকে প্রধান শিক্ষক নিয়োগ করল-The Managing committee appointed Mr Ahmed Headmaster.
  11. বিচারক বন্দীকে মুক্তি দিলেন-The judge set the Prisoner free.
  12. বালকেরা ব্যাঙগুলিকে ঢিল ছুঁড়ে মেরেছিল-Boys threw stones at the frog.
  13. প্রিন্সিপাল সাহেব আমাদের অপেক্ষমান রেখেছিলেন-The principal kept us waiting.
  14. নিজেকে প্রস্তুত কর-Get yourself ready.
  15. দাদাজান আমাদের একটি মজার গল্প বলেছিলেন –Grandfather told us a funny story.
  16. তোমার সাফল্যের জন্য আমি তোমাকে অভিনন্দন জানাই-I congratulate you on your success.
  17. তোমার এরকম অন্যায় করার কথা চিন্তা করা উচিত নয়- You should not think of doing such a wrong.
  18. তুমি কি ধাক্কা দিয়ে দরজা খুলতে পার?-Can you push the door open
  19. তুমি কি তাকে চিৎকার করতে শুনেছিলে? Did you hear him shouting?
  20. তিনি বইটি ছাপিয়ে নিয়েছিলেন- He got the book printed

বাংলা থেকে ইংরেজি অনুবাদ বই pdf

আপনি হয়তো আপনার স্পোকেন ইংলিশ-এর সমস্যা নিয়ে চিন্তা করছেন। কিন্তু কোনো সমাধান খুঁজে পাচ্ছেন না। এই ক্ষেত্রে আপনি কিন্তু একা না, আপনারই মত আরো অনেক মানুষ স্পোকেন ইংলিশ নিয়ে সমস্যায় আছে।

বাংলা থেকে ইংরেজি অনুবাদ বইটি এমনভাবে তৈরি করা হয়েছে যেন আপনি কোন প্রকার গ্রামারের চিন্তা না করেই দৈনিক জীবনে খুব সহজেই ইংরেজিটা বলতে পারেন। এছাড়াও এই বইটি আপনাকে সম্পূর্ণ নির্দেশনা দিবে কীভাবে আপনি ইন্টারভিউ কিংবা প্রেজেন্টেশনে ইংরেজিতে কথা বলবেন। সম্পূর্ণ ফ্রি এই বইটি শেষ করার পরে স্পোকেন ইংলিশে আপনি অনেকটা দক্ষ হয়ে উঠবেন।

কাদের জন্য এই বইটি?

  • যারা প্রবাসী, অল্প অল্প ইংরেজি জানে। আরো জানা দরকার।
  • দৈনন্দিন জীবনে ছোট-খাট ইংরেজির মাধ্যমে একে অন্যের সাথে কথা বলা।
  • আমরা যারা স্পোকেন ইংলিশ শিখতে চাই কিন্তু কোথা থেকে শুরু করবো তা বুঝে উঠতে পারছি না।
  • আমরা যারা অন্যের সামনে ইংরেজিতে কথা বলতে ভয় পাই।
  • শুধুমাত্র ইংরেজিতে কথা বলতে না পারার কারণে আমরা যারা প্রেজেন্টেশনে ভালো করতে পারছি না।

আমরা যারা গ্রামার রুলস এর সাহায্য ছাড়াই ইংরেজি চর্চা করতে চাই।

সুতরাং বন্ধুরা, উপরে দেয়া ডাউনলোড বাটনে ক্লিক করে বাংলা থেকে ইংরেজি অনুবাদ pdf সম্পূর্ণ ফ্রিতে এই বইটি ডাউনলোড করে নিন। 

বাংলা থেকে ইংরেজি অনুবাদ প্রশ্ন

আপনি কি দয়া করে আমাকে সময়টা বলতে পারবেন? – Can you tell me the time, please?

আরো পড়ুনঃ-  জলবায়ুর উপাদান গুলো কি কি বিস্তারিত জানুন

তোমাকে একটা প্রশ্ন করতে পারি? – Could I ask you a question?

আমি তোমাকে আমার ভাইকে সাহায্য করার জন্য বলতে পারি? – Could I ask you to help my brother?

আপনি কি আমাকে আমার চাবি খুঁজে পেতে সাহায্য করবেন? – Could you help me find my keys?

আপনি কি আমাকে সাহায্য করতে পারবেন? – Could you help me?

আপনি কি দয়া করে আমার সাথে যাবেন? – Could you please go with me?

তুমি কি দয়া করে আমাকে আমার বাড়ির কাজটা করতে সাহায্য করবে? – Could you please help me with the homework?

আপনি কি আমাকে হাসপাতালে যাওয়ার পথটি দেখাতে পারবেন? – Could you show me the way to the hospital, please?

দয়া করে আমাকে বানানটা বলবেন? – Could you spell that for me, please?

আপনি কি দয়া করে আমাকে সময়টা বলতে পারবেন? – Could you tell me the time please?

