দীর্ঘ একটি বছর পর আমাদের মাঝে আবারও দেখতে দেখতে রমজানের ঈদ চলে এলো। প্রত্যেক মুসলমান ঈদ আসলেই আনন্দমুখর দিন উপভোগ করে। যে যেখানেই থাকুক না কেন ঈদ শুরু হওয়ার আগেই সবাই প্রিয়জনদেরকে সাথে নিয়ে ঈদের আনন্দ উপভোগ করে। এবং যারা দূরে রয়েছে তাদেরকে ছোট খুদে বার্তা দিয়ে ঈদের শুভেচ্ছা জানানো হয়।
বর্তমানে আধুনিক যুগে অনলাইনের মাধ্যমে সবাই ঈদ শুরু হওয়ার আগেই শুভেচ্ছা বার্তা প্রদান করে থাকে। অল্প কিছুদিন পরেই আমাদের মাঝে ঈদ শুরু হতে যাচ্ছে। অনেকেই ঈদ উপলক্ষে সবাইকে খুদে বার্তা পাঠানোর আগে অনলাইনের মাধ্যমে নতুন শুভেচ্ছা বার্তা গুলো সংগ্রহ করার চেষ্টা করে। ঈদের শুভেচ্ছা জানিয়ে খুদে বার্তা ও ঈদ নিয়ে উক্তি সংগ্রহ করতে এই পোস্টটি পড়তে থাকুন।
ঈদের শুভেচ্ছা জানিয়ে খুদে বার্তা
নতুন বছরের ঈদের আনন্দ প্রিয়জনদের মাঝে ছড়িয়ে দিতে কিছু খুদে বার্তা প্রকাশ হয়েছে। কারণ ঈদ আসলেই আশে পাশের এবং আত্মীয়-স্বজনদের শুভেচ্ছা জানানো হয়। শুভেচ্ছা বার্তা পেলে অনেকেই খুশি মনে গ্রহণ করে নেয়। ঈদকে ঘিরে আমরা নতুন কিছু খুঁজে বার্তা নিয়ে এসেছি। আমাদের দেওয়া খুদে বার্তা গুলো সংগ্রহ করে আপনার আশেপাশের সবার সাথে ঈদের শুভেচ্ছা জানাতে পারবেন।
সকল মুসলিমের জন্য ঈদের আনন্দ অনেক বেশি। তাই সবাই এই আনন্দ ভাগ করে নিতে ঈদের শুভেচ্ছা জানিয়ে খুদে বার্তা প্রেরণ করে। আপনারা যাতে খুব সহজেই ঈদের শুভেচ্ছা একে অপরকে প্রেরণ করতে পারেন। তাই আমরা আপনাদের সুবিধার্থে আজকের এই পোস্টে তুলে ধরেছি দুই ঈদের শুভেচ্ছা জানিয়ে খুদে বার্তা।
ঈদের আনন্দে মন ভরে উঠুক,হৃদয় হোক প্রেমে পূর্ণ,
আপনার জীবনে নেমে আসুক, সুখ, সমৃদ্ধি এবং বরকত।🌙
ঈদের পোশাক, নতুন মন, সবাইকে ঈদের শুভেচ্ছা,
আপনার জীবনে নেমে আসুক, সুখ, শান্তি, সমৃদ্ধি ও বরকত।🌙
ঈদের আনন্দে মন ভরে উঠুক,
আপনার জীবনে নেমে আসুক,
সুখ, শান্তি, এবং বরকত।🌙
ঈদের শুভেচ্ছা ও অভিনন্দন,
আপনার জীবনে নেমে আসুক,
সুখ, সমৃদ্ধি, এবং বরকত।🌙
ঈদের দিনে আসবে বন্ধু
আমার ছোট্ট ঘরে
সম্বল যা আছে আমার
দেব আদর করে
ঈদ মোবারক🌙
ঈদ মানে হাসি
ঈদ মানে খুশি
ঈদ মানে বন্ধু তোকে
অনেক ভালবাসি
ঈদ মোবারক🌙
ঈদের দিনে পায়েস খাব
খাব গরুর গোস্ত
ঘুরতে যাব তোকে নিয়ে
আসিস কিন্তু দোস্ত
ঈদ মোবারক🌙
ভাবছি একটা কথা বলব
কিভাবে শুরু করি ভেবে পাইনা
তবুও বলতে হয় দোস্ত
