আপনারা অনেকেই বিদেশ যাওয়ার স্বপ্ন দেখেন। কেউ যেতে চায় লেখাপড়া করে উচ্চ শিক্ষার জন্য আবার কেউ যেতে চায় কাজের জন্য। কিন্তু আমাদের মাঝে এমন অনেকেই আছেন যারা টাকার অভাবে অনেকেই বিদেশ যাওয়া সম্ভব হয় না। তাই হয়তো অনেকেই চাই সরকারিভাবে বিদেশ ভ্রমণ করতে। কিন্তু সরকারি ভাবে কিভাবে বিদেশ যেতে হয় সেই উপায় জানা নেই। আপনি যদি বিদেশ যেতে চান তাহলে সরকারি এজেন্সির মাধ্যমে অল্প খরচে সহজে বিদেশ যেতে পারবেন।
আবার আপনি চাইলে ইন্টারন্যাশনাল এজেন্সি এর মাধ্যমে সরকারিভাবে বিদেশ যেতে পারবেন। এছাড়া সরকারি ভাবে বিদেশ যেতে নিবন্ধন শুরু করা হয়েছে এতে আপনারা নিবন্ধন শুরু করতে পারেন। এই বিষয়গুলো সহ আরো অনেক বিষয়গুলো সম্পর্কে বিস্তারিতভাবে জানতে হলে আজকের ব্লগ পোষ্টটি মনোযোগ সহকারে এই পোস্টটি পড়ুন যাতে এগুলো তথ্য জেনে আপনারা উপকৃত হতে পারেন।
বিদেশ যাওয়ার নিয়ম
সরকারিভাবে বিদেশ যাওয়ার ১ম শর্ত হচ্ছে প্রয়োজনীয় ডকুমেন্টস লাগবে। যারা আসলে সরকারিভাবে বিদেশে যাইতে চাচ্ছেন তাদের ক্ষেত্রে এই বিষয়টি খুবই গুরুত্বপূর্ণ। আপনি যদি আগে থেকে প্রয়োজনীয় কাগজপত্র কালেক্ট বা রেডি করে না রাখেন তাহলে আপনার সরকারি ভাবে বিদেশ যাওয়া সম্ভব হবে না।
এজন্য বিদেশে যাওয়ার আগে যেসব নতিপত্র না নিলেই নয় সেগুলো বিষয় জেনে রাখা ভালো। তো আপনি যদি চিন্তাভাবনা করেই ফেলেন যে না আমি বিদেশ গেলে সরকারীভাবেই বিদেশ ভ্রমণ করব। তাহলে আপনাকে নিম্নে উল্লেখ করা কাগজপত্রগুলো এখন থেকেই কালেক্ট করা শুরু করে দিন। সরকারিভাবে বিদেশ যাওয়ার জন্য আপনার যেসব কাগজপত্র লাগবে তা নিম্নরূপঃ
- আপনার এনআইডি কার্ডের ফটোকপি
- পাসপোর্ট
- দুই থেকে তিন কপি পাসপোর্ট সাইজের ছবি
- যেই দেশে ভ্রমণ করবেন সে দেশের ভিসা
- কর্মসংস্থান চুক্তিপত্র
- মেডিকেল সার্টিফিকেট
- বিমানের টিকিট
- দূতাবাসের ঠিকানা ও ফোন নম্বর
- ব্যাংক অ্যাকাউন্ট নাম্বার
- পুলিশ ক্লিয়ারেন্স ইত্যাদি।
সরকারি ভাবে বিদেশ যাওয়ার উপায়
আপনি যদি সরকারি ভাবে বাংলাদেশ থেকে অন্য দেশে বা বিদেশে যেতে চান তাহলে আপনাকে প্রথমে Ami Probashi অ্যাপলিকেশন আপনার ফোনে ইনস্টল করে একটি একাউন্ট চালু করে আপনার পাসপোর্ট, জাতীয় পরিচয় পত্র (National Identity Card) ও প্রয়োজনীয় ডকুমেন্ট সেখানে সাবমিট করে আপনার পছন্দের দেশে যাওয়ার জন্য আবেদন করতে পারেন।
Ami Probashi এই অ্যাপলিকেশন এর মাধ্যমে আপনি আপনার চাকরির ক্যাটাগরি ও বেতন সম্পর্কিত বিভিন্ন ধরণের বিস্তারিত তথ্য জেনে নিতে পারবেন এবং সেগুলো ভালোভাবে জানার পরে আবেদন করতে পারেন বা পারবেন। তবে উক্ত কোম্পানির ম্যানেজমেন্ট টিম আপনাকে যদি যাচাই করা শেষে সিলেক্ট করে নেয় তাহলেই আপনি পরবর্তীতে তাদের নীতিমালা মোতাবেক বিদেশ যেতে পারবেন।
তবে এছাড়াও আপনারা চাইলে সরকারি ভাবে সাধারণ চাকরিপ্রার্থী হিসেবে, স্কলারশিপ পেয়ে এবং শ্রমিক হিসেবেও বিদেশে যাইতে পারবেন। মানে এখানে আপনাকে কোন রকম দালালের চক্র নিয়ে ঝামেলায় পড়তে হবে না। এই অ্যাপলিকেশন এর সাহায্যে আপনি সরাসরি বিদেশে যেতে পারবেন।