আমি কি পরিষ্কার বুঝতে পারলাম? – Do I make myself clear?

তুমি কি নিয়মিত ব্যায়াম কর? – Do you exercise regularly?

আপনাদের দ্বাররক্ষী আছে? – Do you have a concierge?

আমার সাথে আপনার কি কোন কাজ আছে? – Do you have any business with me?

আপনার কোনো প্রশ্ন আছে? – Do you have any questions?

তোমার কাছে কি খুচরা আছে? – Do you have change?

আপনি কি জানেন পোস্ট অফিস’টা কোথায়? – Do you know where the post office is?

এখন তাকে ডাকলে তোমার কি সমস্যা আছে ? – Do you mind calling him now?

আপনার কি আমার সাথে খেলতে অসুবিধা আছে ? – Do you mind playing with me?

কিছুক্ষণ অপেক্ষা করলে তোমার কি অসুবিধা আছে ? – Do you mind waiting for some time?

তোমাকে কি আজ কলেজে যেতে হবে? Have you gone to college today?

তুমি জান কি তিনি কে?- Do you know who he is?

তুমি কি বলতে পার তিনি কোথায়?- Can you say where he is?

তুমি কি চাও আমি এখানে থাকি- Do you wish me to stay here?

তুমি কি করে তা জানতে পারলে?- How did you come to know that?

বাংলা থেকে ইংরেজি অনুবাদ apps

আমাদের সারা পৃথিবীতে 1.5 মিলিয়ন এর ও বেশি মানুষ ইংরেজি ভাষায় কথা বলে থাকে। এক্ষেত্রে আমরা যারা বাংলা ভাষার মানুষ। তাদের বিভিন্ন সময় ইংরেজি ভাষাকে অনুবাদ করার দরকার হয়।  এছাড়া আমরা যারা অনলাইনে বিভিন্ন সেক্টরে কাজ করি। তখন সেই কাজ গুলো সঠিকভাবে সম্পাদন করার জন্য বিদেশী বিভিন্ন ক্লাইন্টের সাথে কথা বলার সময় ইংরেজি ভাষাগুলোকে অনুবাদ করতে হয়। 

এছাড়াও রয়েছে স্কুল-কলেজের স্টুডেন্টদের ইংরেজি পড়ার সঙ্গে সঙ্গে বাংলা অর্থ জানানোর সময় বাংলাতে অনুবাদ করতে হয়। যাতে করে স্টুডেন্টরা সহজেই ইংরেজি গুলোর বাংলা অর্থ বুঝতে পারে।  এজন্য মূলত আজকের তৈরি করা হয়েছে। যাতে করে, সকলেই কোন প্রকার ঝামেলা ছাড়া ইংরেজি থেকে বাংলা অনুবাদ apps নিজের মোবাইলে ডাউনলোড করে নিতে পারে। 

কিভাবে ইংরেজি থেকে বাংলা অনুবাদ অ্যাপস ব্যবহার করে, কাজ করবেন এবং কোথায় থেকে ডাউনলোড করবেন সে বিষয়ে আজকে বিস্তারিত তথ্য দেব।  বর্তমান সময়ে আপনারা যারা এন্ড্রয়েড মোবাইল ব্যবহার করেন। সেই মোবাইলের গুগল প্লে স্টোরে গিয়ে ট্রান্সলেটার লিখে সার্চ করলে, আপনারা অসংখ্য পরিমাণের অনুবাদক অ্যাপস পেয়ে যাবেন। 

আরো পড়ুনঃ-  মোবাইলে রেজাল্ট দেখার নিয়ম - পরীক্ষার রেজাল্ট দেখার নিয়ম

তবে তার মধ্যে ভালো অ্যাপ কোন গুলো, যা দ্বারা আপনারা সহজেই যে কোন ভাষার অনুবাদ করতে পারবেন। সেগুলোর নাম হয়তো আপনারা জানেন না। তাই আমরা আপনাদের সুবিধার্থে ইংরেজি থেকে বাংলা অনুবাদ apps এর নাম গুলো জানিয়ে দেব। 

উক্ত ইংরেজি থেকে বাংলা অনুবাদ apps গুলো একদম বিনামূল্যে ডাউনলোড করে নিতে পারবেন, গুগল প্লে স্টোর থেকে। 

গুগল ট্রান্সলেট – (Google translate)

আমাদের পৃথিবীতে সবথেকে সেরা ট্রান্সলেট অ্যাপস হলো গুগল ট্রান্সলেটর। গুগল ট্রান্সলেট এমন একটি মোবাইল অ্যাপস যার মাধ্যমে আপনারা একশোর বেশি ভাষায় অনুবাদ করার সুযোগ পাবেন। 

আর গুগল প্লে স্টোরে এটি সকল অ্যান্ড্রয়েড মোবাইলের জন্য ফ্রিতে উন্মুক্ত করা হয়েছে। আপনাদের পছন্দ মতো ভাষা সিলেক্ট করে ট্রান্সলেট করে নিতে পারবেন। 