ঈদের দিনে তোর বাড়িতে
খাব কিন্তু গোস্ত।
ঈদ মোবারক🌙
বন্ধু তুমি অনেক দূরে,
তাই তোমার কথা মনে পরে,
সুন্দর এই সময় কাটুক খুশিতে,
সব কষ্ট ভুলে যেও আপনজনের হাসিতে,
“ঈদ মোবারক”🌙
কিছু কথা অব্যাক্ত রয়ে যায়,
কিছু অনুভূতি মনের মাঝে থেকে যায়,
কিছু স্মৃতি নিরবে কেদে যায়,
শুধু এই একটি দিন সব ভুলিয়ে দেয়
” ঈদ মোবারক ”🌙
নতুন সকাল নতুন দিন।
শুভ হোক ঈদের দিন।
নতুন রাত বাকা চাঁদ।
রঙ্গীন হোক ঈদের রাত।🌙
পড়েছে আজ চাঁদের নজর,
তাইতো পেলাম ঈদের খবর।
হাসছে চাঁদ আজ জুড়ে আকাশ,
সবাই পেলো ঈদের বাতাস।
সবাইকে ঈদের শুভেচ্ছা।🌙
নন্দের এই সময় গুলো, কাটুক থেমে থেমে।
বছর জুড়ে তোমার তরে, ঈদ আসুক নেমে।
“ঈদ মোবারক”🌙
ঈদের শুভেচ্ছা ফেসবুক স্ট্যাটাস
প্রত্যেক বছর ঈদের দিন টিকে খুশির সাথে কাটাতে সবাই ইন্টারনেটে ঈদের শুভেচ্ছা স্ট্যাটাস পেতে চায়। বিশ্বের সকল মুসলমানের জন্য ঈদের দিনটি বিশেষ একটি দিন। দীর্ঘ এক মাস রোজা রাখার পর। ঈদুল ফিতর অনুষ্ঠিত হয়। তাই সকল মুসলমান এই দিনটিতে ঈদ সম্পর্কিত উক্তি, শুভেচ্ছা এসএমএস সবার সাথে শেয়ার করে থাকে। তাই এখান থেকে দেখে নিন জনপ্রিয় ঈদের শুভেচ্ছা স্ট্যাটাস। এবং অবশ্যই সবার সাথে ঈদ নিয়ে শুভেচ্ছা স্ট্যাটাস গুলো শেয়ার করবেন।
আনন্দের এই সময় গুলো, কাটুক থেমে থেমে, বছর জুড়ে তোমার তরে, ঈদ আসুক নেমে। অগ্রিম ঈদ মোবারক…☪️
মেঘলা আকাশ মেঘলা দিন, ঈদের বাকি একদিন, ঝড় বৃষ্টি রোদের দিন, আসবে কিন্তু ঈদের দিন, নদীর ধারে সাদা বক……তোমাকে জানাই অগ্রিম “ঈদ মোবারক”☪️
বন্ধু তুমি অনেক দূরে, তাইতো তোমায় মনে পড়ে, সুন্দর এই সময় কাটুক খুশিতে, সব কষ্ট ভুলে যেও আপনজনের হাসিতে। ঈদ মোবারক…☪️
মন চাইছে কারো সাথে কথা বলি, মন চাইছে কোনো প্রিয়জনকে স্মরণ করি, ঈদ মোবারক বলার সিদ্ধান্ত যখন নিলাম ভাবলাম তোমাকে দিয়েই শুরু করি। “ঈদ মোবারক”☪️
স্বপ্ন গুলো সত্যি হোক, সকল আশা পুরনো হোক। দু:খ দুরে যাক, সুখে জীবন ভরে যাক। জীবনটা হোক ধন্য, ঈদ মোবারাক তোমার জন্য। ঈদ মোবারাক!!☪️
চিঠি দিয়ে নয়, ফুল দিয়ে নয়। কার্ড দিয়ে নয়, কল দিয়ে নয়। মনের গহীন থেকে মিষ্টি SMS দিয়ে জানাই ঈদের শুভেচ্ছা। ঈদ মোবারক…!☪️
নীল আকাশে ঈদ-এর চাঁদ, ঈদের আগে চাঁদনী রাত। ঈদ হল খুশির দিন, দাওয়াত রইলো ঈদের দিন। ভালো থেকো সীমাহীন, ঈদ-এর দিন টা তোমার হোক রঙিন..! . .*ঈদ মুবারক*☪️
