প্রাত্যহিক জীবনে আমরা মাঝেমধ্যে এমন কিছু সমস্যার সম্মুখীন যেখানে আইনি সহায়তার প্রয়োজন পরে। যেমনঃ কারো কোন প্রয়োজনীয় ডকুমেন্টস ( এনআইডি কার্ড, পাসপোর্ট, দলিল ইত্যাদি) হারিয়ে গেলে, কোন কিছু চুরি হলে, কোন টাকা পয়সা সম্পর্কিত ঝামেলায় পড়লে আমরা থানায় সাধারণ ডায়েরি বা জিডি করে থাকি।
তবে আমাদের দেশে বেশিরভাগ মানুষ আইন সম্পর্কে ভালোমত জানেন না। যার কারণে অনেক হয়রানির শিকার হতে হয়। তাই তারা জিডি কি, কীভাবে করতে হয় এই বিষয়গুলো সম্পর্কে অবগত নয়। সেজন্য আজকের আর্টিকেলে আমি জিডি লেখার নিয়ম, কেন জিডি লিখবেন, কোন কোন বিষয়ে জিডি করতে হয় ইত্যাদি বিষয় নিয়ে আলোচনা করব।
জিডি কি এবং কেন জিডি করবেন?
জেনারেল ডায়েরি (General Diary) বা সাধারণ ডায়েরির সংক্ষিপ্ত রূপ হচ্ছে জিডি। ফৌজদারি কার্যবিধির ৪৪ ও ১৫৫ ধারা অনুযায়ী পুলিশ জিডি গ্রহণ করে এবং পরবর্তিতে আদালতের অনুমতি নিয়ে তদন্ত করে থাকে।
জিডি লিখিত কিংবা মৌখিক দুইভাবেই করা যায়। কিন্তু জিডি লিখিতভাবে করাই ভালো। আপনি আপনার নিকটস্থ কোন থানায় যেয়ে জিডি করতে পারেন। ঢাকার কয়েকটি থানায় অনলাইন জিডি সিস্টেম চালু করা হয়েছে।
মূলত আপনি কোন প্রতারণা, চুরি বা হুমকির শিকার হলে, কেউ নিখোঁজ হলে যথাযথ কারণ উল্লেখ করে আপনি থানায় সাধারণ ডায়েরি করে রাখতে পারেন। এছাড়া প্রয়োজনীয় কোন ডকুমেন্টস হারিয়ে বা চুরি হয়ে গেলে জিডি করতে পারবেন। যেমনঃ ব্যাংকের চেক, দলিল, সনদ, মোবাইল, ল্যাপটপ, স্বর্ণালঙ্কার ইত্যাদি। জিডি হলো কোন অপরাধ বা দূর্ঘটনা ঘটার সম্ভাবনা পুলিশকে আগে থেকে জানিয়ে রাখা যাতে থানা উক্ত ঘটনা সম্পর্কে অবগত থাকতে পারে।
অনলাইনে থানায় অভিযোগ করার নিয়ম
প্রিয় পাঠক উপরে আমরা বিস্তারিত জানলাম অনলাইনে থানায় জিডি করার নিয়ম সম্পর্কে বিস্তারিত। এখন আমরা এই পর্বে আলোচনা করব অনলাইনে মামলা করার নিয়ম সম্পর্কে। তাই এই পর্বটি মনোযোগ সহকারে পড়লে আপনি সহজে জানতে পারবেন অনলাইনে মামলা করার নিয়ম সম্পর্কে। চলুন বিস্তারিত জেনে নেওয়া যাক তাহলে।
অনলাইনে মামলা করতে প্রথমেই আপনাকে gd.police.gov.bd এই ওয়েবসাইটটিতে প্রবেশ করতে হবে। এরপর অনলাইনে মামলা করার জন্য আপনার ফোন নাম্বার এবং একটি পাসওয়ার্ড ব্যবহার করে নিবন্ধন সম্পন্ন করতে হবে। তাছাড়াও আপনি প্লে স্টোর থেকে Online GD নামক অ্যাপটি ইন্সটল করে অনলাইনে জিডি বা মামলা করতে পারবেন।
এরপর আপনাকে জাতীয় পরিচয় পত্রের মাধ্যমে নিবন্ধন সম্পন্ন করতে হবে। জাতীয় পরিচয় পত্র অপশনে প্রবেশ করার পর আপনার জাতীয় পরিচয় পত্রের নাম্বার এবং জন্ম তারিখ বসাতে হবে।
