নাইট ক্রিম যা রাতে ব্যবহার করা হয়ে থাকে। সারাদিনের ধূলাবালি এবং সূর্যের ক্ষতিকর রশ্মি থেকে মুক্তি পেতে নাইট ক্রিম ব্যবহার করা হয়ে থাকে। দিনের থেকে রাতে বেশি আমাদের ত্বকের কোষগুলো সতেজ হতে শুরু করে। এই ত্বকের সতেজতা আরো বাড়িয়ে তুলতে নাইট ক্রিম ব্যবহার করা হয়ে থাকে। যেটি ব্যবহারে ত্বক প্রয়োজনীয় পুষ্টি পাওয়ার পাশাপাশি ত্বকের আদ্রতা বজায় থাকে।
নাইট ক্রিম ব্যবহারে মেয়েদের ত্বক অনেক বেশি কোমল, মসৃন এবং উজ্জ্বল হয়ে থাকে। কারন নাইট ক্রিম গুলোতে থাকা বিদ্যমান ভিটামিন-এ, হায়ালুরোনিক অ্যাসিড, ভিটামিন-সি এবং অ্যান্টিঅক্সিডেন্ট উপাদান। যা ত্বকের টান টান ভাব ধরে রাখতে এবং বয়সের ছাপ মুছে দিতে সাহায্য করে। মেয়েদের জন্য কোন নাইট ক্রিম সবচেয়ে ভালো হবে এবং কিভাবে ব্যবহার করতে হবে, সে সম্পর্কে আরো বিস্তারিত জানতে সমস্ত আর্টিকেলটি মনোযোগ সহকারে পড়ুন।
মেয়েদের জন্য কোন ক্রিম সবচেয়ে ভালো
ছেলেদের থেকে মেয়েরা তাদের ত্বকের প্রতি বেশি যত্নশীল হয়ে থাকে। এজন্য তারা নান ধরনের ফেসওয়াস, ক্রিম এবং নাইট ক্রিম ব্যবহার করে থাকে। এক্ষেত্রে তারা চায় সবচেয়ে ভালো মানের পণ্য ব্যবহার করে থাকে। কিন্তু এখানেই বাধে বিপত্তি কোন কোন নাইট ক্রিম ভালো, কোনটি তাদের ত্বকের জন্য উপযুক্ত এসকল বিষয় কোন নাইট ক্রিম ক্রয় করার পূর্বে তাদের চিন্তার বিষয়।
মেয়েদের চিন্তার অবসান ঘটিয়ে আমি এমন কিছু নাইট ক্রিম নিয়ে আলোচনা করবো, যেগুলোর যেকোন একটি তারা ব্যবহার করতে পারেন। চলুন জেনে নেই মেয়েদের জন্য কোন নাইট ক্রিম সবচেয়ে ভালো-
ক্লিনিক ময়েশ্চার সার্জ রাতারাতি মাস্ক ৩০ মিলি: এটি একটি নাইট মাস্ক ক্রিম। যাদের ত্বক অনেক বেশি শুষ্ক তারা এটি ব্যবহার করতে পারেন। এটি ব্যবহারে ত্বকের আদ্রতা বজায় থাকে। কারণ এতে রয়েছে অ্যালোভেরা, মধু এবং অন্যান্য হাইড্রেটিং উপাদান যা ত্বকে আদ্রতা ধরে রাখতে সাহায্য করে। এটি অনেকটা জেলের মত হয়ে থাকে, যার ফলে খুব সহজেই আমাদের ত্বক এটি শোষন করতে পারে।
এটি সব ধরনের ত্বকের জন্যই উপকারি। অ্যালার্জি হোক বা অন্য কোন ত্বকের সমস্যা এই ক্রিম সহজেই ব্যবহার করতে পারবেন। কারণ এই ক্রিমে কোন ধরনের প্যারাবেন, ফথালেট বা কোন সুগন্ধি ব্যবহার করা হয় না। তাই সকল ত্বকের সাথে মানিয়ে যায়। ত্বকে অ্যালর্জি বা অন্য কোন সমস্যা থাকলে তা সাড়াতে সাহায্য করে। এর দাম মাত্র ১৪৮০ টাকা