রিমঝিম এই বৃষ্টিতে, ঈদ কাটাবো সৃষ্টিতে! খুশির হাওয়া লাগলো মনে, নাচবে খুকি ক্ষণে ক্ষণে! সাজবে সবাই নতুন পোশাক, ঈদ যেন সারা জীবন রয়ে যাক। “ঈদ মোবারক”!☪️
দুরের মানুষ আসুক কাছে
কাছের জন থাকুক পাশে
মন ছুটে যাক মনের টানে
নয়া চান্দের আগমনে
ঈদ কাটুল খুশী মনে
🌙 ঈদ মোবারাক🌙
রং লেগেছে মনে
মধুর এই ক্ষনে
তোমায় আমি রাঙ্গিয়ে দেবো
ঈদের এই দিনে
🌙 ঈদ মোবারাক🌙
ঈদ কার্ড দিতে পারলাম না
তুমি দূরে বলে
মুখে বলতে পারলাম না
নাম্বার নাই বলে,
তাই তোমাকে বলছি সুন্দর হোক
তোমার ঈদের দিন,
দাওয়াত রইলো অগ্রিম ।
🌙 ঈদ মোবারাক🌙
আসছে ঈদ লাগছে ভালো
তাই তো আমায় বলতে হলো
ঈদ মানে আশায় ভরা আলো ।
ঈদ মানে আশা…
ঈদ মানে সুন্দর জীবন সুন্দর ভালোবাসা
🌙 ঈদ মোবারাক🌙
অগ্রিম ঈদের শুভেচ্ছা স্ট্যাটাস
আপনারা অনেকেই আছেন যারা ঈদের দু একদিন আগেই সবাইকে ঈদের অগ্রীম শুভেচ্ছা পাঠিয়ে থাকেন। তাদের জন্য এখানে ঈদের অগ্রিম শুভেচ্ছা বার্তা তুলে ধরা হয়েছে। তাই দেখে নিন ঈদের অগ্রিম এসএমএস। এবং অবশ্যই সবাইকে রোজার ঈদের অগ্রিম শুভেচ্ছা জানাতে ভুলবেন না। আশা করি আপনাদের ঈদুল ফিতরের অগ্রিম শুভেচ্ছা স্ট্যাটাস গুলো ভালো লাগবে।
সবার ঈদ অনেক ভালো কাটুক। সবাইকে জানাই ঈদের অগ্রিম শুভেচ্ছা।☪️
পৃথিবীর সকল মুসলিমদের জানাই ঈদের অগ্রিম শুভেচ্ছা।☪️
সবার জীবন সুখ ও সমৃদ্ধিতে ভরে যাক। এই আশা নিয়ে সবাইকে ঈদের অগ্রীম শুভেচ্ছা জানাই।☪️
আল্লাহ আমাদের উপর থেকে মহামারী তুলে নিক এই দোয়াই করি। সবার ঈদ ভালো কাটুক এ আশায় সবাইকে ঈদের অগ্রীম শুভেচ্ছা জানাই।☪️
সকল মুসলিম ভাই ও বোনের উপর আল্লাহর রহমত বর্ষিত হোক। দীর্ঘ একমাস রোজার পর এলো খুশির ঈদ। সবাইকে জানাই ঈদের অগ্রিম শুভেচ্ছা।☪️
ঈদের শুভেচ্ছা জানিয়ে বন্ধুকে চিঠি
আপনাদের সকলকে ঈদ মোবারক এবং ঈদের অনেক অনেক অভিনন্দন ও শুভেচ্ছা ঈদের দাওয়াত এর চিঠি সম্পর্কে অনেকেই জানতে চেয়েছেন। আগের যুগে যখন কোন মোবাইল ফোন ছিল না তখন কিন্তু ঈদের দাওয়া হতো চিঠির মাধ্যমে।
এই চিঠি ছিল একমাত্র যোগাযোগের প্রধান মাধ্যম। কিন্তু এখন আমরা এই ডিজিটাল যুগে এসে চিঠিকে হয়তো ভুলেই গেছি। আর চিঠির মাধ্যমে কাউকে দাওয়াত দেওয়ার এই প্রচলনটি হয়তো হারিয়ে যেতে বলছি চলুন জেনে নেওয়া যাক ঈদের শুভেচ্ছা জানিয়ে বন্ধুকে চিঠি সম্পর্কে ।
প্রিয় [নাম],
কিছু কথা না বলা থেকে যায়,
কিছু ভাষা বর্ণনা হীন হয়
