মনের ভাব প্রকাশ করার জন্য স্ট্যাটাস একটি অন্যতম মাধ্যম। বলে বোঝানোর চাইতে পোস্ট করলে হাজারো ব্যক্তিরা দেখে বোঝা যায় যে আসলে পোস্টকারি কি বুঝাতে চাচ্ছেন। ছেলেদের ফেসবুক স্ট্যাটাস ও স্টাইলিশ ফেসবুক স্ট্যাটাস সম্পর্কে বিস্তারিত থাকছে আজকের আর্টিকেলটিতে।
যারা নিজের মনের ভাব প্রকাশ করতে, দুঃখ, আনন্দ, অনুভূতি, শেয়ার করার জন্য স্ট্যাটাস খুঁজছেন আজকের আর্টিকেলটি তাদের উদ্দেশ্যেই। এই আর্টিকেলটিতে সবচাইতে সেরা ২০২৪ সালের ছেলেদের ফেসবুক স্ট্যাটাস তুলে ধরেছি।
ছেলেদের ফেসবুক স্ট্যাটাস
বর্তমানে শতকরা ৯০% লোকের উপর ফেসবুক ব্যবহার করেন। ফেসবুকে স্ট্যাটাস শেয়ার করে মনের ভাব প্রকাশ করা যায়। পাশাপাশি বন্ধুদের সাথে হাসিঠাট্টা, আনন্দ উল্লাস, প্রেরণা, অনুপ্রেরণা শেয়ার করা যায়। ফেসবুকে শেয়ার করা যায় এরকম কিছু ছেলেদের স্ট্যাটাস নিম্নে উল্লেখ করে দেয়া হল–
- কাউকে ভালবাসলে বিশ্বাস করতে হয় সন্দেহ নয়।
- দুষ্ট প্রেমিকার চাইতে শূন্য প্রেম অনেক ভালো।
- মেয়েরা সুন্দর মেকাপে ছেলেরা সুন্দর ক্যাশব্যাকে।
- পৃথিবীতে সবচাইতে কষ্টের ছ্যাকা খেয়ে ব্যাকা হওয়া।
- পরিশ্রম ছাড়া কখনোই সাফল্য অর্জন করা সম্ভব নয়।
- একদিন আমারও টাকা থাকবে পকেটে নয় রকেটে।
- পাগল তো সেই যে এখনো আমার পিছনে ঘুরেনি।
- ধৈর্য ধরে আছি নিশ্চয়ই একদিন অবস্থার পরিবর্তন ঘটবে।
- আপন মানুষ কষ্ট দিলে সহ্য করা যায় না, কিন্তু অন্য কেউ কষ্ট দিলে সহ্য করা যায়।
- আমি আমার নিজের গল্পে সেরা, অন্যের কাছে ভালো হই বা না হয় তাতে কিছু যায় আসে না।
স্মার্ট ছেলেদের ফেসবুক স্ট্যাটাস
স্মার্ট ছেলেদের ফেসবুক স্ট্যাটাস সম্পর্কে অনেক ছেলেরাই খোঁজ করেন। তাদের উদ্দেশ্যে কিছু স্মার্ট ছেলেদের সেরা স্ট্যাটাস দেওয়া হলোঃ
- জীবনে সফল হতে লক্ষ স্থির রাখা জরুরি। আপনি যে কাজটি পারেন, সেটির প্রতিই সময় দিন। সফলতা নিজে এসে ধরা দেবে।
- অন্য কারোর সাথে নিজেকে তুলনা করতে যাবেন না। নিজেই নিজেকে ছাড়িয়ে যান।
- কথায় আছে, সময় এবং স্রোত কারো জন্য অপেক্ষা করে না। তাই সময়ের কাজ সময়ে করার চেষ্টা করুন।
- স্বপ্ন দেখছেন বিশাল আর পরিশ্রম করছেন সামান্য। যেটা নিজেকে হতাশার দিকে ঠেলে দেওয়ার সম্ভাবনা বেশি এজন্য আপনি যদি স্বপ্ন পূরন করতে চান, তাহলে প্রয়োজন অক্লান্ত পরিশ্রম।
- জীবনে অনেক কঠিন সময় আসবে, যেখানে চুপ করে থাকা ছাড়া কোন উপায় থাকে না। কিন্তু সময় অতি দূত ছুটে চলে, অপেক্ষা করুন সুদিন অতি সন্নিকটে।
- আপনি যতি সফল হতে চান, তাহলে নিজের প্রতি ইরা আস্থা রাখুন। সফলতা সে তো সময় সাপেক্ষ।