জাতীয় পরিচয়পত্র যাচাই হওয়ার পর আপনার নাম , ঠিকানা , গ্রাম , জেলা , উপজেলা , থানা , ইউনিয়ন সহ সকল তথ্য সঠিকভাবে পূরণ করতে হবে।
এরপর আপনি যে বিষয় নিয়ে মামলা করতে চাচ্ছেন সে বিষয়ে আপনাকে সিলেক্ট করতে হবে। এবং যে বিষয়টি নিয়ে মামলা করতে চাচ্ছেন সেই বিষয়ে বা মামলার সকল তথ্য সঠিকভাবে বর্ণনা করতে হবে। এবং উভয় পক্ষের সকল তথ্য সঠিকভাবে জানাতে হবে এবং মামলার কাজ সম্পন্ন করতে হবে।
এরপর আপনার ফোনে একটি কিউআর কোড পাঠানো হবে। সেই কিউআর কোড দিয়ে আপনি অল্প কিছু সময়ের মধ্যে অনলাইন কপি সংগ্রহ করতে পারবেন খুব সহজেই।
অনলাইনে জিডি এবং মামলা সংক্রান্ত যেকোনো পরামর্শ এবং তথ্যের জন্য bangladesh@police.gov.bd এই ঠিকানায় মেইল পাঠাতে পারেন।
অনলাইনে জিডি করার নিয়ম
বর্তমানে অনেক থানায় অনলাইনে জিডি করা যায়। আপনি ঘরে বসে কয়েক মিনিটের মধ্যেই ইন্টারনেট ব্যবহার করে নিজের মোবাইল বা কম্পিউটার থেকে জেনারেল ডায়েরি করতে পারবেন।
অনলাইনে জিডি করার সম্পূর্ণ নিয়ম জানতে নিচের ধাপগুলো অনুসরণ করুনঃ
ধাপ-১ঃ মোবাইলে Online GD App ডাউনলোড
সর্বপ্রথম আপনাকে আপনার মোবাইলের গুগল প্লে স্টোর থেকে Online GD App টি ডাউনলোড করতে হবে।
ধাপ-২ঃ একাউন্ট তৈরি
আপনার যদি পূর্বে কোন একাউন্ট খোলা না থাকে তাহলে নিবন্ধন অপশনে ক্লিক করুন। এখন আপনার জাতীয় পরিচয়পত্র নাম্বার এবং জন্ম তারিখ সিলেক্ট করুন। আপনার প্রদান করা তথ্য ঠিক থাকলে আপনি আপনার ভোটার আইডির সব তথ্য দেখতে পাবেন।
এবার আপনার ফেইস ভেরিফিকেশনের জন্য একটি সেলফি তুলতে হবে। অনেক সময় চেহারার পরিবর্তন হলে ফেইস ভেরিফিকেশনে একটু টাইম লাগতে পারে। আপনার ভেরিফাইড সিম নাম্বার দিতে হবে এবং একটি পাসওয়ার্ড দিতে হবে। তাহলেই আপনার একাউন্ট নিবন্ধন সম্পন্ন হয়ে যাবে।
ধাপ-৩ঃ লগইন করা
লগইন করার জন্য আপনাকে আপনার মোবাইল নাম্বার ( যেটি একাউন্ট রেজিস্ট্রেশন করার সময় দিয়েছেন) এবং পাসওয়ার্ড দিতে হবে। লগইন হয়ে গেলে আপনি আপনার জাতীয় পরিচয়পত্রের ঠিকানা ( জেলা, গ্রাম, ইউনিয়ন ইত্যাদি) দেখতে পাবেন। পরবর্তী ধাপে আপনার NID number, Date of Birth, মোবাইল নাম্বার দেখাবে।
পরবর্তীতে মোবাইল স্ক্রিনে আপনার স্বাক্ষর লিখতে হবে। শেষে আপনার মোবাইল নাম্বার, মোবাইল অপারেটর (রবি, বাংলালিংক, গ্রামীনফোন, টেলিটক) ইমেইল অ্যাড্রেস দিয়ে পরবর্তী অপশনে ক্লিক করতে হবে। অতঃপর আপনার ফোনে একটি OTP code আসবে। সেই ভেরিফিকেশন কোডটি টাইপ করুন। তাহলেই আপনার রেজিস্ট্রেশনের সব কার্যক্রম শেষ হবে।
ধাপ-৪ঃ হারানো বস্তুর ডিটেইলস প্রদান
