বাংলালিংক নাম্বার চেক করার নিয়ম সম্পর্কে জানতে আপনারা অনেকেই গুগল সার্চ করে থাকেন। আজকের এই গুরুত্বপূর্ণ পোস্টের মাধ্যমে আমরা বাংলালিংক নাম্বার চেক করার নিয়ম সম্পর্কে আপনাদেরকে সকল তথ্যগুলো জানানোর চেষ্টা করব। মূলত বর্তমান সময়ে বাংলাদেশের অন্যতম মোবাইল অপারেটর কোম্পানি হচ্ছে বাংলালিংক।
বিভিন্ন সময় আমাদের নানান প্রয়োজনে বাংলালিংক এর নাম্বারটি চেক করার প্রয়োজন হয়ে থাকে। তবে কিভাবে আমরা কোন কোডটি ডায়াল করে নাম্বার চেক করব সে বিষয়ে অনেকেই আমরা বাংলালিংক ব্যবহারকারী গ্রাহকরা জানে না। যার ফলে প্রয়োজনীয় সময় বাংলালিংক নাম্বার দেখার করা সম্ভব হয় না।
তবে আপনারা যারা গুগলের মাধ্যমে আজ আমাদের এই পোস্টে এসেছেন তারা অবশ্যই বাংলালিংক নাম্বার বের করার কোড পেয়ে যাবেন। এছাড়াও আপনারা চাইলে এই করতে আপনাদের মোবাইলে সেভ করে রাখতে পারেন যখন প্রয়োজন হবে তখনই আপনারা ডায়াল করলে আপনাদের মোবাইল নাম্বারটি চলে আসবে। তাহলে চলুন আর বেশি কথা না বাড়িয়ে আমাদের মূল টপিকের দিকে অগ্রসর হওয়া যাক।
বাংলালিংক নাম্বার চেক – banglalink number checking
বাংলালিংক সিম ব্যবহারকারীদের জন্য সুখবর! আপনি যদি আপনার বাংলালিংক নম্বরটি ভুলে গিয়ে থাকেন বা নতুন সিম কিনে নম্বরটি মনে রাখতে না পারেন, তাহলে চিন্তার কোনো কারণ নেই। বাংলালিংক আপনার নম্বর চেক করার জন্য একটি সহজ পদ্ধতি প্রদান করেছে। আপনি কেবল *511# ডায়াল করে আপনার নম্বরটি জানতে পারবেন।
এই পদ্ধতিটি অত্যন্ত সহজ এবং দ্রুত। আপনি যেকোনো সময় এবং যেকোনো স্থান থেকে আপনার নম্বর চেক করতে পারবেন। এটি বিশেষ করে উপযোগী যখন আপনি অন্য কাউকে আপনার নম্বর দিতে চান কিন্তু মনে করতে পারছেন না।
বাংলালিংক নম্বর চেক করার জন্য আপনাকে নিম্নলিখিত পদক্ষেপগুলি অনুসরণ করতে হবে:
- ১. আপনার মোবাইল ফোনের ডায়াল প্যাডে যান।
- ২. *511# টাইপ করুন।
- ৩. কল বাটনে চাপ দিন।
- ৪. আপনার স্ক্রিনে আপনার বাংলালিংক নম্বর প্রদর্শিত হবে।
এই পদ্ধতিটি ব্যবহার করে আপনি কোনো অতিরিক্ত চার্জ ছাড়াই আপনার নম্বর জানতে পারবেন। এটি একটি নিঃশুল্ক পরিষেবা যা বাংলালিংক তার গ্রাহকদের প্রদান করে।
আবার আপনি চাইলে আরেকটি পদ্ধতি মেনে অনেক সহজেই আপনার সিমের নাম্বার বের করতে পারবেন। এজন্য, প্রথমেই আপনার সিমে ব্যালেন্স থাকা লাগবে। এরপর, যেকোনো একটি নাম্বারে কল কিংবা এসএমএস করতে হবে। তাহলে, যে সিমে এসএমএস দিবেন কিংবা কল দিবেন, সেই সিমে আপনার নাম্বার সহ এসএমএস/কলটি দেখতে পারবেন। এভাবে করে অনেক সহজেই আপনার সিমের নাম্বার বের করতে পারবেন।
বাংলালিংক নাম্বার চেক করার কোড
বাংলালিংক সিমের নাম্বার বের করার যেসব নিয়ম রয়েছে, তার মাঝে বাংলালিংক নাম্বার বের করার কোড দিয়ে নাম্বার বের করার পদ্ধতিটি অনেক জনপ্রিয়। কারণ, আপনি শুধুমাত্র একটি কোড ডায়াল করেই আপনার সিমের নাম্বার বের করতে পারবেন। বাংলালিংক নাম্বার দেখার কোডটি হচ্ছে – *551# ।