তবে ঈদের দিন সব প্রান খুলে বলা যায়,
এসো প্রান খুলে আজ সবাই বলি
🌙 ঈদ মোবারাক🌙 বন্ধু।
শুভেচ্ছা,
[আপনার নাম]
এছাড়া আপনারা চাইলে ঈদের শুভেচ্ছা জানিয়ে বন্ধুকে চিঠির মধ্যে আরও শুভেচ্ছা উল্লেখ করে দিতে পারেন। আমরা নিম্নে আপনাদের সুবিধার জন্য চিঠিতে উল্লেখ করতে পারবেন এমন ভালো ভালো ঈদের শুভেচ্ছা উল্লেখ করে দেয়া হলঃ
- শুভ ঈদের প্রেরণা, প্রিয় বন্ধু! আশা করি তোমার ঈদ আনন্দময় এবং সমৃদ্ধ হোক। আল্লাহ তোমাকে সুখ, সান্ত্বনা এবং শান্তি দান করুক। ঈদ মোবারক
- প্রিয় বন্ধু, শুভ ঈদের ভালোবাসা ও শুভেচ্ছা নিও। আল্লাহ তোমাকে সব খুশি ও সমৃদ্ধি দান করুক এবং তোমার সব দুঃখ ও দুর্ভাগ্য দূর করুক। ঈদ মোবারক
- ঈদের শুভেচ্ছা মাঝেমাঝের আমার সবচেয়ে ভালো বন্ধুকে! আল্লাহ তোমার সব ইচ্ছা পূরন করুক এবং তোমার জীবনে সুখ ও সমৃদ্ধি এনে দিউক। ঈদ মুবারক
- শুভ ঈদের প্রীতিময় শুভেচ্ছা, প্রিয় বন্ধু! আশা করি ঈদের দিনগুলো তোমার জীবনে খুব উপভোগকর হোক এবং আল্লাহ তোমাকে সব সুখ এবং শান্তি দান করুক। ঈদ মোবারক
- প্রিয় বন্ধু, ঈদের শুভেচ্ছা নিও। আল্লাহ তোমাকে ঈদের উপলক্ষে সকল খুশি এনে দয়। ঈদ মোবারক
- ঈদের শুভেচ্ছা আমার প্রিয় বন্ধু! আশা করি তোমার ঈদ খুব আনন্দময় হোক এবং সব স্বপ্ন এই ঈদে সাকা করা হোক। ঈদ মোবারক
- ঈদের শুভেচ্ছা, প্রিয় বন্ধু! আশা করি তোমার জীবনে আগামী দিনগুলো সুখের ভরপুর হোক এবং তোমার সব স্বপ্ন সাকা হোক। ঈদ মোবারক
- ঈদের আনন্দের শুভেচ্ছা মন থেকে ও সাথে তোমার জন্যও রইলো অনেক ভালোবাসা। ঈদ মোবারক
- প্রিয়, ঈদের প্রেম ও আনন্দ তোমার জীবনে সবসময় থাকুক। ঈদ মোবারক
- তুমি সব সময় আমার জন্য একটি উপহার, ঈদে আমি তোমার জন্য শুভেচ্ছা নিয়েছি। ঈদ মোবারক
- সব সময়ের মতো, তোমার জন্য ঈদের শুভেচ্ছা ও প্রাণ ঢালা ভালোবাসা রইল। ঈদ মোবারক
ঈদ নিয়ে উক্তি
প্রত্যেক মুসলমানের কাছে ঈদের আগে থেকেই শুরু হয় ঈদের প্রস্তুতি। ঈদের উক্তিগুলো পড়লে আরো সুন্দরভাবে ঈদ উপভোগ করা যায় এবং আনন্দ বেড়ে যায়। ঈদ নিয়ে বিভিন্ন ওলামায়ে এবং লেখক এবং বড় বড় চিন্তাবিদ বিভিন্ন উক্তি শেয়ার করে গেছেন। আপনাদের জন্য আমরা উল্লেখযোগ্য ঈদ নিয়ে কিছু উক্তি শেয়ার করেছি। দেখে নিন ঈদ নিয়ে উক্তি গুলো।
মেঘলা আকাশ মেঘলা দিন, ঈদের বাকি কিছুদিন, কাপড় চোপড় কিনে নিন, গরিব দুঃখির খবর নিন, দাওয়াত রইল ঈঁদের দিন. ) “ঈদ মোবারক” (