Olay Regenerist নাইট রিকভারি ক্রিম ৫০ মিলি: এটি একটি অ্যান্টি এজিং নাইট ক্রিম। যা বার্ধক্য হওয়ার থেকে আমাদের রক্ষা করে। এতে থাকা রেটিনয়েড ও অ্যামিনো পেপটাইড উপাদান আমাদের ত্বককে সতেজ করে উজ্জিবিত করে। এছাড়া এতে রয়েছে হায়ালুরোনিক অ্যাসিড যা ত্বকের আদ্রতা দীর্ঘ সময় ধরে রাখতে সহায়তা করে এবং ত্বকের মসৃণতা বজায় রাখতে কাজ করে।
এই ক্রিমটি তাদের জন্য বেশি উপকরি যাদের বয়স ৩০ বছরের বেশি। এসময় ত্বকে অনেক বেশি ক্ষতিকর ব্যকটেরিয়া সংক্রমন হয় থাকে, যা ক্রিমটি ব্যবহারে ভালো রাখা সম্ভব। এছাড়া ত্বকের বলিরেখা ও ফাইন কমাতে ও বেশ কার্যকর এই ক্রিমটি। দাম একটু বেশি হলেও এই ক্রিমটি ব্যবহার করার চেষ্টা করুন। এর দাম মাত্র ২৬৪০ টাকা
লরিয়াল প্যারিস রিভিটালিফ্ট অ্যান্টি-রিঙ্কেল + ফার্মিং নাইট ক্রিম: এটি ও একটি অ্যান্টি এজিং ক্রিম। যা বয়সের ছাপ থেকে আমাদের রক্ষা করে থাকে। এই ক্রিমটি ব্যবহারে আমাদের ত্বক অনেকটা শীতল অনুভূতি প্রদান করে এবং এতে থাকা সেন্টেলা আসিয়াটিকার উপাদান ত্বকের কোষ গুলোকে সতেজ রাখে এবং নতুন কোষ সৃষ্টি হওয়াতে সহায়তা করে।
এছাড়া ত্বকে শুষ্কতা দূর করে ত্বককে গভীরভাবে আদ্রতা প্রদান করে। এটি এমন একটি ক্রিম যা সকল বয়সের মানুষদের জন্য ব্যবহার যোগ্য। এটি নিয়মিত ব্যবহারে ত্বক কোমল, মসৃনতা প্রদান করার পাশাপাশি ত্বককে উজ্জ্বল করে। এর দাম ১৮৫০ টাকা
স্থায়ীভাবে ফর্সা হওয়ার নাইট ক্রিম
যেকোনো ক্রিম ব্যবহার করার পূর্বে অবশ্যই আপনাকে আপনার ত্বকের জন্য কোন ক্রিমটি শুট করছে এবং ত্বকের জন্য ভালো হবে সেই ক্রিমটি ব্যবহার করতে হবে। কয়েকটি স্থায়ীভাবে ফর্সা হওয়ার নাইট ক্রিমের নাম ও দাম নিচে দেওয়া হল।
- লোটাস ভেষজ নাইট ক্রিম: 950 টাকা
- পন্ডস গোল্ড রেডিয়েন্ট ইয়ুথফুল নাইট রিপেয়ার ক্রিম : 2000 টাকা
- গার্নিয়ার ত্বকের প্রাকৃতিক হালকা সম্পূর্ণ সিরাম ক্রিম : 250 টাকা
- বেলা ভিটা অর্গানিক প্যাপিবলেম পিগমেন্টেশন ব্লেমিশ ক্রিম: 600 টাকা
- ল্যাকমে অ্যাবসলিউট পারফেক্ট রেডিয়ান ব্রাইটনিং নাইট ক্রিম : 750 টাকা