আর গুগল প্লে স্টোর থেকে গুগল ট্রান্সলেটর অ্যাপটি ডাউনলোড করে, আপনার যেকোনো ভাষায় ট্রান্সলেট করে, ট্রান্সলেট করা অংশগুলো কপি করে নিতে পারবেন। এবং অন্য কারো সাথেও শেয়ার করতে পারবেন। 

শুধুমাত্র তাই নয়, google ট্রান্সলেট ব্যবহার করলে আপনারা, ট্রান্সলেট করা লেখা গুলো ভয়েস আকারেও শুনতে পারবেন। এছাড়া আপনি ট্রান্সলেট লেখাগুলো সেভ করেও রাখতে পারবেন। আর যে সুযোগ সুবিধার কথা বললাম এগুলো আপনারা google ট্রান্সলেট ব্যবহার করে মাত্র কয়েক সেকেন্ডের মধ্যেই সম্পন্ন করতে পারবেন। 

গুগল ট্রান্সলেট অ্যাপস ব্যবহার করে আপনাদের হাতে লেখা কোন ইংরেজি প্যারাগ্রাফ অনুবাদ করতে চাইলে এটিও গুগল ট্রান্সলেট অ্যাপ দিয়ে করতে পারবেন। গুগল ইন্সট্যান্ট ক্যামেরা ইনস্টল এর মাধ্যমে, হাতে লেখার ছবি তোলে অনুবাদ করতে পারবেন। 

মাইক্রোসফট ট্রান্সলেটর – (Microsoft translate)

গুগল ট্রান্সলেটর এর পরে ইংরেজি থেকে বাংলা অনুবাদ apps হচ্ছে মাইক্রোসফট ট্রান্সলেটর। গুগল প্লে স্টোর থেকে এ মাইক্রোসফট ট্রান্সলেটর টি আপনারা একদম বিনামূল্যে ডাউনলোড করে নিতে পারবেন।  আপনারা সফটওয়্যারটি ডাউনলোড করার পরে, এখানে প্রায় ৬০ এর বেশি ভাষার অনুবাদ করতে পারবেন। 

এই সফটওয়্যার দিয়ে অনুবাদ করা শেষ হলে আপনারা ভয়েজেও লেখাগুলো শুনতে পারবেন। এছাড়া আপনার বন্ধুদের সাথে অনুবাদগুলো শেয়ার করতে পারবেন। অনুবাদগুলো আপনার কাছে ভালো লাগে প্রতিক্রিয়া জানাতে পারবেন। 

মাইক্রোসফট ট্রান্সলেটর অ্যাপ ব্যবহার করার পাশাপাশি আপনি ওয়েব সার্চ করেও ট্রান্সলেট করতে পারবেন। বর্তমান সময়ে ৫০ মিলিয়নেরও বেশি এই মাইক্রোসফট ট্রান্সলেট। এখন চাইলে আপনিও গুগল প্লে স্টোর থেকে আপনার মোবাইলে ইন্সটল করে নিতে পারেন। 

বাংলা-ইংলিশ ট্রান্সলেটর – (Bengali-English Translator)

বাংলা লেখাগুলো ইংরেজি ভাষায় অনুবাদ করার আরো একটি জনপ্রিয় অ্যাপস হলো Bengali-English Translator. এই অ্যাপ ব্যবহার করে আপনারা মাত্র কয়েক সেকেন্ডের মধ্যে আপনার ইনপুট করা লেখাগুলোর ইংরেজিতে রূপান্তর করে দিবে। 

আবার আপনি যদি ইংরেজি থেকে বাংলা অনুবাদ করতে চান? তাহলেও সেটি কয়েক মুহূর্তের মধ্যে করা সম্ভব।আপনার এই অ্যাপ দিয়ে যে সকল লেখা অনুবাদ করবেন তার পুরোটাই কপি করে নিতে পারবেন। কপি করে লেখাগুলো আপনার বন্ধুদের সাথে শেয়ার করতে পারবেন। অন্যদিকে ট্রান্সলেট করা লেখা গুলো ভয়েসের মাধ্যমে ইংরেজি ভাষায় এবং বাংলা ভাষায় শুনতে পারবেন। 

ইংরেজি অনুবাদ সম্পর্কে আমাদের মতামত

আশা করি আপনি আমাদের পোস্টটি পড়ে বাংলা থেকে ইংরেজি অনুবাদ কিভাবে করবেন তা জানতে পেরেছেন। যদি আর্টিকেলটি পড়ে উপকৃত হয়ে থাকেন তাহলে এই পোষ্টটি আপনার পরিচিতদের মাঝে শেয়ার করে দিতে পারেন। এতে করে তারাও বাংলা থেকে ইংরেজি অনুবাদ সম্পর্কে জানতে পারবে। এমন প্রয়োজনীয় ব্লগ পড়তে লার্ন-বিডি.কম ভিজিট করার অনুরোধ রইলো ধন্যবাদ।

Leave a Comment