শুভ রজনী, শুভ দিন,রাত পরোলেই ঈদের দিন। উপভোগ করবে সারাদিন,ঈদ পাবে না প্রতিদিন।দাওয়াত রইলো ঈদের দিন।“ঈদ মোবারক”
হাসি খুশি রাশি রাশি
আজ দুখ নিয়েছে বিদায়
সব বেতা ভুলে গিয়ে
বুকেতে বুক মিলাউ
আজ আনন্দ প্রতি প্রাণে প্রাণে
ঈদ মোবারক সবাই কে ☪
ঈদের দাওয়াত তোমার তরে,
আসবে তুমি আমার ঘরে।
কবুল করো আমার দাওয়াত,
না করলে পাবো আঘাত।
তখন কিন্তু দেবো আড়ি,
যাবো না আর তোমার বাড়ি।
ঈদ মোবারক সবাই কে ☪
শুভ ক্ষণ, শুভ দিন। মনে রেখ চির দিন।
কষ্ট গুলো দূরে রেখ, স্বপ্ন গুলো পুরন করো,
নতুন ভালো স্বপ্ন দেখো, আমার কথা মনে রেখ।
☪ঈদ মোবারাক☪
মন চাইছে কারো সাথে কথা বলি।
মন চাইছে কোন প্রিয়জনকে স্মরণ করি।
ঈদ মোবারক বলার সিদ্ধান্ত যখন নিলাম।
ভাবলাম তোমাকে দিয়েই শুরু করি।
☪ঈদ মোবারাক☪
মেঘলা আকাশ মেঘলা দিন ঈদের
বাকি ১ দিন,কাপড় চোপড়
কিনে নিন,গরিব দুঃখীর খবর নিন,
দাওয়াত রইল ঈদের দিন।
☪ঈদ মোবারাক☪
নীল আকাশে ঈদ এর চাঁদ
ঈদের আগে চাঁদনী রাত,
ঈদ হলো খুশীর দিন
দাওয়াত রইলো ঈদের দিন,
ভালো থেকো সীমাহীন,
ঈদের দিনটা তোমার হোক রঙিন,
☪ঈদ মোবারাক☪
ঈদের দাওয়াত দিলাম বন্ধু, আসবে আমার বাড়ি,
অনেক কথা জমে আছে, বলবো তোমায় আমি,
না আসলে তোমার সাথে বলবো না আর কথা,
কোন দিন পাবে না তুমি আমার দেখা ।
☪ঈদ মোবারাক☪
ঈদের আকাশ মেঘলা দিন,
ঈদের বাকি এক দিন,
আসবে সবার খুশীর দিন,
কাপর চোপড় কিনে নিন,
গরিব দুঃখীর খবর নিন,
দাওয়াত রইলো ঈদের দিন ।
☪ঈদ মোবারাক☪
ঈদের শুভেচ্ছা সম্পর্কে আমাদের মতামত
আপনারা যারা ঈদের আনন্দ একসাথে উপভোগ করার জন্য প্রিয়জনদেরকে এবং আত্মীয়-স্বজনের সাথে ঈদের শুভেচ্ছা জানিয়ে খুদেবার্তা প্রদান করতে চাচ্ছেন। অনেকেই রয়েছে কিভাবে বার্তা লিখতে হবে এই তথ্যগুলো জানেনা। আপনাদের সুবিধার্থে আমরা এই পোষ্টের মাধ্যমে ঈদের শুভেচ্ছা জানিয়ে খুদে বার্তা এবং ঈদ নিয়ে উক্তি ও মেসেজ গুলো উল্লেখ করেছি।
আশা করি আপনি আমাদের পোস্টটি পড়ে ঈদের খুদে বার্তা, মেসেজ ও ক্যাপশন গুলো সংগ্রহ করতে পেরেছেন। যদি আর্টিকেলটি পড়ে উপকৃত হয়ে থাকেন তাহলে এই পোষ্টটি আপনার পরিচিতদের মাঝে শেয়ার করে দিতে পারেন। এতে করে তারাও ঈদের শুভেচ্ছা জসম্পর্কে জানতে পারবে। এমন আরও প্রয়োজনীয় ব্লগ পোষ্ট পড়তে আমাদের লার্ন-বিডি.কম নিয়মিত ভিজিট করার অনুরোধ রইলো ধন্যবাদ।