- লরিয়াল প্যারিস হোয়াইট নিখুঁত নাইট ক্রিম: 1100/1250 টাকা
- চাঁদনী ওয়েটিং ক্রিম: 200 টাকা
- গোল্ডেন পার্ল বিউটি ক্রিম: 250 টাকা
- বকেয়া বিউটি ক্রিম: 220 টাকা
- নূর হেরল বিউটি ক্রিম : ১৮০ টাকা
- নিউফেস হোয়াইটিং ক্রিম: 250 টাকা
- সুপার ভিগা স্প্রে: 950/1300 টাকা
বিশ্বের সেরা নাইট ক্রিম
সারা বিশ্ব ব্যাপি বেশ কয়েকটি ব্র্যান্ডের নাইট ক্রিম অনেক বেশি প্রচলিত। যা ত্বকে ভেদে একেক জন একেক নাইট ক্রিম ব্যবহার করে থাকে। যেমন শুষ্ক ত্বকের জন্য আলাদা ক্রিম, তৈলাক্ত ত্বকের জন্য আলাদা ক্রিম, বয়সের ছাপ এড়িয়ে চলতে আলাদা ক্রিম এবং মসৃণতা ও উজ্জ্বলতা বৃদ্ধিতে আলাদা ক্রিম ব্যবহার করে থাকে। নিম্নে কিছু বিশ্বের সেরা নাইট ক্রিমের নাম দেওয়া হলো-
- ল’ওরিয়াল প্যারিস রেভিটালিফ্ট লেজার এক্স৩ নাইট ক্রিম মূলত সব ধরনের ত্বকে ব্যবহার করা যায়।
- ক্লিনিক স্মার্ট নাইট কাস্টম রিপেয়ার ময়েশ্চারাইজার মূলত শুষ্ক ত্বকের জন্য ব্যবহার যোগ্য।
- কিহেলের মিডনাইট রিকভারি কনসেনট্রেট, এটি মূলত সব ধরনের ত্বকে ব্যবহার যোগ্য।
- নিউট্রোজেনা হাইড্রো বুস্ট জেল-ক্রিম এটি মূলত তৈলাক্ত ও শুষ্ক ত্বকের জন্য বিশেষ ভাবে তৈরী।
- Estée Lauder অ্যাডভান্সড নাইট মেরামত সিঙ্ক্রোনাইজড রিকভারি কমপ্লেক্স II – বয়সের ছাপ এড়িয়ে চলতে বিশেষ ভাবে তৈরী।
আয়ুর্বেদিক নাইট ক্রিম
আপনারা অনেকেই আয়ুর্বেদিক নাইট ক্রিম নাম জানতে চেয়ে থাকেন। মূলত এজন্যই পোষ্টের এই অংশে আমরা আয়ুর্বেদিক নাইট ক্রিম নাম তালিকাবদ্ধভাবে নিচে উল্লেখ করেছি যথাঃ
গার্নিয়ার প্রাকৃতিক আলো সম্পূর্ণ নাইট ক্রিম
- Loreal প্যারিস হোয়াইট নিখুঁত নাইট ক্রিম
- Olay Paris White পারফেক্ট নাইট ক্রিম
- ভিচি নাইট ক্রিম
- লোটাস ভেষজ নাইট ক্রিম
- প্রাকৃতিক সাদা নাইট ক্রিম
- পুকুরের ঝকঝকে নাইট ক্রিম
- বায়োটিক হোয়াইটিং নাইট ক্রিম
- পেওট হোয়াইটিং নাইট ক্রিম
কম দামে ভালো নাইট ক্রিম
আমরা অনেকেই ভেবে থাকি ভালো নাইট ক্রিম কিনতে গেলে অনেক উচ্চমূল্যে কিনতে হয়। কিন্তু এই ধারনাটি একদমই সঠিক নয়। কারণ বর্তমান সময়ে এমন অনেক ক্রিম পাওয়া যায় সেগুলো ত্বকের জন্য খুবই উপকারি এবং দামে ও অনেক কম হয়ে থাকে। তেমনি কিছু ক্রিম নিয়ে আলোচনা করবো। চলুন জেনে নেই কম দামে ভালো নাইট ক্রিম সম্পর্কে বিস্তারিত-