আপনি যদি সরকারি ভাবে বিদেশ যেতে চান, তাহলে আনুমানিক আপনার ১ লক্ষ টাকা থেকে ৪ লক্ষ টাকা পর্যন্ত খরচ হতে পারে। তবে বিভিন্ন দেশ ভেদে এই খরচের পরিমাণ কম বেশি হতে পারে। তবে আমি বলব ব্যক্তিগত ভাবে বিদেশ যাওয়ার চাইলতে আপনি যদি সরকারিভাবে বিদেশ যেতে পারেন তাহলে আপনার খরচ তুলনামূলক অনেক কম হবে।
তবে সরকারিভাবে বিদেশ যাওয়ার আগে অথবা ভ্রমণের আগে আপনার কর্মদক্ষতা থাকতে হবে অবশ্যই এবং টিটিসি থেকে বিদেশ ভ্রমণ কোর্স সম্পূর্ণ করে আপনাদের সার্টিফিকেট গ্রহণ করতে হবে। সরকারিভাবে কম খরচে আপনারা ভারত, ডেনমার্ক, সুইজারল্যান্ড, থাইল্যান্ড, মালয়েশিয়া, সংযুক্ত আরব আমিরাত, ওমান এবং পোল্যান্ড যেতে পারবেন।
সরকারিভাবে বিদেশ যাওয়ার জন্য খরচ কম হবে আর যদি আপনারা বেসরকারি অথবা কোন দালাল চক্রের ফাঁদে পড়েন তাহলে প্রতারণার শিকার হবেন এবং অনেক বেশি টাকা খরচ হবে আপনাদের।
ফ্রি বিদেশ যাওয়ার উপায়
এ পর্যায়ে আমরা ফ্রি বিদেশ যাওয়ার উপায় ২০২৪ সম্পর্কে বিস্তারিতভাবে জেনে নিব। মূলত সম্পূর্ণ ফ্রিতে বিদেশে ভ্রমণ করাটা কখনই সম্ভব না। ফ্রিতে বলতে আমরা এখানে বুঝিয়েছি যে অন্যান্য লোকেরা ১০/১২ লাখ টাকা দিয়ে বিদেশ যাওয়ার জন্য প্রস্তুতি নেয়।
তার থেকে আপনারা চাইলে অনেক কম টাকায় সরকারিভাবে বিদেশ যেতে পারবেন। আমরা পোষ্টের এই পাঠে সেটা নিয়ে আলোচনা করব। আপনি যদি সরকারিভাবে বিদেশে যেতে চান, তাহলে আপনাকে বেশ কয়েকোটি ধাপে যেতে পারবেন যেমনঃ
- ১। শিক্ষার্থী হিসেবে
- ২। শ্রমিক হিসাবে
- ৩। চাকরি প্রার্থী হিসাবে
আমরা অনেকেই অনেক রকম হয়ে বিদেশে যেতে চাই। তার মধ্যে আমরা বেশির ভাগই বিদেশে যায় চাকরি প্রার্থী হিসেবে। কিন্তু আমরা এটা জানি না যে সরকারি ভাবে চাকরি প্রার্থী হিসেবে কিভাবে বিদেশ যেতে হয়। আপনি অন্য দেশে গিয়ে চাকরি করতে হলে আপনাকে সর্ব প্রথম দেখাতে হবে কোন দেশের কোম্পানি জন্য চাকরির জন্য সার্কুলার দিয়েছেন কিনা।
বিদেশে যেসব চাকরির জন্য সার্কুলার দেওয়া হয় সেই সবগুলোতে আপনি অনলাইনের মাধ্যমে আবেদন করতে পারবেন। আমরা অনেকেই শ্রমিক হিসাবে সরকারিভাবে বিদেশ যাওয়ার জন্য ভেবে থাকি। এবং বিভিন্ন অনলাইনের মাধ্যমে সার্চ করে থাকি। আপনি যদি জমির শ্রমিক হিসাবে বিদেশে যেতে চান তাহলে আপনাকে বিদেশের জমির শ্রমিক নিয়োগ সম্পর্কে খোঁজ রাখতে হবে।
তারপর আমরা শিক্ষার্থীদের নিয়ে কথা বলবো। আমরা অনেকে উচ্চশিক্ষায় শিক্ষিত হওয়ার জন্য বিদেশে পড়াশোনা করতে যায়। আবার অনেকেই বাংলাদেশ থেকে প্রতিবার স্কলার্শিপ তারা সরকারিভাবে বিদেশ যাওয়ার জন্য বিভিন্ন সুযোগ-সুবিধা পায়।
বিদেশ যাওয়ার সরকারি এজেন্সি
আমাদের বাংলাদেশ থেকে অনেকগুলো ভিসা এজেন্সি বা কোম্পানি আছে যেগুলো আপনাকে সরকারি ভাবে বিদেশ যাওয়ার জন্য সাহায্য করবে। আপনি চাইলে সেগুলো সরকারি এজেন্সির মাধ্যমে সহজে বিদেশে যেতে পারবেন এবং এর পাশাপাশি আপনাদের বিদেশ যাওয়ার জন্য অনেক সুযোগ-সুবিধা নিশ্চিত করবে। তাহলে আসুন জেনে নেওয়া যাক সরকারিভাবে বিদেশ যাওয়ার এজেন্সি ২০২৪ সম্পর্কে।
মাহাবুব ইন্টারন্যাশনাল এজেন্সি
- ঠিকানা: D.I.T. Road, 476/B, Ground Floor, Dhaka.