- নিজেকে কখনই ভীতু ভাববেন না। সবসময় চেষ্টা করবেন নিজেকে সাহস দেওয়া। কেননা এই সাহসী আপনাকে একদিন অনেক বড় সাফল্য নিয়ে সামনের দিকে অগ্রসর করতে সহায়তা করবে।
- স্বপ্ন অনেক বড় দেখুন, স্বপ্ন অবদি পৌঁছাতে না পারলেও স্বপ্নের কাছাকাছি পৌঁছাবেন। কথায় রয়েছে যে স্বপ্ন দেখে, সে অর্জন করে।
- জীবনে কিছু করতে ঘর থেকে বেড়িয়ে পড়ুন, এসি ঘবে শুয়ে বড় স্বপ্ন দেখা সে তো মরিচিকা।
- আপনার যদি কিছু না থেকে থাকে তাহলে তাহলে কখনই নিজেকে ছোট করে অন্যের মাঝে পেশ করবেন না।
- খুশিটা যদি হয় ক্ষণিকের তাহলে আপনার বড় স্বপ্নগুলোকে নিস্তেজ করে দিবেন না। জীবনে কঠোর পরিশ্রম করে সফলতা গড়ে তুলুন।
- নিজেকে সবসময় সৃজনশীলতার মাঝে পেশ করান, পরিশ্রম করে আরেকজন যেই কাজ প্রতিনিয়ত করছে সেই কাজ আপনি আপনার বুদ্ধিমত্তা দিয়ে করার চেষ্টা করবেন।
স্টাইলিশ ফেসবুক স্ট্যাটাস
আপনারা অনেকেই স্টাইলিশ ফেসবুক স্ট্যাটাস জানতে চেয়ে থাকেন। এজন্য আমরা পোষ্টের এই পাঠে ফেসবুকে পোষ্ট করার মতো কয়েকটি স্টাইলিশ ফেসবুক স্ট্যাটাস নিম্নে তুলে ধরেছি।
💔 কারোর বিরক্তির কারণ হওয়ার চেয়ে,
একাকিত্ব জীবন অনেক ভালো।🤬
💖 “বিশ্বাস” খুব ছোট একটা শব্দ….
যা পড়তে এক সেকেন্ড সময় লাগে,
ভাবতে কয়েক মিনিট লাগে,
বুঝতে কয়েকদিন লাগে, আর প্রমাণ করতে সারাটা জীবন….👥
🤷♂️ খুশি এমন একটি জিনিস,
যা নিজের কাছে না থাকার সত্বেও
অপরকে দেয়া যায়।🙂
❤️ জীবনে অর্থের মূল্য আছে,
কিন্তু অর্থই সব নয়…. 💰
আরো পড়ুন:সেরা ফেসবুক স্ট্যাটাস এবং বেস্ট ক্যাপশন জানুন।
👤 স্বার্থ পরেরাই ভালো থাকে
আর বোকারা কেবল অপরকে ভালো রাখে। 💔🤷♂️
🕰️বাস্তবতা কখনো গল্পের মত হয় না……!🕰️🚶♂️
👥 মানিয়ে নাও,
না হয় মেনে নাও,
এই দুই মিলেই জীবন। 💼
😔 একটু সুখের অনুভূতি পাবার জন্য…
অনেকগুলো খারাপ দিনের সাথে মোকাবিলা করতে হয়।
তাই ধৈর্য সবসময় সাথে রেখো। 😊
✨–শত বাধার পরও ছেড়ে যাবে না, এমন
একজন মানুষ, সবার জীবনে আসুক”-;)<•
– নিজেকে এমন ভাবে বদলে নিতে শিখুন????
যাতে মানুষ আপনার পুরাতন রুপ দেখার জন্যে আফসোস করে❞ツ
কান্নার পরে হঠাৎ পুরুষের মুচকি, হাসি.!
ভয়ংকর কিছু নিয়ে আসে
স্বার্থপর মানুষ চিনতে আয়না লাগে না…!! শুধু সময়ের প্রয়োজন হয়..!
জীবনে যাই হোক কখনো হাসতে ভুলে যেও না࿐
কারন হাসিটা তোমার শক্তি আর সাহস যোগাবে!-
ফেসবুকে ঢুকলে মনে হয়???? লবন খাইয়া মইরা যাই
_ চারদিকে শুধু In a Relationship????
— আর মাঝখানে আমি এখনও সিঙ্গেল
ღ-⊱༎একা-⊱༎থাকতেই-⊱༎ভালোবাসি..