আপনি সেই সকল নাইট ক্রিম ক্রয় করার চেষ্টা করুন, যেই নাইট ক্রিম গুলোতে হায়ালুরনিক এসিড, কোকোয়া বাটার বা শিয়াবটার সহ ভিটামিন-ই রয়েছে কিনা। যদি কোন নাইট ক্রিমে সকল উপাদান বিদ্যমান থাকে, তাহলে অবশ্যই সেই নাইট ক্রিমটি ক্রয় করতে পারেন। যেহেতু কম দামে কিনবেন সেহেতু বাজার যাচাই করে ক্রয় করা উচিত।
CeraVe হাইড্রেটিং হায়ালুরোনিক অ্যাসিড সিরাম: এটি একটি জনপ্রিয় নাইট সিরাম। যা ব্যবহারে আমাদের ত্বক উজ্জ্বল ও কোমল হয়ে থাকে। কারন এতে রয়েছে হায়ালুরোনিক অ্যাসিড, যা ত্বকের গভীরে প্রবেশ করে এবং ত্বকের আদ্রতা বাজায় রাখতে এবং কোমলতা ধরে রাখতে সাহায্য করে। এটি তৈলাক্ত ত্বকের জন্য ও বেশ কার্যকারি হয়ে থাকে। অন্যান্য ক্রিমের তুলনায় এটি দাম অনেকটা কম। এই ক্রিমের দাম মাত্র ২৯৫০ টাকা
Mamaearth নাইট ফেস ক্রিম ৫০ মিলি: এটি ক্রিমটি মূলত ত্বক ভালো রাখার একটি নাইট ক্রিম। এই ক্রিমে থাকা কোলাজেন এবং হায়ালুরোনিক উপাদান ত্বকের কোষ গুলোকে সতেজ রাখে এবং দীর্ঘ সময় ধরে আর্দ্রতা বজায় রাখে। এটি ত্বকে বয়সের ছাপ পড়তে দেয় না। এটি সহজেই ত্বকের সাথে মিশে যায় যার কারনে ত্বক হয় মসৃন ও উজ্জ্বল। এই ক্রিমের দাম মাত্র ১৩৫০ টাকা
ল’রিয়াল প্যারিস হোয়াইট পারফেক্ট নাইট ক্রিম ৫০ মিলি: এই নাইট ক্রিমটি ব্যবহারে আমাদের ত্বকে মেলানিন উৎপাদন কমে যায়, যার কারণে আমাদের ত্বক হয় উজ্জ্বল এবং ত্বকে থাকা সকল দাগ দূর হয়। এই নাইট ক্রিমটি নিয়মিত ব্যবহারে আমাদের ত্বক সূর্যের ক্ষতিকর রশ্মি থেকে রক্ষা পায় যার ফলে ত্বকে কোন রোদেপোড়া দাগ পড়ে না। এছাড়া নিয়মিত এই ক্রিমটি ব্যবহারে ত্বক সবসময় হাইড্রেট থাকে। ফলে আমাদের ত্বক থাকে নরম ও কোমল। এই ক্রিমের দাম মাত্র ১৪৫০ টাকা
তৈলাক্ত ত্বকের জন্য ভালো নাইট ক্রিম
হায়ালুরনিক এসিডযুক্ত নাইট ক্রিম তৈলাক্ত ত্বকের আপুদের জন্য বেস্ট অপশন কেননা এই এসিড ত্বকে তৈলাক্ততা দূরে করতে সাহায্য করে।এ রকম একটি নাইট ক্রিম Lakmé Absolute Perfect Radiance Skin Lightening Night Crème। ত্বকে উজ্জ্বলতা বৃদ্ধি করার পাশাপাশি ত্বক টানটান করতেও সহায়তা করে।