- মোবাইল নম্বর: ০১৭১৫০০৯০৯৬, ০১৮১৯২৫৭০৪৯,০১৭৪৮৩৮৩৮৩০।
- ফ্যাক্স:৮৮-০২-৮৩১১৪৮১।
এম.পি. ট্রাভেলস লিমিটেড
- ঠিকানা: Shapla Bhawan, 4th Floor, Side No. 502-504,49, Motijheel C/A, Dhaka.
- মোবাইল নম্বর: ০১৭১৫৪২৮৭১৩।
ডায়মন্ড ট্রাভেল
- ঠিকানা: Kamalapur Bazar Road, 67/5, 2nd Floor, Side No.102-104, Motijheel, Dhaka.
- মোবাইল নম্বর: ০১৭১৫০৯০৮২৩।
- ফ্যাক্স: ৮৮-০২-৮৩১৫৯৪৬।
বি.এম.এস ট্রাভেলস
- ঠিকানা: 24/A, 3rd Floor, Kawran Bazar, Dhaka.
- মোবাইল নম্বর: ০১৭৪০৪০০১২৯।
- ফ্যাক্স: ৮৮-০২-৫৫২৩৮৯।
খাঁন ট্যুরস্ট এন্ড ট্রাভেল
- ঠিকানা: SR Gaden, 5th Floor, 52, Nayapalton, Dhaka.
- মোবাইল নম্বর: ০১৭১৩০১১৭৯৩।
- ফ্যাক্স: ৮৮-০২-৮৩১৬৯৫৬।
শাহেনা ট্যুরস্ট এন্ড ট্রাভেল
- ঠিকানা: Habibullah Mansion, 4th Floor, 120, D.I.T. Extension Road, Fakirapool, Dhaka.
- মোবাইল নম্বর: ০১৮১৯২১৬৩৮৮।
- ফ্যাক্স: ৮৮-০২-৭১৯২৮৬২।
নিলয় ওভারসিস এন্ড ট্রাভেলিং লিমিটেড
- ঠিকানা: Mouchak Tower, 48/B, Eighth Floor, Malibag Mor, Dhaka.
- মোবাইল নম্বর: ০১৭১২৫৭৬৬৬১,০১৯১৪৪০৬০৬।
- ফ্যাক্স: ৮৮-০২-৯৩৪১৮০২।
শামীম ট্রাভেলস
- ঠিকানা: House No. 11 Ground Floor, Road No. 22, Block K Dhaka.
- মোবাইল নম্বর: ০১৬১৩৩২২৯১০, ০১৭১৩৩২২৯১০।
- ফ্যাক্স: ৮৮-০২-৯৮৮১
ফারহান এভিয়েশন সার্ভিসেস
- ঠিকানা: SR Gaden, 3rd Floor, 52, Nayapalton, Dhaka.