এই কোডটি ডায়াল করে আপনার বাংলালিংক সিমের নাম্বার বের করতে পারবেন। যেকোনো বাংলালিংক নাম্বার বের করার জন্য এই কোডটি ডায়াল করলেই হবে। ফিরতি ফ্ল্যাশ ম্যাসেজে আপনার সিমের নাম্বার শো করবে। এভাবে করে ভুলে যাওয়া সিমের নাম্বার বের করতে পারবেন।
আপনার কাছে বাটন মোবাইল কিংবা স্মার্টফোন যেটাই থাকুক না কেন, আপনি বাংলালিংক নাম্বার চেক কোড *551# ডায়াল করে যেকোনো সিমের নাম্বার বের করতে পারবেন। এজন্য নিচে দেয়া পদ্ধতি অনুসরণ করতে পারেন।
- প্রথমেই যাবেন আপনার মোবাইলের ডায়াল প্যাডে।
- এরপর, বাংলালিংক নাম্বার দেখার কোড *551# ডায়াল করবেন।
- ফিরতি ম্যাসেজে আপনার সিমের নাম্বার দেখতে পাবেন।
যেহেতু সিম দুই ধরণের হয়ে থাকে।
- ১। প্রিপেইড বাংলালিংক নাম্বার
- ২। পোস্টপেইড বাংলালিংক নাম্বার
আপনি যদি প্রিপেইড বাংলালিংক নাম্বার ব্যবহার করেন তাহলে নাম্বার চেক করার জন্য আপনাকে *511# কোড ডায়াল করতে হবে। আর যদি আপনি পোস্টপেইড বাংলালিংক নাম্বার ব্যবহার করেন তাহলে নাম্বার চেক করার জন্য আপনাকে *666# কোড ডায়াল করতে হবে।
এখান থেকে বাংলালিংক নাম্বার চেক করার কোড কোনটা তা ভালোভাবে জানা যায়। তো আশা করছি আপনারা এই অংশ থেকে বাংলালিংক নাম্বার চেক করার কোড বা আপনি কিভাবে আপনার নিজের বাংলালিংক নাম্বার চেক করবেন সেই নিয়ম জানতে পেরেছেন। এবার চলুন, বাংলালিংক মিনিট চেক করার কোড জেনে নেওয়া যাক।
বাংলালিংক মিনিট চেক করার কোড
আপনি যদি বাংলালিংক মিনিট চেক করার নিয়ম সম্পর্কে জানতে চান তবে এই পর্বটি আপনার জন্য। এই পর্বে মাধ্যমে আমরা দেখে নেব কিভাবে বাংলালিংক সিমের মিনিট চেক করতে হয় সেই সম্পর্কে। আপনি যদি বাংলালিংক সিমের অপারেটর কাস্টমার হয়ে থাকেন তবে আপনাকে এই পর্বে স্বাগতম। চলুন এই পর্বের মাধ্যমে জেনে নেওয়া যাক বাংলালিংক মিনিট চেক করার নিয়ম।
বাংলালিংক সিমের মিনিট চেক করতে হলে প্রথমে আপনাকে চলে যেতে হবে আপনার ফোনের ডায়াল প্যাডে। ডায়াল প্যাডে গিয়ে *১২১*১০০# কোডটি ডায়াল করুন। তাহলে আপনার বাংলালিংক সিমের মিনিট চেক করতে পারবেন।
বাংলালিংক এমবি চেক করার কোড
বাংলালিংক সিমের এমবি চেক করার নিয়ম অনেক সহজ। আপনি খুব সহজেই বাংলালিংক সিমের ইন্টারনেট ব্যালেন্স চেক করতে পারবেন।আপনি যদি বাংলালিংক এমবি চেক করার নিয়ম সম্পর্কে জানতে চান তবে এই পর্বটি আপনার জন্য। এই পর্বে মাধ্যমে আমরা দেখে নেব কিভাবে বাংলালিংক সিমের এমবি চেক করতে হয় সেই সম্পর্কে। আপনি যদি বাংলালিংক সিমের অপারেটর কাস্টমার হয়ে থাকেন তবে আপনাকে এই পর্বে স্বাগতম।
চলুন এই পর্বের মাধ্যমে জেনে নেওয়া যাক বাংলালিংক এমবি চেক করার নিয়ম। তবে বাংলালিংক সিমের এমবি চেক করার নিয়ম দুইটি রয়েছে। তবে আপনি বাংলালিংক সিমের এমবি চেক করার জন্য ডায়াল প্যাডে গিয়ে কোড ডায়ালের মাধ্যমে খুব সহজেই ইন্টারনেট চেক করতে পারবেন। বাংলালিংক সিমের ইন্টারনেট চেক করার দুটি কোড রয়েছে সেগুলো হল *১২১*১# অথবা *৫০০০*৫০০#
বাংলালিংক অফার চেক কোড