~”পুরুষরা কখনো ফুল হয়না,
-তারা হয় গাছের ডাল’..!
-পাহাড়ের উপর দাঁড়িয়ে︵❝།།
シ︎ আকাশ যতটা কাছে মনে হয়..! ☁
─༅༎•─ আকাশ ততোটা কাছে নয়..!????
আসলে সে মানুষ গুলা ততোটা আপন নয়..!!
সফলতা কত দূর জানি না ☹︎
☹︎ক্লান্ত হবো কিন্তু থেমে যাবো না♡︎
~কবি বলেছেন …!
-যেখানে দেখবে সুন্দরী নারি…!
~ছুরে মারো পানি…!
-পাইলেও পাইতে পারো…!
~ময়দার মাঝে কয়লার খনি…!
❞༎༊পোস্ট টা ভালো করে পড়ুন❞༎༊࿐
❞༎༊কান্না আসবেই❞༎༊
❞༎༊আমি ❞༎༊࿐????
—–অর্থের শূন্যতার চেয়ে
_ প্রিয়জনের শূন্যতা “”””!!! —
—-মানুষকে বেশি কাঁদায়,,,,,!!! ꧁⭑
﹏নিজের জীবনের লড়াইটা﹏﹏
নিজেকে লড়তে হবে〰︎
⚊⚊জ্ঞান অনেকেই দেবে–
~কিন্তু~
সঙ্গ কেউ দেবে না
মানুষ আসবে,,মিশবে,,পরিবর্তন হবে
চলেও যাবে!
কিন্তু দিনশেষে তোমারই তুমি,আর কেউই তোমার না
”প্রতি’টা মানুষ-ই সুখী.!
-তার নিজ নিজ কল্পনার জগতে.!!
༆ আকাশ ࿐
’✨” কিছু কিছু মানুষ কল্পনাতেই বেশি সুখী!< ✨
ღ۵❝কারো জীঁবনের গল্প হতে চাঁই না,???? ღ༎❛”হঠাৎ মনে পড়া
ঠোঁটের কোনে মুচকি হাঁসি,হয়ে থাকতে চাই!!::::!!!!!!❤️
…༄❥︎না আমি কারো নেশায় আসক্ত
♥︎♥︎আর না কারো কাছে
বিষাক্ত ♥︎╣[–]╠♥︎༄❤️༄⁂
♡︎আমার শহরে আমি একাই __
যথেষ্ট ♡♡⁂༄✌️
সুন্দর মুহূর্তের অস্তিত্ব আছে বলেই
শত’ যন্ত্রণার মাঝেও আমরা আনন্দ নিয়ে বেচেঁ থাকি
”কেউ পছন্দ না করলে,,
কি যায় আসে,,
””আল্লাহ তো,,
পছন্দ করেই বানিয়েছে,, ❤️
シ”-প্রিয়ুসী-Ξ
-” প্রতিষ্ঠিত হওয়ার জন্য /\এই অচেনা শহরে আসছি।
সিঙ্গেল ছেলেদের ফেসবুক স্ট্যাটাস
আমরা অনেকই রয়েছি প্রাপ্ত বয়স হওয়ার পরও এখনো সিঙ্গেল। তবে বর্তমান সময়ে অনেকেই প্রেম করে কিন্তু নিজেকে সিঙ্গেল হিসেব দাবি করে। আপনি পিওর সিঙ্গেল হোন বা প্রেম করার পর ও সিঙ্গেল হোন। ঙ্গেল ছেলেদের ফেসবুক স্ট্যাটাস গুলো নিম্নে উল্লেখ করে দেয়া হল–
- সিঙ্গেল লাইফ বেস্ট যা সবার কপালে জোটে না।
- যে ব্যক্তেরা চুপ থাকে তারাই বেশি অপদস্থ হয়। সফলতা অর্জনের জন্য মুখ খুলতেই হয়।
- যেদিন তোমায় দেখেছি সেদিন থেকে স্বপ্নের মধ্যে হারিয়েছি।
- আমার ও মাঝে মাঝে প্রেম করতে ইচ্ছা করে, কিন্তু চারিদিকে শুধূ হৃদয় পোড়ার গন্ধ। তাই আমার হৃদয়কে সুরক্ষা দিতে আজও আমি সিঙ্গেল।
- প্রেমিক বা প্রেমিকাকে সঠিক মানুষ পাওয়ার উপমা না দিয়ে বাবা মাকে দিন। কারণ আপনার বাবা-মা আপনার শুভাকাঙ্ক্ষী, তারাই আপনার জন্য সঠিক মানুষ।