- মোবাইল নম্বর: ০১৮১৯২৫০১৩।
বিদেশ যাওয়ার জন্য প্রশিক্ষণ
এই প্রশিক্ষণটি মূলত তাদেরই করতে হয় যারা আর কিছুদিন পরেই বিদেশে চলে যাবে, যাদের ভিসা হয়ে গিয়েছে, অথবা কাজের চুক্তিপত্র হয়ে গিয়েছে তাদের জন্যে। এই ট্রেনিং প্রশিক্ষণ করে বিমানবন্দরের বিভিন্ন যাবতীয় নিয়ম গুলি ভালোভাবে জানা যায়। বিদেশে গিয়ে কর্মক্ষেত্রে ও বসবাসের স্থলে ভালো থাকা যায়। বিদেশে কাজ নিয়ে যাওয়ার মুহুর্তে স্বল্প সময়ের মাঝে অনেক প্রস্তুতির বিষয় থাকে।
প্রথমবারের মতো বিমানবন্দরে গিয়ে কিভাবে ভালোভাবে বিদেশে গিয়ে পৌছাবে তা নিয়া বিদেশগামীদের নানামুখি টেনশন কাজ করে। এছাড়া বিদেশে বিপদে পড়লে কোথায় সাহায্য পাওয়া যাবে, আবার বিদেশে অজানা অচেনা পরিবেশে কিভাবে মানিয়ে নিয়ে চলতে হবে, কিভাবে নিয়োগকর্তার সাথে ভাল সম্পর্ক বজায় রাখা যায় ইত্যাদি বিষয়ে জানা থাকে না বলে অভিবাসীরা বিভিন্নসমস্যায় পড়তে হয়।
বিদেশ যাওয়ার শপিং লিস্ট
বিদেশ যাওয়ার আগে কী কী নিয়ে যাবেন, তা নিয়ে অনেকেই বিভিন্ন সময় ভাবতে থাকেন। এই লিস্টটি আপনাকে একটু সহায়তা করবে। তবে মনে রাখবেন, আপনার গন্তব্য, মৌসুম এবং ভ্রমণের ধরন অনুযায়ী এই লিস্টে কিছুটা পরিবর্তন আনতে পারেন।
দস্তাবেজ:বিদেশ যাওয়ার শপিং লিস্ট
- পাসপোর্ট
- ভিসা
- ফ্লাইট টিকিট
- হোটেল বুকিং
- ভ্রমণ বীমা
- ড্রাইভিং লাইসেন্স (যদি প্রয়োজন হয়)
- আন্তর্জাতিক ভ্যাকসিনের সার্টিফিকেট
- ক্রেডিট/ডেবিট কার্ড
- নগদ অর্থ (সীমিত পরিমাণে)
পোশাক:বিদেশ যাওয়ার শপিং লিস্ট
- মৌসুম অনুযায়ী পোশাক:
- গরমের পোশাক: টি-শার্ট, শর্টস, স্কার্ট, স্যান্ডেল
- শীতের পোশাক: জ্যাকেট, কোট, সোয়েটার, গ্লাভস, স্কারফ কোট, বুট
- বৃষ্টির জন্য রেইন কোট, ছাতা
- আনুষ্ঠানিক পোশাক: যদি প্রয়োজন হয়
- স্বচ্ছন্দ পোশাক: বিমানে ভ্রমণের জন্য
খাবার:বিদেশ যাওয়ার শপিং লিস্ট
- ড্রাই ফ্রুটস
- বিস্কুট
- চকলেট
- ছোট্ট প্যাকেটে জুস
দরকারি টিপস:বিদেশ যাওয়ার শপিং লিস্ট
- হালকা ও ছোট্ট জিনিসপত্র নিয়ে যান: যাতে ব্যাগ বেশি ভারী না হয়।
দ্রষ্টব্য: মনে রাখবেন উপরের উল্লিখিত এই লিস্টটি শুধুমাত্রএকটি নির্দেশিকা। আপনি চাইলে নিজের প্রয়োজন মোতাবেক এই লিস্টের বাইরে যেকোন দরকারি জিনিস নিতে পারেন।
সরকারি ভাবে বিদেশ যাওয়ার উপায় সম্পর্কে লেখকের মতামত
আপনার যদি সরকারি ভাবে বিদেশ যাওয়ার উপায় – বিদেশ যাওয়ার নিয়ম সম্পর্কে আরও যদি কোন প্রশ্ন থেকে থাকে কিংবা কোন ধরণের মতামত থাকে তাহলে এই পোষ্টের কমেন্ট বক্সে আমাকে কমেন্ট করে জানিয়ে দিন। আমি আপনাদের প্রশ্নের অথবা মতামতের সমাধান করে দেওয়ার অবশ্যই চেষ্টা করব।
আজকে আমরা আপনাদের মাঝে সরকারি ভাবে বিদেশ যাওয়ার উপায, বিদেশ যাওয়ার নিয়ম আলোচনা করার পাশাপাশি বিদেশ যাওয়ার সরকারি এজেন্সি, বিদেশ যাওয়ার জন্য প্রশিক্ষণ, বিদেশ যাওয়ার শপিং লিস্ট ইত্যাদি নিয়ে বিশেষ কিছু বিস্তারিত অনেক তথ্য আলোচনা করলাম। আশা করি আজকের এই আর্টিকেলটি পড়ে আপনাদের অনেক উপকারে আসবে। ধন্যবাদ।