প্রথমে হারানো অপশন নির্বাচন করতে হবে। এরপর ধরুন আপনার মোবাইল হারানো বা চুরি হয়ে গিয়েছে তাহলে মোবাইল অপশনে ক্লিক করবেন। অতপর আপনার মোবাইল এর ডিটেইলস ( যেমনঃ কোন ব্র্যান্ড, ব্যবহৃত মোবাইল নাম্বার, অপারেটিং সিস্টেম ইত্যাদি) উল্লেখ করতে হবে।
আরেকটি বিষয় মনে রাখবেন, অনলাইনে কেবল হারানো জিনিসের জন্য জিডি করা যায় অন্যান্য যেকোন ক্ষেত্রে সরাসরি থানায় যেয়ে অভিযোগ জানাতে হবে।
অনলাইন জিডি ফরম
অনলাইন জিডি ফরম সম্পর্কে আজ আপনাদের সঙ্গে বিস্তারিত আলোচনা করব। আপনি যদি অনলাইন জিডি ফরম সম্পর্কে জানতে চান তাহলে এই পর্বটি মনোযোগ সহকারে পড়ুন। কারণ এই পর্বতে আজ আমরা আলোচনা করব অনলাইন জিডি ফরম সম্পর্কে। চলুন তাহলে জেনে নেওয়া যাক অনলাইন ফরম সম্পর্কে।
বর্তমান সময়ে সাধারণ ডায়েরি বা জিডি করতে এখন আর থানায় যাওয়ার প্রয়োজন হয় না। অনলাইনে খুব সহজেই ঘরে বসে নির্ধারিত ফরম পূরণ করার মাধ্যমে আপনি অনলাইনে জিডি করতে পারবেন। আপনি খুব সহজেই এই https://gd.police.gov.bd/ লিংকটি থেকে অনলাইন জিডি ফরম পিডিএফ ফাইল সংগ্রহ করতে পারবেন।
প্রথমেই আপনি উক্ত ওয়েবসাইটটিতে প্রবেশ করে শুরুতেই দেখতে পাবেন অনলাইনে সাধারণ ডায়েরি নিয়ে কিছু বর্ণনা দেওয়া আছে , এবং একটু নিচে দেখবেন তথ্য দেওয়ার তালিকা রয়েছে , সেখানে আপনি যে ধরনের সাধারণ ডায়েরি করতে চান তা সিলেক্ট করুন।
এর পরবর্তী পৃষ্ঠায় আপনি সাধারণ ডায়েরি করার ফরম পাবেন। ফরম এর শুরুতেই আপনি যে থানায় সাধারণ ডায়েরি করতে চান সেই থানাটি সিলেক্ট করুন। এরপর আপনার নাম ঠিকানা সহ সকল নির্দেশনা গুলি সঠিকভাবে পূরণ করুন এবং সাবমিট বাটনে ক্লিক করুন।
ফরমটি সম্পন্ন করার পর আপনি একটি শনাক্তকরণ নাম্বার পাবেন সেটি সংরক্ষণ করুন। এবং নির্দিষ্ট সময় সেই নাম্বারটি নির্দিষ্ট থানায় দেখানোর মাধ্যমে আপনি অনলাইনে আপনার সাধারণ ডায়েরি সত্যায়িত কপিটি সংগ্রহ করতে পারবেন।
অনলাইনে জিডি কপি ডাউনলোড করুন
অনলাইনে জিডি কপি ডাউনলোড করতে প্রথমেই আপনাকে প্লে স্টোর থেকে Online GD নামক অ্যাপসটি ডাউনলোড করতে হবে অথবা gd.police.gov.bd এই ওয়েবসাইটটিতে প্রবেশ করে ফোন নাম্বার এবং একটি পাসওয়ার্ড দেওয়ার মাধ্যমে নিবন্ধন করতে হবে।
নিবন্ধন সম্পন্ন করার পর আপনার জাতীয় পরিচয় পত্রের নাম্বার এবং জন্ম তারিখ দিতে হবে। এরপর সকল নির্দেশনা বলি সঠিক ভাবে পূরণ করার পর জিডি সম্পন্ন করতে হবে। জিডি সম্পন্ন হওয়ার পর আপনাকে একটি স্বয়ংক্রিয়ভাবে কোড দেওয়া হবে, সেই কোডটি ব্যবহার করে আপনি অনলাইনে জিডি কপি খুব সহজেই ডাউনলোড করতে পারবেন।
জিডি নমুনা কপি
তারিখঃ ………………
বরাবর
ভারপ্রাপ্ত কর্মকর্তা
………………..থানা, ।
বিষয় : সাধারণ ডায়েরি করার আবেদন।
জনাব,
বিনিত নিবেদন এই যে, আমি নিম্ন স্বাক্ষরকারী নাম ………….