বাংলালিংক আমার অফার দেখার জন্য আপনাকে *888# ডায়াল করতে হবে। আপনারা নিচের স্ক্রীনশটএর মত আপনার যে বাংলালিংক নাম্বারে আমার অফার চেক করতে চাচ্ছেন সেই বাংলালিংক নাম্বারে *888# কোড ডায়াল করুন।
*888# কোড ডায়াল করার পর আপনারা আপনাদের বাংলালিংক নাম্বারে থাকা সকল অফার দেখতে পারবেন। নিচের স্ক্রিনসট লক্ষ্য করলে দেখতে পারবেন যে আমার বাংলালিংক নাম্বারে থাকা সকল অফার দেখা যাচ্ছে।
এভাবে আপনারা কোড ডায়াল করে বাংলালিংক নাম্বারে থাকা সকল আমার অফার দেখতে পারবেন। এছাড়াও আমার অফার লিস্ট থেকে আপনার যে অফার পছন্দ হয় সেই অফার ব্যবহার করতে পারবেন। আমি আগেই বলেছি যে, যদি আপনি বাংলালিংক গ্রাহক হন তাহলে আমার অফার ব্যবহার করুন।
বাংলালিংক আমার অফার ব্যবহার করলে আপনাদের বাংলালিংক নাম্বারে থাকা সকল অফার আপনারা নিজেরাই চেক করতে পারবেন এবং পছন্দের ইন্টারনেট ও মিনিট প্যাক ক্রয় করে টাকা সাশ্রয় করতে পারবেন। এই সকল কারণে বাংলালিংকে গ্রাহক হলে আমার অফার ব্যবহার করা বুদ্ধিমানের কাজ।
বাংলালিংক প্যাকেজ চেক
বাংলালিংক প্যাকেজ চেক করতে হলে আপনাকে *121*1# এই নম্বরটা ডায়াল করবেন তাহলে আপনি বিভিন্ন প্যাকেজ সম্পর্কে জানতে ও এ্যাকটিভ ও করতে পারবেন। এর ভিতরে বাংলালিংক প্লে প্যাকেজটি ভাল। এতে আপনি একটি সুপার এফ এন এফ(২৫ পয়সা ২৪ ঘন্টা) সহ ১৮ টি এফ এন এফ করতে পারবেন (রাত ১২ টা থেকে বিকাল ৫টা) কথা বলতে পারবেন।এছাড়াও রয়েছে রিচার্জ এর উপর বোনাস।
বাংলালিংক নাম্বার চেক সম্পর্কে আমাদের মতামত
বাংলালিংক আমাদের দেশের অন্যতম জনপ্রিয় একটি মোবাইল ফোন অপারেটর। গ্রাহক সংখ্যার দিক দিয়ে বাংলাদেশে বাংলালিংক এর অবস্থান তৃতীয়। বর্তমানে বাংলালিংক সিমের জনপ্রিয়তা অন্যান্য অপারেটরের তুলনায় অত্যন্ত বেশি। তাই বাংলালিংক সিম ব্যবহার করে না এমন কাউকে খুঁজে পাওয়া কঠিন। তবে আমাদের মধ্যে অনেকেই আছেন যারা সিম সম্পর্কিত সমস্যার সম্মুখীন হন।
কিংবা নতুন সিম কেনার পর অনেকে সিমের নম্বর ভুলে যান। পাশাপাশি বাংলালিংক ব্যালেন্স চেক, . বাংলালিংক মিনিট চেক করার কোড, বাংলালিংক এমবি চেক করার কোড, বাংলালিংক অফার চেক কোড, এবং বাংলালিংক প্যাকেজ চেক করার নিয়ম অনেকের কাছেই জানা থাকে না।
তাই প্রত্যেক বাংলালিংক সিম ব্যাবহারকারীদের এসকল কোড জানা প্রয়োজন। মূলত এজন্য আমরা আজকের এই আর্টিকেলের মাধ্যমে আপনাদের বাংলালিংক সিমের এসকল শর্টকোড সম্পর্কে বিস্তারিত জানানো হয়েছে।
এই ছিল বাংলালিংক নাম্বার চেক এবং বাংলালিংক নাম্বার চেক করার কোড সম্পর্কে সকল তথ্য। আমি আপনাদেরকে বাংলালিংক নাম্বার চেক সম্পর্কে সকল তথ্য জানিয়েছে। আপনি বাংলালিংক গ্রাহক হলে আমার অফার থেকে বিশেষ সুবিধা পাবেন।
এই আর্টিকেলটি পড়ে আপনি যদি উপকৃত হয়ে থাকেন তাহলে এই পোষ্টটি আপনার পরিচিতদের মাঝে শেয়ার করে দিতে পারেন। এতে করে তারাও বাংলালিংক নাম্বার চেক সম্পর্কে জানতে পারবে। এমন আরও প্রয়োজনীয় ব্লগ পোষ্ট পড়তে আমাদের লার্ন-বিডি.কম নিয়মিত ভিজিট করার অনুরোধ রইলো ধন্যবাদ।