- আজ একটি তুমি নেই বলে আমি রাত ১০ টার মধ্যে ঘুমিয়ে যাই। আমার চোখের নিচে কোন কালো দাগ নেই।
- আমি ভালোবাসা খুঁজতে গিয়ে, বার বার আমাকে খুঁজে পেয়েছি। আমি সার্থক।
- অনেকের একজন করে তুমি থাকে। আর আমার জন্য আমি আছি এবং আমার জন্য আমি যথেষ্ট।
- আমি কারো সাথে আপোষ মানিয়ে চলিনা বলেই, আমি সিঙ্গেল। ভালো আছি, বিয়ের আগে অবদি ভালো থাকতে চাই।
- সিঙ্গেল থাকাকালীন জীনকে উপভোগ করুন। কারণ প্রেমে পড়লে তো, হাসি-কান্না করতে ও অনুমতি লাগে।
ভদ্র ছেলেদের ফেসবুক স্ট্যাটাস
সোশ্যাল মিডিয়া অথবা ফেসবুকে স্ট্যাটাস শেয়ার করুন। ভদ্র ছেলেদের ফেসবুক স্ট্যাটাস নিচে দেওয়াঃ
- তোমার দিকে তাকাই না বলে ভেবো না আমি অন্ধ। আমি ততটা নিকৃষ্ট নয় তাই চোখ করে বন্ধ আছি।
- ভদ্রতা স্বভাব নয় ভদ্রতা একটি বংশের পরিচয়।
- যে বয়স্কদের সম্মান করে এইতো একমাত্র ভদ্র।
- পরিবারের প্রতি ভালবাসা আত্মত্যাগ, ভদ্রতার একটি প্রমাণ।
- সফল হতে গেলে অবশ্যই ধৈর্য ও
- বারবার ভুল থেকে শিক্ষা নেওয়া ধৈর্যের পরিচয়।
- ভদ্র হতে হলে কথাই নয় কাজে হতে হয়।
- ভদ্রতা অলংকারের মত যা কখনো পুরনো হয় না।
ছেলেদের ফেসবুক স্ট্যাটাস রোমান্টিক
মনের ভালোবাসা প্রকাশের জন্য, নিজের আবেগ অনুভূতি দুঃখ বেদনা শেয়ার করার জন্য রোমান্টিক স্ট্যাটাস অনেকে শেয়ার করেন। ভালোবাসার ছোঁয়া, আবেগময় মুহূর্তগুলো অন্যদের সাথে শেয়ার করতে ফেসবুকে রোমান্টিক স্ট্যাটাস শেয়ার করেন। নিচে কিছু রোমান্টিক স্ট্যাটাস উল্লেখ করে দেওয়া হলোঃ
- ঘুমের মধ্যে স্বপ্নেও তোমার ওই হাসি দেখতে পাই।
- তোমাকে পেয়ে আমি ধন্য, জীবনের সকল চাওয়া পূর্ণ।
- ধৈর্য ধরে আছি নিশ্চয়ই একদিন অবস্থার পরিবর্তন ঘটবে।
- ভালোবাসার ছোয়াতে যা লালিত হয়। সেই প্রত্যেকটি জিনিস ই সুন্দর।
- সবাই চলে পিছে পিছে আমি সবার আগেরে।
- একদিন আমারও টাকা থাকবে পকেটে নয় রকেটে।
- পাগল তো সেই যে এখনো আমার পিছনে ঘুরেনি।
- প্রিয় মানুষটি হাসতে দেখার মত প্রশান্তি এই পৃথিবীতে আর দ্বিতীয় কোন কিছু নেই।
ছেলেদের ফেসবুক স্ট্যাটাস সম্পর্কে আমাদের মতামত
অনেকে ছেলেদের ফেসবুক স্ট্যাটাস, সিঙ্গেল ছেলেদের ফেসবুক স্ট্যাটাস সম্পর্কে খোঁজ করেন। আজকের আর্টিকেলটি তাদের উদ্দেশ্যে লিখা। আশা করি বিষয়গুলো যেন উপকৃত হবেন। আর্টিকেলটি ভালো লাগলে শেয়ার করুন। অন্যান্য স্ট্যাটাস সম্পর্কিত আর্টিকেল পড়তে আমাদের ক্যাটাগরি ঘুরে আসুন। এতক্ষণ আমাদের সাথে থাকার জন্য আপনাকে অনেক ধন্যবাদ।