ঘরে তৈরি নাইট ক্রিম
বাজারে যেসকল নাইট ক্রিম পাওয়া যায়, তা তৈলাক্ত ত্বকের জন্য খুব কম উপকারে আসে। এই ধরনের ত্বকের জন্য প্রয়োজন হয় ঘরে তৈরী করা নাইট ক্রিমের। এই ধরনের ক্রিম তৈরী করা এবং ব্যবহার কারা অনেকটা সহজ বলে অনেকেই এটি তৈরী এবং ব্যবহার করে থাকে। আপনি কিভাবে ঘরে বসেই একটি নাইট ক্রিম তৈরি করে ব্যবহার করবেন সেই সম্পর্কে নিম্নে আলোচনা করা হলঃ
অ্যালোভেরা ও লেবুর রস: প্রথমে একটি পরিষ্কার পাত্রে কিছু অ্যালোভেরা জেল নিন। এবার তাতে লেবুর রস এবং পরিমান মত গোলাপজল মিশিয়ে নিন। ভালো ভাবে মিশানো হয়ে গেলে রাতের বেলা সেটি মুখে লাগিয়ে রেখে দিন। সারারাত মুখে লাগিয়ে সকালে হালকা গরম পানি দিয়ে ধুয়ে ফেলুন।
চন্দন ও গোলাপ জল: প্রথমে চন্দন ভালো ভাবে গুড়ো করে নিন। এমন ভাবে গুড়ো করুন যাতে মিহি হয়ে যায়। আবার তাতে পরিমিত গোলাপ জল দিয়ে একটি পেস্ট তৈরী করে নিন। এবার মুখ ভালো ভাবে পরিষ্কার করে পেস্টটি সমান ভাবে লাগিয়ে নিনি। সারারাত রেখে সকালে গরম পানি দিয়ে ধুয়ে ফেলুন।
দই ও মধু: যে কোন দই হলেই হয়, তবে টক দই হলে বেশি ভালো হয় এটি ত্বকের জন্য উপকারি। একটি পাত্রে দই নিয়ে তাতে সামান্য পরিমান মধু নিয়ে ভালোভাবে মিশান। মেশানো হয়ে গেলে এবং সমস্ত মুখ জুড়ে তুলার বলের সাহায্যে ধীরে ধীরে লাগিয়ে সারা রাত রেখে দিনে এবং সকালে গরম পানিতে ধুয়ে ফেলুন। এভাবেই ঘরোয়া পদ্ধতিতে নাইট ক্রিম তৈরী করা যায়।
মেয়েদের ক্রিম সম্পর্কে লেখকের মতামত
আমরা ইতিমধ্যে মেয়েদের জন্য কোন ক্রিম সবচেয়ে ভালো সেই সম্পর্কে আপনাদের জানানোর চেষ্টা করেছি। আপনি যদি শুরু থেকে শেষ অবদি পড়েন তাহলে আশা করছি আমার মেয়েদের ক্রিম নিয়ে যাবতীয় বিষয়সমূহ জেনে আপনাদের উপকারে আসবে। মেয়েদের ক্রিম সম্পর্কে কোন মতামত কিংবা কোন প্রশ্ন থাকলে কমেন্ট করে জানাবেন।
আর চাইলে এটি শেয়ার করে আপনার মেয়ে বন্ধুদের মাঝে শেয়ার করে তাদেরও জানানোর সুযোগ করে দিতে পারেন। আজকে আমরা আপনাদের মাঝে মেয়েদের জন্য কোন ক্রিম সবচেয়ে ভালো নিয়ে বিস্তারিত অনেক তথ্য আলোচনা করলাম। এমন আরও প্রয়োজনীয় তথ্যমূলক ব্লগ পোষ্ট পড়তে আমাদের এই সাইটটি নিয়মিত ভিজিট করার অনুরোধ রইলো ধন্যাবাদ।