বয়স : ………………………………………………………
পিতা/স্বামী : ………………………………………………..
ঠিকানা : …………………………………………………….
বর্ণনা : যথাবিহীত সম্মানপূর্বক বিনীত নিবেদন এই যে, আমি সানি রহমান, আমার পিতা মোঃ আব্দুর রহমান। গত ৫ তারিখ সাহেব বাজার এলাকায় একটি কাজের জন্য আমি আর আমার বাবা যাই। সেখান থেকে ফেরার পথে একদল কিশোর আমাদের ছিনতাই করে টাকা-পয়সা, মোবাইল ফোন নিয়ে যায়।
মোবাইলে আমাদের সিম কার্ড এবং অনেক গুরুত্বপূর্ণ তথ্যাদি রয়েছে যার কারণে ফোনটি পুনরুদ্ধার করা প্রয়োজন। নিচে মোবাইলের মডেল এর ডিটেইলস সংযুক্ত করা হলো।
অতএব, জনাবের নিকট আকুল আবেদন এই যে, মোবাইল ফোনটি খুঁজে পেতে সাধারণ ডায়েরি লিপিবদ্ধ করার জন্য আবেদন জানাচ্ছি। (যা যা হারিয়ে গেছে তা লিখ)
বিষয়টি থানায় অবগতির জন্য সাধারণ ডায়েরিভুক্ত করার অনুরোধ করছি।
বিনীত নিবেদক
……………………
মোবাইল নং: ………..
তবে আমি আপনাদের সুবিধার জন্য নিম্নে একটি জিডি নমুনা কপির ছবি দিয়ে দিলাম।
অনলাইন জিডি সম্পর্কে আমাদের মতামত
উপরোক্ত আলোচনার প্রেক্ষিতে আপনি অবশ্যই জানতে পেরেছেন কিভাবে অনলাইনে জিডি করতে হয় তার নিয়ম সম্পর্কে। তাই আর বিরম্বনা না করে আপনার সঠিক তথ্য প্রশাসনের কাছে দিতে এবং আপনি প্রশাসনের সহায়তা পেতে আপনার কোন কিছু হারিয়ে গেলে বা পেয়ে থাকলে এখন থেকে ঘরে বসে অনলাইনে জিডি করুন খুব সহজে।
আশা করি আপনি আমাদের পোস্টটি পড়ে অনলাইনে জিডি করার নিয়ম এবং অনলাইন জিডি ফরম কালেক্ট করতে পেরেছেন। যদি আর্টিকেলটি পড়ে উপকৃত হয়ে থাকেন তাহলে এই পোষ্টটি আপনার পরিচিতদের মাঝে শেয়ার করে দিতে পারেন। এতে করে তারাও অনলাইনে জিডি করার নিয়ম সম্পর্কে জানতে পারবে। এমন প্রয়োজনীয় ব্লগ পড়তে লার্ন-বিডি.কম ভিজিট করার অনুরোধ রইলো ধন্যবাদ।